সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত সংকট আরো ঘনীভূত করবে: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্তটি বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনীতিক ও কূটনীতিক সংকটকে আরো ঘনীভূত করে তুলবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর সর্বজনীন অনাস্থা ও বিশ্বাসহীনতা বিরাজমান। পক্ষপাতদুষ্ট এই কমিশনের অধীনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড বা ফেয়ার ইলেকশন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে রিজভী বলেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ ও বিতর্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত হওয়া নির্বাচন কমিশন সম্প্রতি একটি নজিরবিহীন ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যেন, ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তথা সভা-সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়া হয়।

তিনি বলেন, ৭ জানুয়ারি একটি তথাকথিত নির্বাচনের নামে ভাগ-বাটোয়ারার মাধ্যমে ডামি নির্বাচন আয়োজনের যে অপপ্রয়াস, সেটিকে পৃষ্ঠপোষকতা করতেই অথর্ব ও অযোগ্য নির্বাচন কমিশন জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে। প্রকারান্তরে এটি আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের উপর কেন সর্বজনীন অনাস্থা ও বিশ্বাসহীনতা বিরাজমান। সর্বাঙ্গীনভাবে পক্ষপাতদুষ্ট এই কমিশনের অধীনে কেন কোনো লেভেল প্লেয়িং ফিল্ড বা ফেয়ার ইলেকশন সম্ভব নয়।

রিজভী বলেন, শেখ হাসিনার দ্বারা আদিষ্ট হয়ে, গণতন্ত্রকামী জনগণের আকাঙ্খার বিরুদ্ধে গিয়ে, নির্বাচন কমিশনের এই দুরভিসন্ধি একাধারে অনৈতিক, অবৈধ ও অসাংবিধানিক। জনগণের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্খাকে দমিয়ে রাখতে, দুঃশাসন, দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে মানুষের ভয়াবহ দুর্গতির মধ্যে নীল-নকশার এই অন্যায় পদক্ষেপকে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে। ইতিপূর্বে নামসর্বস্ব রাজনৈতিক দলসমূহকে নিবন্ধন ও ভুয়া প্রতিষ্ঠানসমূহকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে ফ্যাসিস্ট সরকারের নির্দেশনা প্রতিপালন করেছে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে, রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, তথাকথিত রাজনৈতিক দল সৃষ্টি করে নির্বাচনকে কিঞ্চিৎ অংশগ্রহণমূলক দেখানোর যে অপকৌশল এবং সেটিকে বৈধতা প্রদানে দেশি-বিদেশি ভাড়াটে পর্যবেক্ষক এনে দেশবাসীর সঙ্গে যে নির্লজ্জ মিথ্যাচার, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের এই যৌথ প্রতারণা জাতির সামনে সুস্পষ্টভাবে উম্মোচিত হয়েছে।

রিজভী বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির চলমান শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সভা-সমাবেশ ব্যাহত করে জনগণের গণতান্ত্রিক অধিকার ও দাবি আদায়ের সংগ্রামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, আমরা আশা করছি, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারা এটি প্রত্যাহার করবেন।

তিনি বলেন, কারসাজির মাধ্যমে ভোটারবিহীন ও প্রতিদ্বন্দ্বিতাহীন তথাকথিত নির্বাচনে, পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণার লক্ষ্যে, নামস্বর্বস্ব নানা দলের সঙ্গে যেভাবে আসন নিয়ে ভাগ-বাটোয়ারা করছে আওয়ামী লীগ, একতরফা সেই নির্বাচন আয়োজনের নৈতিক, সাংবিধানিক ও আইনগত কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগ ও রাষ্ট্রযন্ত্রের পূর্বনির্ধারিত ফলাফলের এই নির্বাচনী অপপ্রয়াসকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ভোটে অংশগ্রহণ করা বা না করা, দুটি সিদ্ধান্তই দেশের প্রতিটি ভোটার ও রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক বিশ্বের সকল দেশে, সকল সমাজে, ব্যক্তিগত ও দলীয় এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়, সেটিই স্বাভাবিক। বাংলাদেশের বৃহত্তম ও জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে, জনগণের সমর্থনকে শক্তি হিসেবে ধারণ করে, বিএনপি কখনোই নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে নয়।

বিএনপি নেতা বলেন, রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংঘটিত চলমান সর্বগ্রাসী সহিংসতা ও বিভাজিত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়, যে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক করবার ন্যূনতম পরিবেশও সৃষ্টি করেনি নির্বাচন কমিশন, জাতির সাথে প্রতারণামূলক সেই উদ্যোগে ১৬০০ কোটি টাকা ব্যয় করে নির্বাচন কমিশন কি অর্জন করতে চাচ্ছে, সেটি নিয়েও আজ জনমনে প্রশ্ন রয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

শন টেইট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং বিভাগে নতুন কোচ হিসেবে যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামসের অধীনে কাজ করছিলেন পেসাররা। তবে দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। অ্যাডামস মাত্র দুই মাস আগেই, ২০২৪ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

এদিকে, নতুন কোচ শন টেইটের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বোর্ড। চলতি মাসেই তিনি দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। ৪২ বছর বয়সী টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলে একই ভূমিকায় কাজ করেছেন।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও কোচ হিসেবে অভিজ্ঞতা সমৃদ্ধ টেইট। বিপিএল, বিগ ব্যাশ ও পিএসএলে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সর্বশেষ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে দলের ফাইনাল পর্যন্ত যাত্রায় নেতৃত্ব দেন।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত টেইট বলেন, “এটা দারুণ এক সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এখানে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং আমি এই যাত্রার অংশ হতে মুখিয়ে আছি। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ফল চায়, আর আমার লক্ষ্য থাকবে পেসারদের দিয়ে সেই জয়ের পথ তৈরি করা।”

টেইট ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত। তিনি অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

উল্লেখ্য, টেইটের নিয়োগের আগে পাকিস্তানের সাবেক পেসার ওমর গুলের সঙ্গে আলোচনা চলছিল বিসিবির। গুল নিজেও জানিয়েছেন, বোর্ডের সঙ্গে তার প্রাথমিক কথা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় টানা চারদিনের প্রচণ্ড দাবদাহের পর আজ সোমবার (১২ মে) তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

রোববার (১১ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৬ শতাংশ। আজ সে তুলনায় তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশে, ফলে গরম কমলেও ভ্যাপসা অনুভূতি এখনো রয়েই গেছে।

গত কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। শুক্রবার (৯ মে) ৪১.২, শনিবার (১০ মে) ৪২ এবং বৃহস্পতিবার (৮ মে) সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়ে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ ধরনের তাপমাত্রা আগামীকাল ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Header Ad
Header Ad

বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বেনজীর আহমেদ এবং তার স্ত্রী জিসান মির্জা। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানে এবার বড় পদক্ষেপ নেওয়া হলো সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে। তার স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি অভিজাত ফ্ল্যাট এবং দুটি ব্যাংক হিসাব ক্রোক ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে একটি ফ্ল্যাট রয়েছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায় এবং অন্যটি দুবাইয়ের আল ওয়াসি এলাকায়। সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি টাকার সম্পদ গোপন এবং প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জিসান মির্জা তার বৈধ আয় উৎস ছাড়াই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।

আদালতে দুদক আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে এই অর্থ ফেরত আনার জন্য ফ্ল্যাট ও ব্যাংক হিসাব হস্তান্তর রোধ করতে তাৎক্ষণিকভাবে এগুলো ক্রোক ও ফ্রিজ করা জরুরি ছিল।

ফৌজদারি আইনের আওতায়, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬(২) ও ২৭(১) অনুযায়ী, এসব অপরাধ শাস্তিযোগ্য।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট
চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী
২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর আম (ভিডিও)
শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
দেশে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ: প্রেস সচিব
দেশে প্রয়োজনের তুলনায় ২ লাখের বেশি নার্সের ঘাটতি
এবার বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানে জরুরি সতর্কতা
রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, ওসি অবরুদ্ধ
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: প্রধান উপদেষ্টা