শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মহিমাগঞ্জে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান

ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে ৩ টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপিটি প্রদান করেন।

স্থানীয়রা জানান, ‌‌‌''উত্তর জনপদের প্রবেশদার বৃহত্তর গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেলস্টেশন মহিমাগঞ্জ। গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র এই স্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। আওয়ামী সরকারের বৈষমের শিকার ছিলেন মহিমাগঞ্জের বাসিন্দারা।'' তাদের অভিযোগ বগুড়ার পাশের থানা হওয়ায় এতদিন আন্তঃনগর রেলসেবা থেকে বঞ্চিত ছিল মহিমাগঞ্জবাসী।

এদিকে গত ১১ সেপ্টেম্বর,২০২৪ইং তারিখে মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেন স্টপেজের দাবীতে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ২ টি ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলন করেন স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের জনতা। স্থানীয় জনসাধারণের পক্ষে নেতৃত্বে ছিলেন রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ছাত্রসমাজের পক্ষে আন্দোলনের নেতৃত্বে ছিলেন জিয়ন রহমান ও মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন ।

ঐদিন মহিমাগঞ্জের ছাত্র জনতার, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে রেল চলাচল স্বাভাবিক করেন গোবিন্দগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক। তিনি ঐদিন রেলওয়ের মহাপরিচালকের সাথে কথা বলে স্থানীয় ছাত্র জনতাকে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের ব্যাপারে আশ্বস্ত করেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর ৩টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক, রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বর রবিউল ইসলাম খাজা, মহিমাগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুস সোবহান খাজা, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের কান্ট্রি কো অর্ডিনেটর হাসান তারেক, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক শাহাদৎ জামান সাইফ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান ইদুল, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম তুষার । ছাত্রসমাজের পক্ষে জিয়ন ইসলাম,জুলফিকার ইসলাম, পলাশ ইসলাম জয় ও জাকির হোসেন সহ আরও অনেকে

উল্লেখ্য যে, মহিমাগঞ্জে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ভারী শিল্প রংপুর সুগার মিলস অবস্থিত। এছাড়াও এখানে আছে মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসা। মহিমাগঞ্জ ও কোচাশহরে আছে হোসেয়ারি শিল্প যেখানে প্রতিবছর প্রায় ১০০০ কোটি টাকার মালামাল উৎপাদন হয়।

Header Ad
Header Ad

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

আশরাফ সিদ্দিকী বিটু এবং অ্যাডভোকেট শামীমা আক্তার খানম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এবং কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ( ১০ মে) বিকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

Header Ad
Header Ad

জনগণ আর পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সরকার ও রাজনীতিতে গুম, খুন, দুর্নীতি ও সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত পলাতক অপশক্তিদের আর কোনো ধরনের পুনর্বাসন চায় না দেশের জনগণ—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক বিশ্বে একমাত্র নিরাপদ ও মানবিক রাষ্ট্রের পথ হলো গণতন্ত্র। যারা অতীতে সংবিধান লঙ্ঘন করেছে, অবৈধভাবে সরকার ও সংসদ গঠন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণ তাদের রাজনীতিতে আর দেখতে চায় না।”

তিনি বলেন, “দেশে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি বদ্ধপরিকর। এজন্য জনগণকে সজাগ ও সক্রিয় থাকতে হবে যেন কেউ আমাদের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ করতে না পারে।”

বাংলাদেশকে আর যেন কোনোদিন ‘তাঁবেদার রাষ্ট্র’ বা ‘গণতন্ত্রবিরোধী অপশক্তির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র’ বানানো না যায়, সে বিষয়ে জনগণ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “সরকারের কর্মপরিকল্পনা ও রূপরেখা নিয়ে জনগণের সামনে স্বচ্ছ অবস্থান থাকা জরুরি, যাতে কোনো বিভ্রান্তি না তৈরি হয়। এজন্য বারবার পরিকল্পনা প্রকাশের আহ্বান জানানো হয়েছে।”

ফ্যাসিবাদী শাসনের দেড় দশকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া রামু, নাসিরনগর, রংপুরসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নাগরিক তদন্ত কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি। সভাপতিত্ব করেন বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক দীপেন দেওয়ান।

Header Ad
Header Ad

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণজমায়েতে তিনি এই আলটিমেটাম দেন।

উপস্থিত জনতার উদ্দেশে হাসনাত বলেন, “ইন্টারিম সরকারকে বলছি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। সময়মতো ঘোষণা না এলে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর পর্যন্ত পুরো এলাকা আমরা দখলে নেব।”

তিনি আরও বলেন, “আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেয়। শুক্রবার সকালে সেখান থেকেই শাহবাগ অভিমুখে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত।

শনিবার বিকেল থেকেই হাজারো ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে তারা মূল সড়কে বসে পড়লে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার
জনগণ আর পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত-পাকিস্তান, সামরিক অভিযান বন্ধ
জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়: জিএম কাদের
১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান
ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প
মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক
চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’