মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় আজ (মঙ্গলবার) বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালেই অধিদপ্তরের ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, যশোর, ফরিদপুর ও নড়াইল জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অথবা তার চেয়েও বেশি গতিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে।

Header Ad
Header Ad

তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। তার সঙ্গে ফিরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর বেশিদিন নয়—তারেক রহমান মাঠে এসে নেতৃত্ব দেবেন। এখন যেমন ব্রিটেন থেকে নেতৃত্ব দিচ্ছেন, অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সরাসরি মাঠে থাকবেন।”

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে দেশে থাকলেও আবার ফিরে গিয়ে পরিবারসহ স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন।

খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকাকালে তার পাশে ছিলেন ডা. জাহিদ হোসেন। দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে দেশে ফিরলেও বিএনপি নেত্রী মানসিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি। বলেন, “ম্যাডাম এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান। দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। সম্প্রতি তার মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির পরবর্তী নেতৃত্বে বিদেশে থাকা পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বার্তা দিয়েছেন।

Header Ad
Header Ad

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে মঙ্গলবার (৬ মে) চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় চিন্ময় দাসকে কারাগারে পাঠানো হলে চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, যা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয় গত বছরের ৩১ অক্টোবর। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ফিরোজ খানকে দলীয় সিদ্ধান্তে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই মামলায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজন অভিযুক্ত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে কারাদণ্ড প্রাপ্ত তিন মাদক কারবারি। ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে তিন মাদক কারবারিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার ফলদার মাইজবাড়ী এলাকা তিন মাদক কারবারিকে আটক করা হয়।

এরপর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন।

তারা হলেন- উপজেলা পৌর শহরের বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) ও একই এলাকার খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মাইজবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কেনা-বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

এরপর তিন মাদক কারবারিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, যৌথ বাহিনীর অভিযান ওই তিন মাদক কারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ আটক, জুতার মালা পরানোর চেষ্টা
গাজায় গণহত্যা চললে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন: হামাস
শিশু আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৭১-এর পর প্রথমবার ভারতের রাজ্যজুড়ে যুদ্ধ প্রস্তুতির মহড়া
কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু
কানাডার সেরা একাদশে সামিত সোম, বাংলাদেশের জার্সি এখন সময়ের অপেক্ষা
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ
মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
দেশে ফিরলেন খালেদা জিয়া