মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই আলোচনা করেন।

বৈঠকের সূচনায় বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “এর আগের আলোচনায় কিছু বিষয়ের সুরাহা হয়নি, আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুরুই করা যায়নি। আজকের আলোচনার মাধ্যমে এগুলোর অগ্রগতি আশা করছি।”

তিনি আরও জানান, কমিশনের লক্ষ্য আগামী ১৫ মে’র মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে, পরবর্তী ধাপে যেতে প্রস্তুতি নেওয়া। এর মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরির পথ সুগম হবে যা ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকনির্দেশনা দেবে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন একটি মৌলিক সংস্কার প্রস্তাবনার রূপরেখা জমা দেন। প্রস্তাবনায় ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করে নতুন শাসনব্যবস্থা গঠনের দাবি জানানো হয়।

এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “এই রূপরেখা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় প্রতিফলিত হবে। মৌলিক সংস্কারের এই প্রস্তাব আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। এনসিপির অন্যান্য প্রতিনিধি হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

Header Ad
Header Ad

দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল। ছবি: সংগৃহীত

দাবানলের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি, এরইমধ্যে নতুন বিপদের মুখে পড়েছে ইসরায়েল। গত রোববার (৪ মে) থেকে দেশটির দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। হঠাৎ করেই শুরু হওয়া ভারি বর্ষণ ও দমকা হাওয়ার কারণে ইলাত শহরের প্রধান প্রবেশপথসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

দক্ষিণাঞ্চলের দিমোনা শহরে বজ্রপাত ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ার করে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের আশপাশে যাওয়া জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ‘রুট ৪০’ সড়কটি মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একইভাবে, ‘রুট ৯০’ সড়কটি আইন গেদি থেকে হা’আরাভা জংশন পর্যন্ত এবং সেখান থেকে ইলাত পর্যন্ত যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ‘রুট ২০৪’ এবং ‘রুট ১২’-এর কিছু অংশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Header Ad
Header Ad

হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৬ মে) দুপুরে হিলির মাঠপাড়া থেকে গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চারমাথা মোড়ে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাঠপাড়া এলাকার সুখি ও তার স্বামী ফারুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, পাচার এবং অসামাজিক কার্যকলাপে জড়িত। তাদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে। এ ছাড়াও তারা স্থানীয়দের ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে।

গ্রামবাসী জানান, সম্প্রতি জিয়া নামে এক ব্যক্তি সুখি ও ফারুকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে জিয়া দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন। ঘটনার সময় ইনসাফ আলী নামে এক হামলাকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হলেও তাকে ছেড়ে দেওয়া হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বক্তারা অভিযোগ করেন, পুলিশ এসব ঘটনা জানলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। মামলা দিতে গেলেও গড়িমসি করছে। বাধ্য হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভের পথ বেছে নিয়েছেন।

এ সময় আরও জানানো হয়, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Header Ad
Header Ad

তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। তার সঙ্গে ফিরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর বেশিদিন নয়—তারেক রহমান মাঠে এসে নেতৃত্ব দেবেন। এখন যেমন ব্রিটেন থেকে নেতৃত্ব দিচ্ছেন, অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সরাসরি মাঠে থাকবেন।”

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে দেশে থাকলেও আবার ফিরে গিয়ে পরিবারসহ স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন।

খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকাকালে তার পাশে ছিলেন ডা. জাহিদ হোসেন। দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে দেশে ফিরলেও বিএনপি নেত্রী মানসিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি। বলেন, “ম্যাডাম এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান। দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। সম্প্রতি তার মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির পরবর্তী নেতৃত্বে বিদেশে থাকা পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বার্তা দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ আটক, জুতার মালা পরানোর চেষ্টা
গাজায় গণহত্যা চললে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন: হামাস
শিশু আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৭১-এর পর প্রথমবার ভারতের রাজ্যজুড়ে যুদ্ধ প্রস্তুতির মহড়া
কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু
কানাডার সেরা একাদশে সামিত সোম, বাংলাদেশের জার্সি এখন সময়ের অপেক্ষা
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ
মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস