ফেসবুকে পেজ খুলে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয় দুই ভাই
অনলাইনে প্রতারণার দায়ে গ্রেপ্তার দুই আসামি। ছবি: সংগৃহীত
নড়াইলে ফেসবুকে পেজ খুলে পণ্য বেচাকেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নড়াইল সদরের কালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসব প্রতারকরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নড়াইল পুলিশ সুপার মো. মেহেদি হাসান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ২ ছেলে মো. শাহজালাল শেখ ও মো. শাহ জামান।
নড়াইল পুলিশ সুপার মো. মেহেদি হাসান জানান, প্রতারকরা ফেসবুকে ‘ইলোরা ফ্যাশন’ নামে পেজ খুলে পণ্য কেনাবেচার নামে প্রতারণা করে আসছিল। গত ১৪ ডিসেম্বর তাদের নামে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পাওয়ায় ৮ জানুয়ারি প্রতারণার মামলা হয়।
মো. মেহেদি হাসান আরও জানান, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও বিভিন্ন নামে রেজিস্ট্রেশন করা ১৬টি সিম উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বিকাশ অ্যাকাউন্টে প্রায় ২৪ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালি থানায় এবং ২০২২ সালে ঢাকার হাজারীবাগ থানায় ডিজিটার নিরাপত্তা আইনে আরও দুটি মামলা রয়েছে।