
বিনোদন
চূড়ান্ত হলো শাকিব খানের ২০২৬ সালের ঈদের সিনেমা

বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে এবার ঈদুল ফিতরে আসছে নতুন চমক। আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম এখনো প্রকাশ না করা হলেও এতে থাকবে অ্যাকশন আর ‘লার্জার দ্যান লাইফ’ প্রেজেন্টেশন—এমনটাই জানিয়েছেন নির্মাতা।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদ। ছোট পর্দায় সফল এই নির্মাতা ইতোমধ্যে আড়াই শতাধিক নাটক, ওটিটি কনটেন্ট, টিভিসি ও ডকুফিল্ম নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন এই সিনেমার মাধ্যমে।
গত বুধবার (২ জুলাই) রাতে রাজধানীতে এক ঘরোয়া আয়োজনে শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়। সিনেমাটি প্রযোজনা করবেন শিরিন সুলতানা, যিনি ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ ব্যানারে এই প্রথম চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন।

চলচ্চিত্রটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। তিনি নিজেই চিত্রনাট্য তৈরি করেছেন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি পরিচালক। তিনি শুধু জানান, “এটা হবে একটা পূর্ণাঙ্গ অ্যাকশন ফিল্ম। বড় পর্দার জন্যই তৈরি হচ্ছে। শাকিব ভাইকে গতকাল চূড়ান্ত করেছি। বাকি শিল্পী-কুশলীদের নাম, সিনেমার নাম—সব কিছু শিগগিরই জানানো হবে।”
এই সিনেমা নিয়ে দর্শক ও শোবিজ অঙ্গনে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। কারণ শাকিব খান সাধারণত ঈদেই সবচেয়ে বড় বাজেটের ও আকর্ষণীয় সিনেমা নিয়ে হাজির হন। এবারও তার ব্যতিক্রম হবে না—এমনটাই প্রত্যাশা ভক্ত-দর্শকদের।