শুক্রবার, ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইসি গঠনে একদিনে আইন পাস করা সম্ভব: মেনন

নির্বাচন কমিশন গঠনে আইন করা ফরজ হয়ে গেছে বলে রাষ্ট্রপতি একমত প্রকাশ করেছেন-এমনটি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মেনন বলেন, ‘আইন করা কেবল প্রয়োজনই নয়, রাষ্ট্রপতি আমাদের সঙ্গে অন্তত এটুক একমত হয়েছেন যে আইনটা করা একেবারে ফরজ হয়ে গেছে। কারণ, প্রতিবার আইন না করে নির্বাচন কমিশন গঠন করায় একটা বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্ক নির্বাচন কমিশন সম্পর্কে আস্থাহীনতা তৈরি করে।’

রাশেদ খান মেনন বলেন, ‘আইন করার ব্যাপারে সকল রাজনৈতিক দলের মত রয়েছে। এমনকি সরকারি দল আওয়ামী লীগও চায় আইন হোক। কেউ কিন্তু এ ব্যাপার অস্বীকার করছে না। সুতরাং রাষ্ট্রপতি যদি উদ্যোগ নেন তাহলে এই ঐক্যমতকে রূপায়ন করতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বলেছি আপনি নাগরিকদের ডাকেন, মিডিয়ার লোকদের ডাকেন, বুদ্ধিজীবীদের ডাকেন। সবার মতামত নেন।’

সরকারি দল থেকে শুনেছি এই সময়ের মধ্যে আইন করা সম্ভব না। এ বিষয়ে আমরা বলেছি, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, আপনাদের স্মরণ আছে এক রাতের ভেতর হয়েছিল। যেটি নিয়ে ১৯৯৬ সালে পরবর্তীকালে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। যুদ্ধাপরাধী বিচারের সময় আপিল প্রসঙ্গে যখন সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দিলো তখন কিন্তু সময় লাগেনি। অন্য আইনের সময়ও খুব একটা লাগে না। এরকম উদাহরণ আমাদের আছে।’

রাশেদ খান মেনন বলেন, ‘রাষ্ট্রপতিকে বলেছি নতুন বছরের শুরুতে যে অধিবেশন হবে, সেখানে একটি উদ্যোগ নিতে পারেন। এর কাঠামো এর মধ্যে তৈরি করা আছে। শামসুল হুদা কমিশন সেটি তৈরি করে গেছেন। এছাড়া বিভিন্ন বিজ্ঞজনের নিকট আইনের বিধানগুলি রয়েছে। সরকাই চাইলে এগুলো নিতে পারে। প্রথম অধিবেশনে যেহেতু রাষ্ট্রপতি বক্তৃতা করবেন, আপনি (রাষ্ট্রপতি) আশ্বস্ত করেন যে আইনটা এই সংসদে পাস হবে।
আইন করতে তো সময় লাগবে আইনমন্ত্রী বলেছেন, আপনি কি মনে করেন? সম্প্রতি যে আইন হচ্ছে সেগুলোর কোনটাই পাশ হতে ২ ঘণ্টার বেশি লাগেনি। তারা হয়তো বলবে কমিটিতে যেতে হবে। যেদিন আইন কমিটিতে যাবে পরদিন বসে আইন পাস করা সম্ভব। কাজেই হুদা কমিশনের ড্রাফট আছে। তারা চাইলে সারা রাত বসে খেটে করে দেব। আমরা করেছি অতীতে এরকম অনেক উদাহরণ আছে।
যারা সাংবিধানিক পদে তারাই তো সার্চ কমিটির সদস্য হবেন। কাজেই যাদের নাম দেবেন সেটা সংসদে ভোট করতে হবে। সংসদে তো সবাইকে আনা সম্ভব না। তাই সংসদের কার্য উপদেষ্টা কমিটি আছে। সেখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, স্পিকার আছেন। সার্চ কমিটিও গঠন করতে হলে সংসদকে জানিয়ে করতে হবে। তাতে জনমতের প্রতিফলন হবে, না হলে জনমতের প্রতিফল হবে না।
এরপর বলেছি নির্বাচন কমিশনে অন্তত ২ জন নারী সদস্য রাখবেন। একজন কার্যক্ষম নির্বাচন কমিশন চাই। চলমান ইউপি নির্বাচনে দেখিয়ে দিল এই নির্বাচনের কমিশনের কোনো ধরণের তাপ-উত্তাপ নেই। বরং তারা সহিংসতাকে উৎসাহিত করেছে। আইনের প্রয়োগ যে নির্বাচন কমিশন করতে পারবে সেই নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নাই। রাষ্ট্রপতিও দুঃখ করেছেন। সংসদের মধ্যে রাজনীতিবিদদের জায়গা নেই। আমরা আশা করবো রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন বড় ভূমিকা পালন করবে। টাকার খেলা না হলে রাজনীতিবিদদের হাতেই থাকবে রাজনীতি। এটা নির্বাচন কমিশন বন্ধ করতে পারে। এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোটি টাকার উপরে খরচ হয়েছে। আমরা যদি সংসদ সদস্য নির্বাচন করি তখন কি হবে আমাদের? নির্বাচন কমিশনকে টাকার নিয়ন্ত্রণ করতে হবে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াতে হবে।’

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে কি সম্ভব? এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘আইন থাকলে রাজনৈতিক দলগুলো আইনের আশ্রয় নিতে পারি। আইন না থাকলে তো আইনের আশ্রয় নিতে পারি না। রাষ্ট্রপতিও মনে করেন আইনটা হয়ে যাওয়া উচিত।’

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আলোচ্য বিষয় ছিল না। আমরা নির্বাচন করেছি দলীয় সরকারের অীধনে। সুতরাং আমরা তো মনে করছি না যেটা সংবিধানে নেই সেটা নিয়ে কথা বলা দরকার।’

নতুন ইসি গঠন হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি-না? এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচন বর্জন করবো না। দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হচ্ছে। এর বাইরে তো নির্বাচন ব্যবস্থা সংবিধানে নেই। আমি মনে করি না সংবিধানে এই মুহূর্তে এটা করতে হবে। এটা করতে গেলে সমস্ত রাজনৈতিক দলের মতামত লাগে।’

বিএনপি বলছে সংলাপ দিয়ে কিছু হবে না আপনারা কি মনে করেন? এ প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘আমরা মনে করি সংলাপ হওয়া দরকার। গণগন্ত্রে সংলাপের বিকল্প নেই। যারা বলছেন সংলাপে কিছু হবে না। তাদের সেই কথা বাস্তবে নিয়ে আসতে হবে। আমরা আজিজ কমিশনকে আন্দোলন করে বাদ দিয়েছি। তারা যেটা বলছেন সেটা করুক, তারা বলেছে সংলাপ নাটকে পরিণত হয়েছে, তারা প্রমাণ করুন নাটক যাতে না হয় তার জন্য যা প্রয়োজন জনমত সংগঠিত করা, ঐক্যমত করা সেই কাজটা করুন। তখন দেখবো।

এসএম/এএন

Header Ad
Header Ad

দেশের তীব্র তাপপ্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু হয়েছে তীব্র গরমের দাপট। চলতি মে মাসের শুরুতে আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকলেও গত বুধবার (৭ মে) থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা।

শুক্রবার (৯ মে) পর্যন্ত দেশের ৪৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববার (১১ মে) থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়, যা কিছুটা স্বস্তি দিতে পারে জনজীবনে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এবার এপ্রিল মাসে সাধারণত যতোটা গরম পড়ে, তার তুলনায় এবারের উষ্ণতা ছিল তুলনামূলক কম। বর্ষার আগমনের আগে এই সময়টিতে স্বাভাবিকভাবেই গরম বাড়ে, তবে এবারের তাপপ্রবাহটি ব্যাপক বিস্তৃত হওয়ায় তা জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এপ্রিল মাসে দেশে কিছু এলাকায় তাপপ্রবাহ থাকলেও তা এত বিস্তৃত ছিল না। বর্তমানে দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।

আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালীসহ মোট ৪৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয় তবে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। এর চেয়ে বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে ধরা হয়।

বুলেটিনে আরও বলা হয়, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ২৮ মার্চ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস বয়ে যাচ্ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে।

চুয়াডাঙ্গায় এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল লালমনিরহাটের ডিমলায়—২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী দুই-তিন দিনের মধ্যে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপপ্রবাহ প্রশমনে সহায়ক হতে পারে।

এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রচণ্ড গরমে যথাসম্ভব রোদ এড়িয়ে চলা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান, পর্যাপ্ত পানি পান এবং ঘন ঘন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Header Ad
Header Ad

আ.লীগ নিষিদ্ধে গুরুত্বের সাথে সরকার বিবেচনা করছে: সরকারের বিবৃতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস ও স্বৈরশাসনের অভিযোগে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

সরকার জানিয়েছে, এ বিষয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে এবং আলোচনা শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের উল্লেখও করা হয়েছে, যেখানে আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে।

এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এরই মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

 

এছাড়া, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমানে হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনগণের ক্ষোভের বিষয়টিও সরকার পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে নাশকতা মামলায় আ.লীগ নেতা রাজ্জাকসহ ২ জন গ্রেফতার

ছবি : ঢাকাপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের মধুপুরে নাশকতার মামলায় ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাকসহ ২ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শুক্রবার (০৯ মে) সকালে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের অনুসারী ছিলেন।

অপরদিকে, একই মামলায় গত বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আলমগীর নামে আরেক নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গত বৃহস্পতিবার মধুপর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও আলমগীরকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের তীব্র তাপপ্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অফিস
আ.লীগ নিষিদ্ধে গুরুত্বের সাথে সরকার বিবেচনা করছে: সরকারের বিবৃতি
টাঙ্গাইলে নাশকতা মামলায় আ.লীগ নেতা রাজ্জাকসহ ২ জন গ্রেফতার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
এবার অপেক্ষা তারেক রহমানের ফেরার, চলছে জোরালো প্রস্তুতি
পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
৫ মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় নেওয়া হলো আইভীকে
জুমার পর যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর
প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট
একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত, সীমান্তজুড়ে ব্ল্যাকআউট
নিষিদ্ধ হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ
অবশেষে গ্রেফতার আইভী
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের দেশত্যাগ শুরু
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল দুই মাস
মাহফুজ-আসিফ আ’লীগ নিষিদ্ধ চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা: হাসনাত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ
আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত
ভারতীয় অর্ধশত সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ