
সারাদেশ
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়েরই মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আক্তারুজ্জামান (৫০) ও তার ছোট ভাই আলম হোসেন (৪০)। তারা মৃত ইছাহক আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিন দিয়ে বিচালি কাটছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ভাইকে বাঁচাতে তৎক্ষণাৎ দৌঁড়ে আসেন ছোট ভাই আলম হোসেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে আসে ভারী নীরবতা। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মাঝে নেমে আসে শোকের মাতম।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই। এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।