সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ছুটির দিনে কানায় কানায় পূর্ণ বইমেলা, বিক্রি কম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায় বিপুল ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। তবে বিক্রি খুবই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দর্শনার্থীদের জন্য বইমেলার গেট খুলে দেওয়া হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়তে থাকে বইপ্রেমীদের উপস্থিতি।

বেলা ১১ টায় বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলায় বড়দের সঙ্গে শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলায় ঘুরতে এসেছেন।

মেলায় ঘুরতে আসা ইয়াসিন রহমান বলেন, সরকারি ছুটি থাকায় আজ রাস্তায় জ্যামজট কম। তাই পরিবার নিয়ে বইমেলায় ঘুরতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে।

মেলায় আসা ইশান বড়ুয়া বলেন, সকালে বন্ধুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। পরে সেখান থেকে বইমেলায় ঘুরতে এসেছি। অনেকগুলো স্টল ঘুরে দেখেছি। তবে এখনো কোনো বই কেনা হয়নি।

আদী প্রকাশনীর বিক্রেতা ইউসুফ খান বলেন, সকাল থেকেই মেলায় বেশ ভিড়। বিকেলে ভিড় আরও বাড়তে পারে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। তাই বিক্রি অনেক কম।

চারুলিপি প্রকাশনীর ম্যানেজার মাসুম পারভেজ বলেন, মেলায় দর্শনার্থী অনেক কিন্তু ক্রেতা খুবই কম। অনেকেই আসছেন বই দেখছেন, ছবি তুলছেন। কিন্তু বই কিনছেন না। আমরা চাই মানুষ শুধু বইমেলা ঘুরে দেখা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ না থেকে বই কিনুক, বই পড়ুক।

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।

 

Header Ad
Header Ad

পুতিনের সঙ্গে শিগগির বৈঠক করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘খুব শিগগির’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে দুই দেশের কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, আসন্ন কয়েক দিনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

রোববার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘বৈঠকের নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে এটি খুব শিগগিরই হতে পারে।’ বৈঠকটি চলতি মাসের মধ্যেই হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই হবে। দেখা যাক কী হয়।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চান। এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইট শেষে তিনি বলেন, ‘রাশিয়ার একটি শক্তিশালী সামরিক অবকাঠামো রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তারা অতীতে হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে। দীর্ঘদিন ধরেই তারা যুদ্ধ করে আসছে।’

তিনি আরও যোগ করেন, ‘তারা (রুশ বাহিনী) আগেও যুদ্ধ বন্ধের চেষ্টা করেছে। তবে আমার বিশ্বাস, পুতিন এখন সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান।’

পুতিন ইউক্রেনের পুরো ভূখণ্ড দখল করতে চান কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি নিজেও পুতিনকে এ বিষয়ে প্রশ্ন করেছেন। ট্রাম্পের মতে, যদি পুতিন এমন পরিকল্পনা করেন, তাহলে সেটি ‘আমাদের জন্যও বড় সমস্যা হয়ে দাঁড়াবে।’

ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি ইউক্রেন ও ইউরোপের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ইউরোপের বেশ কয়েকটি দেশ আশঙ্কা করছে, ট্রাম্প ইউক্রেনকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে চুক্তিতে সম্মত হতে পারেন। এর ফলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে চলে যেতে পারে এবং পুতিনের দাবি বাস্তবায়িত হতে পারে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অন্যতম লক্ষ্য ছিল দেশটিকে নিরস্ত্রীকরণ এবং ন্যাটো জোটে যোগ না দেওয়ার নিশ্চয়তা অর্জন করা। পুতিনের দাবি, ইউক্রেনকে অবশ্যই ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ডের ওপর তাদের অধিকার স্বীকার করতে হবে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, উভয় দাবিতেই মার্কিন প্রেসিডেন্টের ‘আশীর্বাদ’ রয়েছে। এদিকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা দ্রুত প্রতিক্রিয়া জানাচ্ছেন। ইউরোপের শীর্ষ নেতারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রয়োজনে ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনেরও প্রস্তুতির কথা জানিয়েছেন।

সৌদি আরবে রুশ-মার্কিন কর্মকর্তাদের বৈঠক, প্যারিসে ইউরোপীয় নেতাদের আলোচনা এবং ট্রাম্প-পুতিন বৈঠকের মাধ্যমে হয়তো সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর মিলতে পারে—ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে?

Header Ad
Header Ad

ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাচ্ছে : তসলিমা নাসরিন

তাহসানের স্ত্রী রোজা আহমেদ ও তসলিমা নাসরিন ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার নতুন স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদ। তাদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ‘ভাত খাওয়া’ নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত এই লেখিকা। রোববার (১৬ ফেব্রুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। 

তসলিমা এরপর লিখেছেন, ‘এতো ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

তসলিমার সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, তাদের ক্ষেত্রেও চিত্রটা একই। ফেসবুকে নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান-রোজাকে নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস।

বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশুনা করেছেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে শুরু করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’।

রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান, তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয়। সেখান থেকেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের।

৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাহসান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি। ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা।

আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান। তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও। তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি।

Header Ad
Header Ad

শুধু তৌহিদী জনতা নয়, মব সৃষ্টিকারী সবার ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

দেশে মব সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, শুধু তৌহিদী জনতা নয়, যে কেউ মব সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না এবং যারা অবৈধভাবে এনআইডি পেয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, গত ছয় মাসে দেশে দুর্নীতি কিছুটা কমেছে, তবে এখনও তা সহনীয় পর্যায়ে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরাকান আর্মি নিয়ে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে আরাকান আর্মি কাউকে ধরে নিয়ে যায়নি। তবে জেলেরা অনেক সময় ভুল করে সীমান্ত অতিক্রম করলে তারা আটক হতে পারেন।"

কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সার্বভৌমত্ব, সমুদ্র নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও জানান, কোস্টগার্ডের আধুনিকায়নে সরকার ইতোমধ্যে বুলেটপ্রুফ হাইস্পিড বোট, হেলিকপ্টার, রেসকিউ ড্রোন এবং ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর ফলে বাহিনীর কার্যক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, “স্বল্পসংখ্যক জনবল নিয়ে কাজ করলেও সমুদ্র ও এর সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। ভবিষ্যতেও দেশের সমুদ্র নিরাপত্তা নিশ্চিতে বাহিনী অগ্রণী ভূমিকা রাখবে।”

এর আগে, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টগার্ডের ৪২ জন সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে শিগগির বৈঠক করবেন ট্রাম্প
ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাচ্ছে : তসলিমা নাসরিন
শুধু তৌহিদী জনতা নয়, মব সৃষ্টিকারী সবার ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার
পায়ে শিকল দিয়ে বেঁধে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
ঢাকায় সাংবাদিকদের উপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে : আরএসএফ
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা ৫ দিনের রিমান্ডে  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০  
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি  
সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা  
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন    
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন    
আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি
ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    
বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার