মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত
ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি হত্যার হুমকি পেয়েছেন। গত রোববার তার ব্যক্তিগত ইমেইলে পাঠানো একটি বার্তায় তাকে মেরে ফেলার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে এক কোটি রুপি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, শামির পক্ষ থেকে নয়, তার ভাই হাসিবের তরফেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগে হুমকিদাতার নাম হিসেবে ‘রাজপুত সিন্দার’-এর নাম উল্লেখ করা হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ সুপারের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।

বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মোহাম্মদ শামি। চলতি আসরে ৯ ম্যাচে ৬ উইকেট নেওয়া শামির দল পয়েন্ট টেবিলের আটে রয়েছে। তবে বৃষ্টির কারণে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় প্লে-অফ থেকে ছিটকে যায় দলটি।
উল্লেখ্য, শামি ভারতের হয়ে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফর্ম করেন। পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ৫ উইকেট ছিল চোখে পড়ার মতো।
এই ঘটনার আগে গত মাসে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ গৌতম গম্ভীরও ইমেইলে হত্যার হুমকি পান। দিল্লি পুলিশ সেই ঘটনা তদন্ত করছে এবং গম্ভীরকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। গম্ভীর এর আগেও ২০২১ সালে একই ধরনের হুমকি পেয়েছিলেন, তখন তিনি সংসদ সদস্য ছিলেন।
