
সারাদেশ
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় চুয়াডাঙ্গায় পতাকা বৈঠক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সুলতানপুর সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলারের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান। বিএসএফের পক্ষে অংশ নেন সীমানগর ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার।
বৈঠকে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ প্রতিনিধি জানান, এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক একটি দুর্ঘটনা ছিল।
তাদের দাবি অনুযায়ী, কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি ভারতের অভ্যন্তরে গেদে হালদারপাড়া এলাকায় ঢুকে পড়ে এবং বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে তারা গুলি ছোড়ে, যার ফলে ইব্রাহিম বাবু নিহত হন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে বলে আশ্বস্ত করেছে বিএসএফ। একইসঙ্গে পুলিশি আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে তারা।
এর আগে বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে সুলতানপুর সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ গুলি ছোড়ে। এতে নিহত হন ইব্রাহিম বাবু, যিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবারের দাবি, বাবু সীমান্তবর্তী মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন।