পদত্যাগ করলেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর. এফ. হোসেন

সেলিম আর. এফ. হোসেন। ছবি: সংগৃহীত
প্রায় এক দশক ধরে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে।
মঙ্গলবার (২৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, "আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ধরনের চাপ বা প্রতিষ্ঠানগত সংকট নেই। আশা করছি বাংলাদেশ ব্যাংকও শিগগিরই আমার পদত্যাগ গ্রহণ করবে।"
ব্র্যাক ব্যাংকের কর্মীদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় সেলিম হোসেন লেখেন, “সব ভালো জিনিসের যেমন শেষ আছে, তেমনি ব্র্যাক ব্যাংকে আমার সময়েরও শেষ ঘনিয়ে এসেছে। আজই হয়তো আমার শেষ কর্মদিবস।”
তিনি জানান, প্রায় দশ বছর ধরে ব্র্যাক ব্যাংকে কাজ করা তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এই সময়ে তারা মিলে একটি শক্তিশালী ও সম্মানজনক ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চিঠিতে তিনি ব্যাংকের ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্র্যাক ব্যাংক আগামীতেও আরও এগিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।” সহকর্মীদের জন্য তিনি পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
সেলিম হোসেনের পদত্যাগের পর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান অস্থায়ীভাবে এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৫ সালে ব্র্যাক ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেলিম আর. এফ. হোসেন। তার সময়কালে ব্যাংকটি প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা, কর্পোরেট গ্রোথ এবং গ্রাহকসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। দেশের ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক একটি উদাহরণ হিসেবেও প্রতিষ্ঠিত হয় তার নেতৃত্বে।
