
বিনোদন
সুইমিং পুলে খোলামেলা শবনম ফারিয়া, যা জানা গেল

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও ভুয়া ও এডিট করা ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় বিব্রত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে সুইমিং পুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবিতে শবনম ফারিয়ার মুখ যুক্ত করা হয়েছে। মূল ছবিটি যে ফারিয়ার নয়, তা সহজেই বোঝা গেলেও বিভ্রান্তি ছড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবেই।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন শবনম ফারিয়া।
পোস্টটিতে সেই ভুয়া ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই, এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে! যার গায়ের রং মেলে না, হাইট মেলে না, শরীরে ট্যাটু—তাদের ছবিতে কেন আমার মুখ বসাবি?’
ছবির আসল উৎস সামনে এনে ফারিয়া ইনস্টাগ্রামে থাকা ওই নারীর অ্যাকাউন্টও উল্লেখ করেন, যেন বিভ্রান্তি দূর হয়।

ফারিয়ার পোস্টের পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন। কেউ কেউ তাকে সমর্থন জানিয়ে বলেন, এসব ফালতু কাজের পেছনে না ঘেঁটে নিজের কাজেই মনোযোগ দেওয়া উচিত। অনেকে আবার বলেন, এ ধরনের কাজ যারা করে, তারা নিজের চরিত্রকেই নিচে নামায়।
এটাই প্রথম নয়, এর আগেও শবনম ফারিয়ার নাম ও ছবি ব্যবহার করে এমন ভুয়া কনটেন্ট ছড়ানো হয়েছিল। সেসময়ও তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। বিশেষ করে, ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সিদ্দিকী নাজমুল আলম তার নামে দুটি ছবি ছড়িয়ে দেন, যা পরে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার নিশ্চিত করে যে, ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং তা ফারিয়ার সঙ্গে সম্পর্কিত নয়।