সিত্রাং: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মী, সমাজের সচ্ছল মানুষ ও সরকারকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উপকুলীয় এলাকাসমূহে প্রবল ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মানুষের জীবন ও সম্পদ হয়েছে বিপন্ন, প্রাণহানিসহ ৩৫ জনের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছে। শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। সিত্রাং এর ন্যায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের জনগণের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—অতীত ঐতিহ্যের ন্যায় উপকুলবর্তী অঞ্চলগুলোতে সাহসী মানুষরা তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব-উদ্যোমে জীবন সংগ্রামে বিজয়ী হবে ইনশাল্লাহ। ঘূর্ণিঝড়ের করাল গ্রাসে উপকূলবাসীরা এখন বিপর্যস্ত ও দিশেহারা। ঘূর্ণিঝড় কবলিত এলাকার মানুষের সাহায্যে দ্রুত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অবিলম্বে উপদ্রুত এলাকার মানুষের কাছে সরকারি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পৌঁছালে মানুষ সীমাহীন কষ্টে নিপতিত হবে। তাই আমি জরুরি ভিত্তিতে উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রীসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জোর আহ্বান জানাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত মানুষদের এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। আমি বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছি তারা যেন নিজ নিজ সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকেও উপদ্রুত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে মির্জা ফখরুল ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব ঘূর্ণিঝড়ে আহতদের আশু সুস্থতা কামনা করে তাদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িঘর নির্মাণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতা চান।
আরএ/