অর্থনীতি

ভোক্তা অধিদপ্তরের অভিযান: ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১৬ নভেম্বর ২০২১, ০২:৩৭ এএম

ভোক্তা অধিদপ্তরের অভিযান: ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংগৃহীত

আইন ভঙ্গ করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ মঙ্গলবার ৩৫ জেলায় ১০১টি ব্যবসা প্রতিষ্টানকে ৫ লাখ সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব জরিমানা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আজকের এসব অভিযানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাকসেল) মনিটরিং করা হয়।

অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জেএ/এমএমএ