ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের ১৩টি জেলায় আজ (মঙ্গলবার) বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালেই অধিদপ্তরের ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, যশোর, ফরিদপুর ও নড়াইল জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অথবা তার চেয়েও বেশি গতিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে।
