
স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত
২৪ মার্চ ২০২৩, ০৩:০৭ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ০১:১৪ পিএম

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নৌবাহিনীর ৭টি জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ জনগণ।
২৬ মার্চ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
শুক্রবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ঢাকা সদর ঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা অদম্য, চট্টগ্রাম নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজা চিত্রা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা যমুনা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এসজি