ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত
আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW) লিখিতভাবে জানিয়েছে, তাদের কাছে তুরিন আফরোজের পিএইচডি সম্পন্ন করার কোনো তথ্য নেই—এমনকি তার নামে কেউ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো রেকর্ড মেলেনি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে ওই মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক অভিযোগ করেন, তুরিন আফরোজ প্রসিকিউটর থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে তার মা ও ভাইকে উত্তরার পারিবারিক বাড়ি থেকে বের করে দেন। তিনি আদালতের কাছে অনুরোধ জানান, তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম যেন আবারও সেই বাড়িতে বসবাস করতে পারেন, আদালত যেন সে নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালে, যখন শামসুন্নাহার বেগম ও তার ছেলে শাহনেওয়াজ আহমেদকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর উভয় পক্ষ দখল ও মালিকানা নিয়ে পৃথক দেওয়ানি মামলা দায়ের করেন। শেষপর্যন্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বাতিল হওয়ায় এখন আইনগত বাধা ছাড়াই শামসুন্নাহার ও শাহনেওয়াজ ওই বাড়িতে বসবাস করতে পারবেন।
মামলার শুনানিতে উপস্থাপিত আরও একাধিক তথ্য মতে, তুরিন আফরোজ নিজের নামে হেবা দলিলের ভিত্তিতে বাড়ির মালিকানা দাবি করলেও তার মা ও ভাই আদালতে লিখিতভাবে জানান, মূল মালিকানা ছিল শামসুন্নাহারের, যিনি পরে ১৯৯৭ সালে সম্পত্তি তার ছেলেকে হেবা করেন।
