মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মায়ের স্মার্টফোন আসক্তি থাকলে সন্তান কথা কম বলে- গবেষণা

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

তথ্য-প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। ছোট্ট এই প্রযুক্তিপণ্যটি ছাড়া নিজেকে যেন বড্ড একা আর বেমানান মনে হয়। মোবাইল ফোন গোটা বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়, জীবনযাত্রা করেছে সহজ।

তবে এই স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার যে ক্ষতি ডেকে আনে সেটিও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে এবার নতুন এক গবেষণায় এমন এক তথ্য উঠে এসেছে, যা দেখে মায়ের একটু সতর্ক হতেই হবে।

যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব মা স্মার্টফোনে আসক্ত, তাঁদের শিশুসন্তানের ভাষা ঠিকমতো বিকশিত হয় না। ফলে তারা কথা কম বলে। আর তাই নতুন মা হওয়া নারীদের ফোন ব্যবহারে লাগাম টানার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। নতুন এ গবেষণার ফলাফল সম্প্রতি চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ছোট শিশুসন্তান থাকা অনেক নারী প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার ঘণ্টা ফোন ব্যবহার করেন। কিছুক্ষণ পরপর ফোন ব্যবহারের কারণে সন্তানদের সঙ্গে ২৬ শতাংশ কথা কম বলেন তাঁরা। এর ফলে সন্তানের ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয়। স্মার্টফোন আসক্ত মা এবং তাদের শিশুসন্তানদের আচরণ বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের বয়স ছিল গড়ে চার মাস। গবেষণার জন্য ১৬ জন মা এবং তাদের শিশুসন্তানের এক সপ্তাহের আচরণের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, স্মার্টফোন আসক্ত মা সন্তানের সঙ্গে ১৬ শতাংশ কম কথা বলেন। আর যেসব মা কয়েক মিনিট পরপর ফোন ব্যবহার করেন, তাঁরা ২৬ শতাংশ কম কথা বলেন সন্তানের সঙ্গে।

গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী কেয়া দে বারবারো বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফোন ব্যবহারের কারণে মায়ের কথাবার্তায় প্রভাব তৈরি হয়। যাঁরা দীর্ঘসময় ফোন ব্যবহার করেন, তাঁদের মধ্যে এ প্রভাব সবচেয়ে বেশি। মায়েরা যখন ১ থেকে ৩ মিনিটের জন্য ফোন ব্যবহার করেন, তখন তাঁরা সন্তানের সঙ্গে কম কথা বলেন। সকাল ৯ থেকে ১০টা, দুপুর ১২ থেকে বেলা ১টা এবং বিকেল ৩ থেকে ৪টার সময় ফোন ব্যবহার সন্তানদের ওপর বেশি প্রভাব ফেলে।

শিশুর ভাষা ও যোগাযোগের দক্ষতা উন্নয়নে মায়ের ভূমিকা তুলে ধরে বিজ্ঞানী কেয়া দে বারবারো জানান, মা-বাবার ফোনের আসক্তি শিশুর ওপর দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলছে। আর তাই নতুন অভিভাবকদের প্রতি আমাদের পরামর্শ হলো যতটা সম্ভব শিশুর সঙ্গে যুক্ত থাকতে হবে। ফোনের প্রভাব ও সন্তানের ভাষাশিক্ষার প্রভাব সম্পর্কেও সচেতন থাকতে হবে। সূত্র: ডেইলি মেইল

Header Ad
Header Ad

সানীর অকাল মৃত্যুতে নাটকের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন

সদ্য প্রয়াত অভিনেতা শাহবাজ সানী। ছবিঃ সংগৃহীত

তরুণ অভিনেতা শাহবাজ সানীর হঠাৎ এই মৃত্যু কেউ মানতে পারছেন না। কারণ তার ঘনিষ্ঠরা দাবি করছেন একেবারেই সুস্থ ছিলেন অভিনেতা। তার মৃত্যুর পর অনেকে প্রশ্ন তুলছেন নাটকের সিন্ডিকেট নিয়ে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা শাহবাজ সানী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় সানীর মরদেহ। বাদ জোহর জানাজা শেষে অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছেন নাট্য পরিচালক মাসরিকুল আলম।

শাহবাজ সানীর মৃত্যুর পর ঘনিষ্ঠরা প্রশ্ন তুলেছেন নাটকের সিন্ডিকেট নিয়ে। জানিয়েছেন সানী সিন্ডিকেটের শিকার। কাজ করার তুমুল ইচ্ছা থাকলেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না। বাদও পড়ছিলেন কাজ থেকে। কাজ নিয়ে অভিমান ছিল তার। 

নির্মাতা ইমরান রবিন সানীর প্রয়াণে অভিমান করে লিখেছেন, সানীর অকাল মৃত্যু আবারও প্রমাণ করল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কী হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে...সময় তো অল্প।

পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, মানুষ মারা গেলে কদর বেড়ে যায়।’ একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, ‘মানুষ মারা গেলে ভালোবাসা উথলাইয়া পড়ে। বেঁচে থাকতে খবর লয় না।

পরিচালক ইমরান রবিন আরও বলেন, এই সময়ে চরিত্র অভিনেতাই নয়, পরিচালকসহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করছে। এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশির ভাগ শিল্পী। এখন সবাই সানীর প্রশংসা করছে, বলছে ভালো অভিনেতা ছিল। সানী চাইত সবার সঙ্গেই কাজ করতে। কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে। তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত, তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকত। 

‘জামাইয়ের মাথা গরম’ নাটকটিতে প্রধান চরিত্রে কাজ করেন সানী। এ চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার ও চ্যানেলটি নাট্য নির্মাতা প্রিন্স রোমান।

প্রিন্স রোমান এক সংবাদ মাধ্যমকে বলেন, দিয়াবাড়ির উত্তরা উত্তরের মেট্রোরেল স্টেশনের পাশে আমরা তিনটা নাটক নিয়ে কথা বলছিলাম সানীর সঙ্গে। তখন রাত সোয়া ১০টা বাজে। এর মধ্যে হঠাৎ সানী প্রচণ্ড কাশতে থাকে। পাশাপাশি ঠান্ডায় সর্দি ছিল। কাশি বেশি হলে সে একসময় আমাদের কাছ থেকে উঠে পাশে যায়। তখনো কাশছিল। সে সময়েই হঠাৎ দেখি, সে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।

চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার সংবাদ মাধ্যমকে জানান, সানী ভালো অভিনেতা ছিল, কিন্তু কেউই তাকে প্রধান চরিত্রে সুযোগ দেয়নি। সে নাট্যাঙ্গনে পলিটিকসের শিকার। তাকে সাপোর্ট দিতেই আমরা একটার পর আরও তিনটা নাটকের নিয়ে কাল কথা বলছিলাম। সেই মিটিংই যে সানীর জীবনের শেষ মিটিং হবে, সেটা আমাদের কষ্ট দিয়েছে।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।

Header Ad
Header Ad

প্রজ্ঞাপন জারি করে অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

ছবি: সংগৃহীত

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাগরিকদের জন্য সহজ ও ঝামেলাহীন পাসপোর্ট ব্যবস্থা নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে।

এছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের (BRC) তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের তথ্যের সঙ্গে নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জন্ম স্থানের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য অনুযায়ী পাসপোর্ট ইস্যু করা হবে।

এই নতুন সিদ্ধান্তের ফলে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাগরিকরা এখন আগের মতো পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘ অপেক্ষার বিড়ম্বনা ছাড়াই পাসপোর্ট পেতে পারবেন।

Header Ad
Header Ad

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে সাধারণ শিক্ষার্থী-ছাত্রদল সংঘর্ষ চলছে, আহত অন্তত ১০

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে শুরু হওয়া সংঘর্ষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা ৪৫) চলছিল।

সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে, শিক্ষার্থীদের মারধর করছে এবং মাইক কেড়ে নিচ্ছে। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়।

এরপর, শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুপুরের দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। শিক্ষার্থী মুজাহিদ ও উৎপল বলেন, "ছাত্রদলের নেতাকর্মীদের হামলা, উসকানি ও মাইক কেড়ে নেওয়ার কারণে অন্তত ১৮ জনকে আজীবন বহিষ্কার এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।"

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে:

- কুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে তা সরকারি অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা।
- রাজনৈতিক কার্যক্রমে সহায়তাকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
- ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা।

শিক্ষার্থীরা বিকেল ৫টার মধ্যে এসব দাবি মেনে নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সানীর অকাল মৃত্যুতে নাটকের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন
প্রজ্ঞাপন জারি করে অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল
ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে সাধারণ শিক্ষার্থী-ছাত্রদল সংঘর্ষ চলছে, আহত অন্তত ১০
আজহারুলের মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার, যা জানা গেল
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ
ইউক্রেনকে বাদ দিয়ে রিয়াদে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক
ফেসবুকে হরতাল ডেকে কোথাও নেই আওয়ামী লীগ! (ভিডিও)
ইডেনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী বৈশাখি আটক
খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: বিএনপি নেতা লালু
আইনি প্রক্রিয়া মেনেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছিল: উপদেষ্টা
বিয়ে ছাড়াই ২৩ বছর বয়সে মা হয়েছেন শ্রীলীলা!
৭ মাসের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১০ বছর, অবশেষে গ্রেপ্তার
রিয়াল-আতলেতিকোকে হটিয়ে আবারও শীর্ষে বার্সেলোনা
শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
ভালোবাসা দিবসে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনা, নারী সাংবাদিকের মৃত্যু
বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাই পাবেন নন-ক্যাডার পদ!
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘নির্দিষ্ট সরকারকেন্দ্রিক’ হওয়া উচিত নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে
সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুল গ্রেপ্তার