সোশ্যাল মিডিয়া

স্বামীর মৃত্যুর এক বছর পর ফের বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম

স্বামীর মৃত্যুর এক বছর পর ফের বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি!
ছবি: সংগৃহীত

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না পেরোতেই ফের বিয়ের খবর ছড়িয়েছে নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ পায়, যেখানে তনিকে দেখা যায় এক ব্যক্তি এমডি সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে।

এমডি সিদ্দিক নিজের ফেসবুক আইডিতে তনির সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।”

এই পোস্টের মাধ্যমেই নেটিজেনদের কাছে বিষয়টি স্পষ্ট হয় যে, সিদ্দিক ও তনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

অন্যদিকে তনিও নিজের ফেসবুকে সিদ্দিকের জন্মদিন উপলক্ষে ছবি প্রকাশ করে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটি দিনই যথেষ্ট নয়।”

তনির এই পোস্ট ও সিদ্দিকের “স্ত্রী” সম্বোধন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন— “স্বামীর মৃত্যুর এক বছর না পেরোতেই ফের বিয়ে করলেন তনি!”

তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তনি নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী, ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনির সঙ্গে তাঁর বয়সের পার্থক্য এবং সামাজিক অবস্থান নিয়ে সে সময়ও বেশ বিতর্ক হয়েছিল। তনি লাইভে এলে প্রায়ই নানা ট্রল ও সমালোচনার মুখে পড়তেন।

এর আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথ বেছে নেন তনি। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে, যদিও শুরুতে সেই সম্পর্ক পরিবার মেনে নেয়নি। পরবর্তীতে সব ঠিক করে নেন তারা।