শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়

টানা চার ম্যাচে অপ্রতিরুদ্ধ রংপুর রাইডার্স। এবার তাদের চতুর্থম্যাচেও বিধ্বংসী সেঞ্চুরি করে দলকে বড় ব্যবধানে জয় এনে দিলেন জেতালেন ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস। রংপুরের ৮ উইকেটের জয়ে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে দুর্দান্ত অবদান রেখেছেন সাইফ হাসানও।

এ জয়ে টানা চার ম্যাচে চার জয় পেল রংপুর। বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের। প্রথম ওভারেই টুর্নামেন্টে টানা দ্বিতীয় ডাক মেরে আউট হন আজিজুল হাকিম তামিম।

তানজিম হাসান সাকিবের বলে আউট হওয়ার আগে সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষেও ডাক মেরেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শুরুতেই ধাক্কা খেলেও সহজই পেয়েছে রংপুর। সহজ জয়টা এনে দিয়েছেন হেলস-সাইফ। দ্বিতীয় উইকেটে ১৮৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে।

ঘরের মাঠে সিলেটকে শুরুতেই যে হাসি এনে দিয়েছিলেন তানজিম সাকিব, তা ধীরে ধীরে মিইয়ে যায়। সিলেটের বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার পসরা সাজান দুই ব্যাটার হেলস-সাইফ। ব্যাটিংয়ের সময় যেন দুজনই প্রতিযোগিতায় নেমেছিলেন তারা। যেন কেউই কারও থেকে চার-ছক্কা মারতে পিছিয়ে থাকতে চাইছিলেন না।
হেলস-সাইফের ইনিংস দুটিই তার প্রমাণ।

যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৮০ রান করা সাইফ। রংপুর জয় থেকে যখন ১৮ রান দূরে ঠিক তখনই ছক্কা মারতে গিয়ে আউট হন বাংলাদেশের ব্যাটার। ১৬৩.২৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ৩ চারে। অন্যদিকে অনবদ্য ১১৩ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন হেলস। ২০১.৭৮ স্ট্রাইকরেটের ইনিংসে হাঁকিয়েছেন ৭ ছক্কার বিপরীতে ১০ চার।
সিলেট পর্বের প্রথম সেঞ্চুরিটি বিপিএলের ক্যারিয়ারে হেলসের দ্বিতীয়। এর আগে রংপুরের হয়েই প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। ২০১৯ বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে সেঞ্চুরি হাঁকান ৩৬ বছর বয়সী ব্যাটার।

এর আগে রনি তালুকদার ও জাকের আলীর ব্যাটে ২০৫ রানের বিশাল পুঁজি পেয়েছিল সিলেট। তবে হেলস ও সাইফের কাছে রানটা সামান্যই মনে হয়েছে।

Header Ad
Header Ad

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৬২ জন

ছবি: সংগৃহীত

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৬২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত রয়েছেন ১ হাজার ৫৮ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৬০৪ জন।

শুক্রবার (১৬ মে) এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে মামলাভুক্ত এবং পলাতক আসামিদের ধরতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়েছে। পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Header Ad
Header Ad

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা তিন দিন অবস্থান কর্মসূচির পর শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘোষণা দেওয়া হয়।

জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে বলেন, “শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করা হচ্ছে, যার মাধ্যমে প্রথম দাবি বাস্তবায়ন হবে। একইসঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণ অচিরেই শুরু হবে এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে।”

ইউজিসি চেয়ারম্যান জানান, “সারাদিন আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে। সব দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় অনশনে থাকা শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, “চতুর্থ দাবি ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশ ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে এবং আগামী সাত দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে।”

Header Ad
Header Ad

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।

প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। ১৭ মিনিটে নেপাল এগিয়ে যেতে পারলেও বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেনের দুর্দান্ত সেভে তা সম্ভব হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণে রিফাত কাজী ও ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিকও গোলে পরিণত হয়নি। ৩৬ মিনিটে নাজমুলের লং শট ঠেকিয়ে দেন নেপালের গোলকিপার।

দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৫৬ মিনিটে মিঠু চৌধুরীর হেড পোস্টের নিচ থেকে সেভ করেন নেপালের এক ডিফেন্ডার। তবে ৭৩ মিনিটে কর্নার থেকে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক নাজমুল হুদা। যদিও ৮৭ মিনিটে নেপালের সুজন ডাঙ্গোল একটি গোল শোধ দেন, কিন্তু তা ম্যাচে সমতা ফেরাতে যথেষ্ট ছিল না।

এই জয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র করে ও ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আজকের দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ভারত অথবা মালদ্বীপ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৬২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ
প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ