খেলা

লিনুর নিরানন্দ ঈদ!


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২১ এপ্রিল ২০২৩, ০৮:২১ এএম

লিনুর নিরানন্দ ঈদ!

বাংলাদেশের টেবিল টেনিসের গ্লামার গার্ল গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানো জোবেরা রহমান লিনুর কাছে এবারের ঈদ অনেকটা নিরানন্দ। আগের মতো আর উৎসাহ পান না।

নতুন কোনো জামা-কাপড় নেননি। সেমাই তার প্রিয় খাবা হলেও ঈদের দিন বিশেষ কোনো খাবারে প্রতিও এবার আগ্রহ নেই। বাসায় যা রান্না করা হবে তাই খাবেন। ঈদ করবেন উত্তরাতেই। ঈদে এখন আর কোথায়ও খুব একটা বের হওয়া হয় না।

কিন্তু ছোট বেলা ঈদে অনেক অনেক আনন্দ করতেন লিনু। ঈদে কেনা জামাটা খুবই যত্ন করে লুকিয়ে রাখতেন। কাউকে দেখতে দিতেন না। তারপর সেই নতুন জামা পরে সালামি নিতেন। এ্রখন সেলামি দেন ছোটদের।

লিনুর ছোট বেলা ঈদে আনন্দে বান ডাকত যখন নানা বাড়ি খুলনাতে ঈদ করা হতো।

এমপি/এমএমএ/