রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বঙ্গবন্ধু

বাইগার নদীর কোলঘেঁষে সবুজ শ্যামল গাঁ টুঙ্গিপাড়া

কোকিল দোয়েল ঘুঘু ডাহুকের ধ্বনিতে মুখরিত;

প্রকৃতিতে সাজসাজ রব; দক্ষিণা সমীরণে আগমনী বারতা

মহানায়কের আবির্ভাব ঘটবে বলে চারদিকে পড়ল সাড়া।

উনিশশো বিশ খ্রিষ্টাব্দের সতেরই মার্চের রাতে;

ঝলমলে আলো ছড়িয়ে মা সায়েরা খাতুনের কোলজুড়ে

এলো এক দেবশিশু পৃথিবীর বুকে।

আকাশে বাতাসে হর্ষধ্বনি, নদীর স্রোতের মতো

বহে আনন্দের ফলগুধারা।

খুশিতে আটখানা নানা শেখ আবদুল মজিদ

বললেন, শোন শেখ লুৎফর রহমান-

তোমার ছেলের নাম হবে শেখ মুজিবুর রহমান।

দাদা বোরহানউদ্দিন বললেন, ঠিক আছে, ঠিক আছে!

আমি ডাকব কিন্তু খোকা বলে।

বিস্ময়কর বালক সেই খোকা হাঁটি হাঁটি-

পা পা করে এগিয়ে চলল পৃথিবীর পথে।

প্রাথমিক শিক্ষার পাঠ নিতে ছুটতে হলো

এক স্কুল থেকে আরেক স্কুলে। গিমাডাঙ্গা স্কুল;

গোপালগঞ্জ পাবলিক স্কুল, মাদারিপুরে ইসলামিয়া

স্কুলের গন্ডি পেরুতে না পেরুতেই ‘বেরিবেরি’ রোগ

তার পথচলাকে থমকে দিল। কিন্তু তাকে রোখার সাধ্য কার?

বুকে আছে কঠিন মনোবল যার!

আরোগ্যলাভের পর এবার ভর্তি করা হলো গোপালগঞ্জ

মিশনারি স্কুলে। এখানেই রাজনীতির হাতে খড়ি;

ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় এক কর্মী।

বিয়াল্লিশে ম্যাট্রিকুলেশন, চুয়াল্লিশে কলকাতা

ইসলামিয়া কলেজ থেকে আইএ;

সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতির অঙ্গনে পদচারণা,

দেশভাগের আন্দোলন আর হিন্দু-মুসলিম দাঙ্গা-বিরোধী

সভা-সমাবেশ মিছিলে সক্রিয় অংশগ্রহণ-

নির্ধারণ করে তার রাজনীতির আসন।

 

সাতচল্লিশে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রী

নিতে নিতেই বেজে ওঠে দেশভাগের ঘণ্টা!

মুজিব মনে মনে বললেন, আর নয় কলকাতা;

এবার ফিরতে হবে ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েই-

ছাত্রলীগ গঠনে মনোযোগ দিলেন;

সৈয়দ নজরুল, তাজউদ্দীনরা সঙ্গী হলেন।

হঠাৎ একদিন খবর এলো, দেশে ফিরেছেন

মওলানা ভাসানী, আছেন সন্তোষে।

ছুটে গেলেন মুজিব মহাউচ্ছ্বাসে।

বললেন মনের কথা, মুসলিম লীগ সেকেলে, চাই প্রগতিশীলধারা;

তরুণ নেতার কথা শুনে স্থির মওলানা। কী করা যায়!

ভাবতে ভাবতেই বললেন, উত্তম প্রস্তাব; আছি আমি

থাকবে অনেকেই- মুসলিম লীগে ধর্মনিরপেক্ষ চিন্তার যারা।

 উদ্বেলিত মুজিব এবার ছুটলেন জেলায় জেলায়

নতুন দল গঠনের উদ্দেশ্য বোঝালেন।

মওলানা ভাসানী, শামসুল হকের নেতৃত্বে

আওয়ামী মুসলিম লীগ গড়ে তুললেন।

এবার পাকিস্তানি শাসকদের রাষ্ট্রভাষাকে উর্দু

করার চক্রান্ত রুখে দিতে মাঠে নামলেন;

বললেন, বাংলাকে করতে হবে রাষ্ট্রভাষা!

সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল

দেশের আনাচে কানাচে। দাবি উঠল সর্বত্র।

রাষ্ট্রভাষা বাংলা চাই, মানতে হবে-মেনে নাও।

পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে-

রাজপথে মিছিল বের করা হলো।

মিছিলের পুরোভাগে শামসুল হক ও মুজিব

অতঃপর গ্রেপ্তার হয়ে জেলে।

আর তাতেই বাঙালি গেলো ক্ষেপে!

গভর্নর জেনারেল জিন্নাহ ছুটে এলেন ঢাকায়-

সভা ডেকে বললেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।

উত্তেজিত জনতা তীব্র কণ্ঠে বলল, নো নো নো!

বাহান্নতে তুমুল আন্দোলনের এক পর্যায়ে রক্ত ঝরলো রাজপথে,

সালাম বরকত রফিক শফিক জব্বারের রক্তের আখরে

লেখা হলো ‘‘রাষ্ট্রভাষা বাংলা’ নাম।

উর্দুপ্রেমী পাকিস্তানী শাসকদের আঁতে ঘা লাগল তাতে;

বাঙালির ওপর শোষণ নিপিড়নের মাত্রা

দিনকে দিন বাড়তেই থাকল।

কারণে অকারণে শেখ মুজিব ও তার দলের

নেতাদের করলো জেলে আবদ্ধ;

রাজনীতি রাখলো সীমাবদ্ধ।

এরমধ্যে ঘটলো আরেক অস্বাভাবিক ঘটনা!

মোহাম্মদ আলী জিন্নাহর আকস্মিক মৃত্যুর পর-

মসনদে বসলেন লিয়াকত আলী খান।

দৃশ্যপটে এলেন জেনারেল আইয়ুব খান।

বিধির কী লীলা!

এবার শুরু হলো পাক-সেনাদের খেলা।

পূর্ববাংলা বলল, মানি না; মানবো না-

তোমাদের ওই সেনাশাসন!

আমরা হলাম বীরের জাতি; উপড়ে ফেলব দুঃশাসন।

আইয়ুব বললেন, দাঁড়াও; তোমাদের দেখাচ্ছি মজা!

ডান্ডা মেরে করবো ঠান্ডা।

শুধু কী তাই! শিল্প কিংবা শিক্ষা প্রতিষ্ঠান দেবো না কিছুই-

পূর্ববাংলায়; পাট বেঁচার টাকায় ইসলামবাদ গড়বো,

পশ্চিম পাকিস্তানিদের চাকরি দেবো।

ভেতো বাঙালি ভাতে মরবে; বুঝতে তখন কে আমি?

আমি হলাম ফিল্ড মার্শাল মানুষটা বড় দামি!

পাশে আছেন অনেক গুণীজন, আছেন মওলানা ভাসানী;

আমি কি আর কাউকে মানি?

জেলে বসে মুজিব আঁকলেন ছয় দফার পরিকল্পনা-

ছিষট্টিতে মানুষ পেল স্বাধীকারের ঘোষণা।

সমর্থনে বাঙালিরা গর্জে উঠল রাজপথে-

জ্বালো জ্বালো! আগুন জ্বলো!

আইয়ুব খানের মসনদে।

বেসামাল ওই শাসকেরা এবার; মামলা দিল ষড়যন্ত্রের-

বলল, মুজিব আগরতলায় বসে প্ল্যান করেছে সরকার উৎখাতের।

হয়েছে সে রাষ্ট্রদ্রোহী! মৃত্যুদণ্ড ঠেকায় কে?

মুজিব বললেন, বাঙালি আছে আমার সঙ্গে-

রাখে আল্লাহ মারে কে?

উনসত্তুরে পতন হলো আইয়ুব খানের, মসনদে এবার ইয়াহিয়া-

একই পথের পথিক তিনি; দিলেন সামরিক ঘোষণা!

রাজনীতি হলো স্থগিত, নেতারা হলেন বন্দী-

এটাই নাকি ইয়াহিয়ার নতুন কোনো ফন্দি।

শিগগিরই তিনি নির্বাচন দেবেন, ফিরবেন গণতন্ত্রে

মানুষ তাকে সেল্যুট দেবে মজবে তারই মন্ত্রে।

সত্যিই একদিন নয়া প্রেসিডেন্ট জাতির সামনে

হাজির হলেন; ঘোষণা দিলেন নির্বাচনের-

বাজলো দামামা পূর্ববাংলায়, ভুট্টো মিয়ার দুশ্চিন্তা!

বললেন হেঁকে; হারলে আমি জ্বলবে আগুন ঘরে ঘরে-

এই কথাতেই ক্ষেপছে মানুষ! বলল, ভোট দেবে মুজিবররে।

তাই হলো ভাই তাই হলো!

সত্তুরের নির্বাচনে-

আওয়ামী লীগের জয় হলো!

খবর পেয়ে বসলেন মদের বোতল নিয়ে ইয়াহিয়া-

বললেন গোয়েন্দাদের ডেকে, এ কী হলো মিয়া!

আমও গেলো ছালাও গেলো! এখন কী যে করি আমি!

বাহানা ছাড়া উপায় নাই!

ভুট্টো বললেন, একদম তাই।

মুজিব দিলেন হুঙ্কার! সাতই মার্চের ঘোষণা-

প্রধানমন্ত্রীত্ব চাই না, চাই দেশের স্বাধীনতা।

ইয়াহিয়া বললেন, কয় কী ব্যাটা!

সাহস তো তার কম না!

প্রহসনের আলোচনায় ঢাকায় এলেন ইয়াহিয়া-ভুট্টো-

শেখ সাহেব জানতেন, এটা সময়ক্ষেপনের সূতো।

পঁচিশ মার্চের কাল-রাতে হানাদারবাহিনীর বর্বরোচিত

হামলা চালাল নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর;

বিধ্বস্ত হলো ঢাকা শহর; রক্তে ভাসল রাজপথ;

গ্রেপ্তার হলেন শেখ মুজিব; বাঙালি নিল যুদ্ধের শপথ।

একাত্তরে টানা নয় মাসের যুদ্ধের পর-

বাঙালি পেল স্বাধীন ভূখণ্ড; আর

বিশ্ব মানচিত্রে স্থান হল বাংলাদেশের।

বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বঙ্গবন্ধু

বললেন, এবার দেশকে সোনার বাংলায়

পরিণত করবো ভাই;

সবার আমি সহযোগিতা চাই।

হায়েনাদের আড়ালে বসে মুচকি হাসে-

দেশীয় ও আন্তর্জাতিক কুচক্রীমহল একসঙ্গে বসে-

বঙ্গবন্ধু সরকার উৎখাতের ষড়যন্ত্র করে-

তারা কৌশলে সরকারের অন্দরমহলে ঢুকে পড়ে।

জাসদের গণবাহিনী ও পূর্ববাংলা সর্বহারা পার্টি

দেশের সাধারণ মানুষের ঘুম হারাম করে।

তারপর সেই ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে-

ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিকে ঘিরে ফেলে।

পনের আগস্টের কালরাতে হায়েনাদের নির্মমতার

শিকার হন বঙ্গবন্ধু ও তার পরিবার।

জাতির জনকের রক্তের ধারা সিঁড়ি বেয়ে-

নেমে আসে রাজপথে;

রক্তে রঞ্জিত হয় ঢাকা-

যেন আরেক কারবালা!

শোকে স্তব্ধ হয় নগরীর গাছপালা তরুলতা-

হতবিহ্বল মানুষের মাতম ওঠে চারদিকে;

সেই মাতম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে

দেশের সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে।

পিতাকে হত্যার দায়ে কলঙ্কিত হলো বাঙালি-

বিশ্ববাসী বলল, তোমার বিশ্বাসঘাতক জাতি!

ক্ষমা করো পিতা; ক্ষমা করো!

বাঙালি তোমায় ভুলবে না কোনোদিন;

একদিন শোধ দেবো তোমার রক্তের ঋণ।

এই দেশ যতদিন থাকবে,

ততদিনই তোমার রক্ত বহমান থাকবে-

প্রজন্ম থেকে প্রজন্মে।

 

 

 

রচনাকাল : ১৩ আগস্ট ২০২১।

Header Ad

হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাই চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ম‌রিয়ম আখতার মুক্তা হিটস্ট্রোকে মৃত্যু বরণ করায় নির্বাচন স্থ‌গিত ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন। এই উপজেলায় ৪র্থ ধাপে আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগামী ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। তার আগেই মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সকল পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে ৪র্থ ধাপে ০৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করে ছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না এবং পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীদের প্রত্যাহারের সুযোগ দেয়া যাবে।

গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের বর্তমান ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ম‌রিয়ম আখতার মুক্তা এবারও প্রার্থী হ‌ন। সম্প্রতি তি‌নি ময়মন‌সিংহে আত্মীয়ের বা‌ড়ি‌তে বেড়া‌তে গি‌য়ে‌ছি‌লেন।

গত শুক্রবার ২৬ এপ্রিল সেখানেই অসুস্থ হ‌য়ে পড়‌লে দ্রুত তা‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হলে সেখা‌নেই চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত্যুবরণ ক‌রেন।

তি‌নি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক সংসদ সদস্য হাতেম আলী তালুকদারের নাতনী।

এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম‌্যান প্রার্থী ম‌রিয়ম আখতার মুক্তার স্বামী আরিফ হাসান ব‌লেন, প্রচন্ড তাপদাহের কা‌র‌ণে মরিয়ম হিট‌স্ট্রোকে মারা গে‌ছেন। এ কারণে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

উপ‌জেলা নির্বাচন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী।

এই উপ‌জেলায় মোট ভোটার সংখ‌্যা ২ লাখ ২৮ হাজার ৭১ ভোট। এরম‌ধ্যে পুরুষ ভোটার সংখ‌্যা ১ লাখ ১৪ হাজার ৬৬‌ জন এবং ম‌হিলা ভোটার সংখ‌্যা ১ লাখ ১৪ হাজার ৪জন।

ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন শাকিব খান !

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ নায়ক শাকিব খান। কখনো অপু বিশ্বাস, কখনো বা শবনম বুবলী- শাকিবকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। দুজনই শাকিবের কাছে এখন প্রাক্তন। শোনা যাচ্ছে আবারও বিয়ে করতে চলেছেন শাকিব খান। দেশের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে এই খবর।

শাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলী প্রায়ই বিবাদে জড়াচ্ছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। তাদের এমন কাণ্ডে বিরক্ত শাকিব খান ও তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় পরিবার।

ইতোমধ্যে শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন বলে জানা যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক একটি সূত্র খবরটি জানিয়েছে। তাঁর মতে, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে।

সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে।

জানা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলী শাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন, যা মিথ্যাচার। এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার। যেহেতু অপু-বুবলী দুজনেই অতীত, এ কারণে শাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরই। সূত্রে এটিও জানা গেছে, শাকিব নাকি পরিবারেই ইচ্ছেমতোই বিয়ে করতে চান। কারণ, আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর সে ভুল করতে চান না তিনি।

এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক। যদিও এসব তথ্য এখন পর্যন্ত শুধই গুঞ্জন হিসেবেই ভেসে বেড়াচ্ছে। এ বিষয়ে মুখ খোলেননি দেশের শীর্ষ নায়ক শাকিব খান।

 

পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

পদত্যাগের ঘোষণা দিলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা। রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পার্নপ্রির পদত্যাগের তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে থাই গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। তবে দেশটির সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের রাজা। রোববার সরকারি রাজকীয় গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, পার্নপ্রি কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মন্ত্রিসভায় রদবদল এনে পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এই গেজেট প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন শাকিব খান !
পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী
গুদামে মিলল পুলিশের রেশনের ৩০০ বস্তা চাল, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ইরাকে সমকামিতায় জড়ালেই ১৫ বছরের জেল
আবারও বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত
কোরবানির জন্য গরু আমদানি করবে না সরকার
আবু ধাবিতে উদ্বোধন হচ্ছে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গির্জা
পাপ লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার : রিজভী
রিকশাচালকদের মাঝে ডিএনসিসির ৩৩ হাজার ছাতা বিতরণ
নির্বাচনী গণসংযোগে গিয়ে হিটস্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
ইরাকের টিকটক তারকাকে গুলি করে হত্যা
তীব্র গরমে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড
গোবিন্দগঞ্জে চোরাবালিতে আটকে পড়া কিশোরকে উদ্ধার