রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW) লিখিতভাবে জানিয়েছে, তাদের কাছে তুরিন আফরোজের পিএইচডি সম্পন্ন করার কোনো তথ্য নেই—এমনকি তার নামে কেউ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো রেকর্ড মেলেনি।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে ওই মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক অভিযোগ করেন, তুরিন আফরোজ প্রসিকিউটর থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে তার মা ও ভাইকে উত্তরার পারিবারিক বাড়ি থেকে বের করে দেন। তিনি আদালতের কাছে অনুরোধ জানান, তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম যেন আবারও সেই বাড়িতে বসবাস করতে পারেন, আদালত যেন সে নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালে, যখন শামসুন্নাহার বেগম ও তার ছেলে শাহনেওয়াজ আহমেদকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর উভয় পক্ষ দখল ও মালিকানা নিয়ে পৃথক দেওয়ানি মামলা দায়ের করেন। শেষপর্যন্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বাতিল হওয়ায় এখন আইনগত বাধা ছাড়াই শামসুন্নাহার ও শাহনেওয়াজ ওই বাড়িতে বসবাস করতে পারবেন।

মামলার শুনানিতে উপস্থাপিত আরও একাধিক তথ্য মতে, তুরিন আফরোজ নিজের নামে হেবা দলিলের ভিত্তিতে বাড়ির মালিকানা দাবি করলেও তার মা ও ভাই আদালতে লিখিতভাবে জানান, মূল মালিকানা ছিল শামসুন্নাহারের, যিনি পরে ১৯৯৭ সালে সম্পত্তি তার ছেলেকে হেবা করেন।

Header Ad
Header Ad

কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলাকে ভারতের মোদি সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই মন্তব্য করেন।

রোববার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ অভিযোগ করেন, “ভারত এই হামলাকে কৌশলগতভাবে ব্যবহার করছে, যার মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা চালানো হচ্ছে।”

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আসিফ দাবি করেছেন, পাকিস্তানের অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর—বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)—মাধ্যমে চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, “পেহেলগাম হামলার ঘটনা সাজানো, যার মূল উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায়। যেকোনও মধ্যস্থতার আগে এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন জরুরি।”

আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। আসিফ বলেন, “আমাদের আহ্বানের মধ্য দিয়ে ভারতের খারাপ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।”

এসময় তিনি জানান, পাকিস্তান শিগগিরই সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে। একইসঙ্গে তিনি সতর্ক করেন যে, যুদ্ধ সংক্রান্ত ভারতের আগ্রাসী মনোভাব আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মিরে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। ভারত ইতোমধ্যে দুই দেশের মধ্যে থাকা ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

এই উত্তেজনার মধ্যে শনিবার পাকিস্তান ‘আবদালি’ নামের ৪৫০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা ‘সিন্ধু মহড়া’র অংশ বলে জানানো হয়। ভারতের পক্ষ থেকে এই পরীক্ষাকে ‘উসকানিমূলক’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

 

Header Ad
Header Ad

কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন। ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিশেষ উদ্যোগের আওতায় ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে, যার মাধ্যমে এখন থেকে চিকিৎসা ভিসা পেতে সময় ও ঝামেলা দুই-ই হবে অনেক কম।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ভারতের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ এতদিন বাংলাদেশি রোগীদের বড় অংশ ভারতের বিভিন্ন হাসপাতালমুখী হতো।

রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে দুই দেশ।

দূতাবাস জানায়, নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদনকারীরা পূর্বের মতো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে।

চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া মাত্রই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এ ছাড়াও ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করেই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানের ব্যবস্থাও থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব রোগীর ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে অপেক্ষা না করিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হওয়া যাঁদের পক্ষে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের সুবিধা রাখা হয়েছে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে দূতাবাস ও ভিসা সেন্টার। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে।

 

Header Ad
Header Ad

রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

রাখাইন রাজ্যে মানবিক করিডর চালুর বিষয়ে এখনো কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান।

আজ রবিবার রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

খলিলুর রহমান বলেন, “মানবিক করিডর চালুর একটি প্রস্তাবনা রয়েছে এবং এটি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়নি কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়নি।”

তিনি আরও জানান, “জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত এই করিডরের মাধ্যমে কেবল খাদ্য ও ত্রাণ সরবরাহ করা হবে, কোনোভাবেই অস্ত্রের সংযোগ থাকবে না। এই উদ্যোগ রাখাইনের ভেতরে নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করার একটি চেষ্টামাত্র।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, "রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যেই হোক না কেন, তাদের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা আমাদের প্রয়োজন।"

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের প্রতিবেশী হিসেবে আরাকান আর্মি রয়েছে। সেক্ষেত্রে ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি এড়ানো যায়।”

এই বক্তব্যের মাধ্যমে রাখাইন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সেমিনারে উপস্থিত বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
“নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকারের কেউ কেউ” প্রেসক্লাবে রিজভীর অভিযোগ
কুরবানি ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন? সাবধান, হতে পারে সম্পর্কের অজানা সংকেত!
কত তাড়াতাড়ি নির্বাচন হবে, তা জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু
ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে কিছু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু
ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়
নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিতর্কের মুখে সরানো হলো হাসিনার সেই কুশপুতুল
মেসি-সুয়ারেজের গোল, বড় জয় পেল মায়ামি
এলপি গ্যাসের নতুন দামের সিদ্ধান্ত আজ
সকালে কাঠবাদাম খাওয়ার যত উপকারিতা
একদিন পেছাল খালেদা জিয়ার দেশে ফেরা
ইসরাইলের অবরোধ, গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু