রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

সিসিক নির্বাচন: সহজ হিসেবে জটিল সমীকরণ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে চমক। শুরুতেই দলের মনোনয়ন পেয়ে চমক দেখালেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই নেতা দলের ১০ প্রার্থীকে পেছনে ফেলে নৌকা প্রতীক লাভ করতে সমর্থ হন।

আর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এখনো গেম খেলে যাচ্ছেন স্বভাবসুলভ ভঙ্গিমায়। তিনি ‘রেড’ ও ‘গ্রিন’ সিগন্যাল ঘোষণাতেই আটকে আছেন। এমনকি যুক্তরাজ্যে নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পরও ঘোরে রেখেছেন ভোটারদের।

এদিকে প্রার্থী হতে ইচ্ছে প্রকাশ করেছেন বিএনপির সাবেক দুই ডাকসাইটে নেতা। এরমধ্যে বদরুজ্জামান সেলিম ‘যদি’ অপশন রেখে নিজের প্রার্থীতা বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন। তবে অপর নেতা সামসুজ্জামান জামান কিছু না বললেও তার অনুসারীরা বলছেন, প্রার্থীতা বিষয়ে ভোটারদের চাপ রয়েছে। তাদের অনুরোধ ও সমর্থনকে সম্মান জানাতে শেষ পর্যন্ত তিনি প্রার্থী হতেও পারেন। মোট কথা- সিসিক নির্বাচনে সহজ হিসেব এখন জটিল সমীকরণে।

আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হতে বেশ আগে থেকেই প্রচার চালান আনোয়ারুজ্জামান চৌধুরী। কিন্তু চলতি বছরের শুরুতেই একটি গ্রিন সিগন্যালে পাল্টে যায় দৃশ্যপট। ২২ জানুয়ারি দেশে আসেন আনোয়ারুজ্জামান। এ সময় ওসমানী বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে তাকে নিয়ে আসা হয় নগরীতে। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জান চৌধুরী।

এ সময় দলীয় নেতা-কর্মী এবং গণমাধ্যম কর্মীদের তিনি জানান, দলীয় প্রধানের নির্দেশেই সিলেট এসেছি। তিনি নগরবাসীর জন্য আমাকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এতেই তার মনোনয়নপ্রাপ্তির বিষয়টি অনেকটাই খোলসা হয়ে যায়। তখন থেকেই বিরামহীন চষে বেড়াচ্ছেন নগরের অধিকাংশ ওয়ার্ড। অতি অল্প দিনে জনমত জরিপে ভোটারদের কাছে তিনি একটি শক্তিশালী অবস্থানও তৈরি করে নেন। তবে দলের অপর মেয়র প্রার্থীরা শুরুতে আনোয়ারুজ্জামানের প্রার্থীতা ঘোষণার বিষয়টি সহজভাবে মেনে না নিলেও জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি বৃহৎ অংশসহ সহযোগী সংগঠনের নেতারা পাশে ছিলেন আনোয়ারুজ্জামানের। তবে শেষ সময়ে এসেও সকলেই অভিনন্দন জানিয়েছেন দলের মনোনীত প্রার্থীকে।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, বিভাজন ভুলে আওয়ামী লীগ নৌকা প্রতীকের পক্ষে কাজ করলে বিজয়ী হওয়া সহজ হবে।

আরিফুল হক চৌধুরী
সিলেট পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয় ২০০২ সালে। প্রথম নির্বাচন হয় চারদলীয় জোট সরকার আমলে। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি পৌরসভা থাকাকালে চেয়ারম্যান থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে ২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় দ্বিতীয়বার বিজয়ী হয়েছিলেন কামরান। তৃতীয় নির্বাচন হয় ২০১৩ সালের ১৫ জুন। এ নির্বাচনে কামরানের সঙ্গে মেয়র পদে ওয়ার্ড কমিশনার থেকে মেয়র পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি– সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। ‘পরিবর্তন’ আওয়াজ তুলে আরিফুল হক চৌধুরী ৩৫ হাজার ১০০ ভোটের ব্যবধানে কামরানকে হারিয়েছিলেন। ২০১৩ সালের নির্বাচনে আরিফুল হক পেয়েছিলেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৭২ হাজার ২৩০ ভোট। তাদের ভোটের ব্যবধান ছিল ৩৫ হাজার ১০০। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। ওই নির্বাচনে আরিফুলের প্রাপ্ত ভোট ৯২ হাজার ৫৯৩ ভোট। অন্যদিকে বদরউদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৩৯৭ ভোট। এবার তৃতীয় বারের মতো মেয়র পদে প্রার্থী হচ্ছেন-এমনটি শোনা গেলে মেয়র আরিফুল হক চৌধুরী এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একটি সূত্র জানিয়েছে, আরিফুল নির্বাচনে অংশ নিলে বদরুজ্জামান সেলিমও অংশ নিতে চান নির্বাচনে। আরিফুল ও বদরুজ্জামান একই দলের নেতা হলেও স্থানীয়ভাবে তাদের মধ্যে বিরোধ রয়েছে। এদিকে বিএনপি থেকে পদত্যাগ করা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সামসুজ্জামান জামানও প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই দুইজন প্রার্থী হলে বেকায়দায় পড়তে পারেন আরিফুল হক চৌধুরী।

সামসুজ্জামান
নব্বইয়ের দশকে ছাত্ররাজনীতিতে মাঠ কাঁপানো নেতা সামসুজ্জামান জামান। মেধা, যোগ্যতা ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজ যোগ্যতায় স্থান করে নেন বিএনপি’র রাজনীতিতে। পরবর্তীতে অভিভাবক সংগঠন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যুক্ত হন স্বেচ্ছা সেবকদলের রাজনীতিতে। দূরদর্শী এই নেতার হাত ধরেই সিলেটে প্রতিষ্ঠা পায় স্বেচ্ছাসেবক দল। আর স্বেচ্ছাসেবক দলই হয়ে উঠে সিলেটে আওয়ামী লীগের আতঙ্ক। সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে ২০২১ সালের ১৮ আগস্ট সামসুজ্জামান কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। সামসুজ্জামানের ঘোষণার পর তার অনুসারী বিএনপি এবং অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের প্রায় তিনশ পদধারী নেতা কয়েক দিনের ব্যবধানে পদত্যাগ করেন।

সিসিক নির্বাচনে প্রার্থীতা বিষয়ে সামসুজ্জামানের অনুসারীরা বলছেন, বিএনপি থেকে পদত্যাগ করলেও দল ও দলের বাইরে সামসুজ্জামানের এখনো একটা বিশাল কর্মীবাহিনী রয়েছে। সম্প্রতি একাধিকবার তিনি তার সমর্থক কর্মীদের নিয়ে নানা ধরনের সভাও করেছেন।

উল্লেখ্য ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সিটি করপোরেশন নির্বাচনে সামসুজ্জামান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন। এখন নগরে তার অবস্থান আরও পাকাপোক্ত হয়েছে বলে মনে করেন সামসুজ্জামানের সমর্থকেরা।

বদরুজ্জামান সেলিম
২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তৎকালীন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। মনোনয়নবঞ্চিত হয়ে তখন ‘বিদ্রোহী’ প্রার্থী হন। যদিও শেষ পর্যন্ত দলের অনুরোধে বিএনপির দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর রাজনীতির দৃশ্যপট থেকে বদরুজ্জামান অনেকটাই ‘উধাও’ হয়ে যুক্তরাজ্যে চলে যান।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, একই দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বদরুজ্জামানের দূরত্ব আছে। তাই, যদি কোনো কারণে মত পাল্টে বিএনপি নির্বাচনে আসে, তাহলে বদরুজ্জামানও বিএনপির দলীয় মনোনয়ন চাইবেন। যদি আরিফুল দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে বদরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।

এ ব্যাপারে যুক্তরাজ্যে অবস্থানরত বদরুজ্জামান সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে, বদরুজ্জামান সেলিমের ঘনিষ্ট সূত্র জানায়, ঈদের পরপরই দেশে ফিরে পরিস্থিতি যাচাই–বাছাই করে তিনি সিদ্বান্ত গ্রহণ করবেন।

নির্বাচনের বিষয়ে সামসুজ্জামান জামান জানান, ‘এরকম কোনো প্রস্তুতি নেই। তবে, দীর্ঘদিন মানুষের কল্যাণে ত্যাগের রাজনীতি করেছি। এর ফলে নগরের শুভাকাঙ্ক্ষিদের অনেকেই যোগাযোগ রাখছেন। চাপেও রাখছেন। তা ছাড়া, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক-সামাজিক অঙ্গনের নেতাসহ সাধারণ মানুষের চাপ আছে।’

তিনি বলেন, জণগণের কল্যাণে যেহেতু রাজনীতির মাঠে ছিলাম, সেক্ষেত্রে সময় এবং সুযোগে তাদের ভালোবাসা ও সম্মানের প্রতিদান দিতে নিজেকে সঁপে দিতে কার্পণ্য করব না।

এ ব্যাপারে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি সিলেটের ছেলে। এ শহরে ছাত্ররাজনীতি করেই আমার বেড়ে উঠা। সুতরাং সিলেট থেকে কখনোই আমি বিচ্ছিন্ন নই। তা ছাড়া দলের মনোনয়ন পাননি এমন নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। টানা দুই মেয়াদে আওয়ামী লীগ নেই নগরভবনে। এই বিষয়টি আমলে নিয়ে সিলেট, দল এমনকি উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। তা ছাড়া, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন, একইভাবে আমি এ সিলেট নগরকে স্মার্ট নগরে পরিণত করতে চাই। পরিকল্পিত উন্নয়ন ছাড়া কোনোভাবেই এ নগরকে আদর্শ নগরে পরিণত করা যাবে না।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জুন ইভিএমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এসএন

 

Header Ad

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, যা জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ মে) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

‘বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতো’

ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন নারী খেলোয়াড়দের ধর্ষণ ও শারীরিক নির্যাতন করতেন বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

কমান্ডার আরাফাত ইসলাম বলেন, রফিকুল ইসলাম নিউটন একজন জুজুৎসু খেলার প্রশিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিউটন ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার অনৈতিক কার্যকলাপের কারণে কেউ গর্ভবতী হলে, তাদের গর্ভপাত করানো হতো। এমনকি অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ এবং তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখতো। এসব কর্মকাণ্ডে অ্যাসোসিয়েশনের আরেক নারী সদস্য রফিকুলকে সহায়তা করতো।

র‌্যাব কর্মকর্তা বলেন, এক ভুক্তভোগী মামলা করলে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করে এবং আত্মগোপনে থাকাকালীন অবস্থায় র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

এর আগে, রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটনসহ দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

জানা যায়, গ্রেপ্তার রফিক এক নারী খেলোয়াড়ের সহায়তায় অন্য খেলোয়াড়দের মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানিসহ জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতো। ভুক্তভোগী এক নারী গত দুই বছর যাবৎ জুজুৎসু অ্যাসোসিয়েশনের রফিকুলের অধীনে জুজুৎসু খেলার প্রশিক্ষণ গ্রহণ করে আসছিল। খেলার প্রশিক্ষণকালীন রফিক বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীক শারীরিকভাবে হেনস্তা করতো।

তথ্য দিতে ৩ জন মুখপাত্র নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

তথ্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে ৩ জন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম। তিনি বলেন, বলা হচ্ছে- বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। কে বললো ভাই? আপনার তো তথ্যের দরকার। তথ্যের দরকার হলে তথ্যের জন্য ১০০ বার যাবেন।

শনিবার (১৮ মে) দুপুরে পঞ্চগড়ের চেম্বার ভবন মিলনায়তনে রংপুর বিভাগে গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে মুখপাত্র থাকে। সবার তো কথা বলার দরকার নাই। তিন জন মুখপাত্র আছে। তাদের কাছে যাবেন। সেখানে বসার যায়গা আছে। চায়ের ব্যবস্থা আছে। তারা যদি আপনাকে সেটিসফাই (সন্তুষ্ট) না করতে পারে আমরা চার জন ডেপুটি গভর্নর আছি- আমরা উত্তর দেব। সমস্যা কোথায়? তাও বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিষেধ।

তিনি বলেন, অবাধ বলতে কী? অবাধে কোথায় যায়? আপনার একটা প্রাইভেট কোম্পানি কি আরেকটি কোম্পানিকে অবাধে কোনও কিছু দেবে? জার্নালিস্টকে দেবে যতই বন্ধু হন? অ্যাবসার্ড (অবাস্তব)। পৃথিবীর কোনও দেশে নাই। তাহলে আপনি বলছেন, বাংলাদেশ ব্যাংকে আপনারা অবাধে যেতে চান। আমিতো যেতে নিষেধ করিনি। আপনি তো যান না। আমার লোকজন আপনার জন্য রেডি হয়ে আছে। যদি কোনও কর্মকর্তার কাছে একাই যেতে চান, যান। ধরুন আমার কাছে একাই আসতে চান, আসুন। যেটা সিক্রেসি আইনে কাভার করে না। যতদূর খোলামেলা বলা যায় তারা বলে দেবে। কিন্তু আপনি রাষ্ট্রীয় সিক্রেসির তথ্য চাইবেন সেটা তো পারমিট করে না কেউ।

খুরশিদ আলম বলেন, আলটিমেটটলি (মূলত) আপনার উদ্দেশ্য দেশটার মঙ্গল আমাদেরও তাই। দেশটা হলো সবার। বঙ্গবন্ধু এটাই বলেছিলেন। এ দেশের মেহনতি মানুষের মুক্তি। সেজন্য প্রধানমন্ত্রীকে দেখেন, আমি ১৭টা ডিপার্টমেন্ট চালাতে হিমশিম খাই। আর প্রধানমন্ত্রী দেশ-বিদেশ সামলাচ্ছেন। কি পরিমাণ পরিশ্রম করছেন তিনি ভাবতে পারেন।

তিনি বলেন, আমরা ব্যাংকের ম্যানেজার পোস্টিং দিয়ে বসে আছি। সে কী করছে না করছে আমরা সুপারভাইজ করছি না। এটা চলবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ব্যবহারে সফট কিন্তু নিজেকে কঠোর করতে হবে। এটা সেন্ট্রাল ব্যাংকের মেসেজ।

সর্বশেষ সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, যা জানাল আবহাওয়া অফিস
‘বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতো’
তথ্য দিতে ৩ জন মুখপাত্র নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
আবারও বাড়ল সোনার দাম, কাল থেকে কার্যকর
যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক
টুইটারের ঠিকানা বদলে আনুষ্ঠানিকভাবে এখন এক্স ডটকম
প্রতিবন্ধী সন্তানকে বিষ খাইয়ে হত্যা করলেন মা-বাবা
সুবর্ণচরে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু
হঠাৎ ডিবিতে মাওলানা মামুনুল হক
অভিমানে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা
ট্রোল কখনো পাত্তা দেই না : জেফার
পলাশবাড়ীতে চাচার ছুরিকাঘাতে ভাতিজির মৃত্যু
নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জন নিহত
সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান, বাতিল হতে পারে নিপুণের
অস্থির ডিমের বাজার, প্রতি ডজনে বেড়েছে ৩০ টাকা
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু
জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন: ওবায়দুল কাদের
মা হারালেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর
মালয়েশিয়ায় ২ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি শ্রমিক