শুক্রবার, ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় ঐক্য সৃষ্টি করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, শুরু থেকেই বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এই দেশে বজায় রয়েছে ওই সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতির ওই ঐতিহ্য রক্ষা করতে হলে দেশের সকল ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। ভুলে যেতে হবে সকল ভেদাভেদ। আর এজন্য সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি মঙ্গলবার সকাল দশটায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওই সময় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তিনি ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদান করেন।

ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেন। টঙ্গিতে বিশ্ব ইজতেমার জমি প্রদান করেন। কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা করেন। দেশে মদ-জুয়া নিষিদ্ধ করেন। রেসকোর্স ময়দানে ঘোড়া-দৌড় বন্ধ করেন। বেতার ও টেলিভিশনে কোরআন তেলাওয়াত চালু করেন। তারই পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, শেখ হাসিনা ১০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। হজকে সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত করতে হজ আইন-২০২১ প্রণয়ন, ছাড়াও ডিজিটাল হজ ব্যবস্থাপনা চালু করেছেন। জেদ্দা বিমানবন্দরে হজ টার্মিনাল স্থাপন করেছেন। তিনি ইসলামী-আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দাওড়া হাদিসকে স্নাতোকোত্তর ডিগ্রির সমমান প্রদান করেছেন।

দেশে ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মীয় নেতারা দেশের সুনাগরিক। তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ধর্মের বাণী যথাযথভাবে প্রচার করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দেশে শান্তি-সম্প্রীতি অব্যাহত রাখা গেলে উন্নয়নের কাংখিত গন্তব্যে দেশ অনায়াসে পৌঁছে যাবে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতু চালুর ফলে দেশের ডিজিপি দুই শতাংশ বৃদ্ধি পাচ্ছে। আরো ১০টি মেগা প্রকল্প বাস্তবায়িত হলে ডিজিপি দ্বিগুণ হবে।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এই নীতি আমাদেরকে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়, মানবিক আচরন করতে শেখায়। উগ্র সাম্প্রদায়িক শক্তির কারনে পাকিস্তান, আফগানিস্তান, ইরাকের মত দেশ বিপন্ন হয়ে গেছে। তাই এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রত্না আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওই সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আব্দুল্লা আল শাহীন।
এএজেড

Header Ad
Header Ad

অবশেষে গ্রেফতার আইভী

ছবি: সংগৃহীত

ব্যাপক নাটকীয়তা ও কর্মী-সমর্থকদের রাতভর প্রতিরোধের পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভীর দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইভীর বাসভবনের দিকে যাওয়া চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাতভর অবস্থান নেন।

এসময় বাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশে ডা.সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।’

এদিকে, বাড়ির বাইরের রাস্তায় অবরোধ ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে ভেতরে ঢোকা পুলিশের দলটি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। রাতভর পুলিশ আইভীর কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন এবং পরে ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Header Ad
Header Ad

ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের দেশত্যাগ শুরু

নাহিদ রানা ও রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ওপর সরাসরি প্রভাব ফেলছে। সাম্প্রতিক রাওয়ালপিন্ডি ড্রোন হামলার কারণে পেশোয়ার জালমি ও করাচি কিংসের আজকের ম্যাচটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকির কারণে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকে ইতোমধ্যে পাকিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশের নাহিদ রানা (পেশোয়ার জালমি) ও রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) এখনও পাকিস্তানে অবস্থান করছেন। তাদের নিরাপদে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একটি বিসিবি সূত্র জানিয়েছে, চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে প্রথমে তাদের দুবাইয়ে আনা হবে। এ ফ্লাইটে অন্যান্য বিদেশি খেলোয়াড়েরাও থাকতে পারেন।

পিএসএলের মোট ৮টি ম্যাচ বাকি থাকলেও এই উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো আসরই অনিশ্চয়তায় পড়ে গেছে। বিদেশি ক্রিকেটাররা যদি নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান ছাড়েন, তাহলে ঘরোয়া খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট শেষ করার কথা ভাবছে আয়োজকরা, অথবা এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে। এমনকি আসরটি সরিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়ার কথাও উঠেছে।

এদিকে, এই উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের আইপিএলেও। পাকিস্তান সীমান্ত ঘেঁষা হিমাচল প্রদেশের ধর্মশালায় আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। আজ পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি ধর্মশালায় অনুষ্ঠিত হলেও এটিই সেখানে শেষ ম্যাচ বলে জানানো হয়েছে।

পিএসএল এবং আইপিএল—দুই বড় লিগই বর্তমানে এই ভূ-রাজনৈতিক উত্তেজনার মারাত্মক প্রভাবের মুখে। নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Header Ad
Header Ad

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল দুই মাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে সরকার। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা একই পদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।

বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এই ক্ষমতা বহাল থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ধারাসমূহ—৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২—এর অধীনে সংশ্লিষ্ট অপরাধসমূহ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এসব কর্মকর্তা।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। সেই মেয়াদই এবার আরও দুই মাস বাড়ানো হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবশেষে গ্রেফতার আইভী
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের দেশত্যাগ শুরু
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল দুই মাস
মাহফুজ-আসিফ আ’লীগ নিষিদ্ধ চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা: হাসনাত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ
আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত
ভারতীয় অর্ধশত সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ
অভিমানে ঘর ছাড়লেন শামীমের স্ত্রী
পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে ভারতের ব্ল্যাকআউট ঘোষণা
গরমকালে আম টাটকা রাখার উপায়
দুবাইয়ে বেনজীরের মেয়ে তাহসিনের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
ভোলায় বেড়াতে এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক
ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা (ভিডিও)
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে সিনেমা বানানোর হিড়িক
সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোনো কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৫
পেট্রোল ঢেলে স্ত্রীসহ নিজের গায়ে আগুন
বাংলাদেশকে একটি গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলতে চান ড. ইউনূস: প্রেস সচিব