শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে।

তিনি বলেন, ‘আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে।’

আজ রোববার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর এ কথা জানিয়েছেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘সার, বিদ্যুৎ ও আদানি-শেভরনের বকেয়া পাওনার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে।’

শুধু গত দুই মাসেই কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবার বকেয়া ১ দশমিক ৮ বিলিয়ন (১৮০ কোটি) ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২ দশমিক ৫ বিলিয়ন (২৫০ কোটি) ডলার থেকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ডলারে নামিয়ে এনেছে।

৮ অক্টোবর পর্যন্ত বিপিএম৬ হিসাব অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারে। আর মোট রিজার্ভ ২৪ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বর–ডিসেম্বরের মধ্যে ঋণমুক্ত হওয়া। তিনি বলেন, ‘এটি অর্জন করা সম্ভব হলে, বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।’

এই বকেয়া পরিশোধ করলে অর্থনীতির ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে, যার ফলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ত্বরান্বিত হবে। অর্থনীতিকে চাঙা করতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অবশ্য দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; যা এখন ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ কারণে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। তবে তা সত্ত্বেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান ঋণের চ্যালেঞ্জ সফলভাবে কাটিয়ে উঠতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

Header Ad
Header Ad

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এবং বড় ভাই তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। পাশে ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে, ঢাকায় অবস্থানকালে ডা. জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (CSF) সদস্যদের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও চলছে নিরাপত্তা সমন্বয়।

প্রসঙ্গত, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি বিএফ শাহীন কলেজে পড়াশোনা করেন এবং পিতার চাকরিসূত্রে বেড়ে ওঠেন চট্টগ্রামের ষোলশহরে। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কোকো। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান তিনি।

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দীর্ঘদিনের শত্রুতা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে অবশেষে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে রাতভর আলোচনা শেষে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজেদের অসাধারণ বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতার জন্য দুই দেশকে অভিনন্দন।”

ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
তিনি বলেন, “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চেয়েছে, তবে কখনোই আমাদের সার্বভৌমত্ব নিয়ে আপস করিনি।”

অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে বলেন, “স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ ও সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। আজ (শনিবার) বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর থেকেই সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

ভারত প্রথমে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে আঘাত হানে, যেখানে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করে তারা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় অপারেশন বুনইয়ানুম মারসুস, যেখানে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলার দাবি করে ইসলামাবাদ।

Header Ad
Header Ad

মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক

মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) বেলা দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি সাইফুল আলম।

আটক যুবকের নাম নেহাল আহাম্মেদ জিহাদ। তিনি সদর উপজেলার যোগনি ঘাট এলাকার মনির হোসেনের ছেলে।

গত শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙর করা তিনতলা লঞ্চ ‘এম ভি ক্যাপ্টেন’-এ ঘটে এই নৃশংস ঘটনা। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোড়ন।

ভিডিওতে দেখা যায়, আনুমানিক ১৫ থেকে ১৭ বছর বয়সী এক তরুণীকে লঞ্চের সামনের অংশে নিয়ে গিয়ে কোমরের বেল্ট দিয়ে পিটাচ্ছেন এক যুবক। আশপাশে থাকা বহু মানুষ মোবাইলে সেই দৃশ্য ধারণ করছিলেন, কেউ কেউ উল্লাস করছিলেন এবং ঘটনাটির সমর্থনে স্লোগানও দিচ্ছিলেন।

আটককৃত যুবক নেহাল আহাম্মেদ জিহাদ। ছবি: সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, ঘটনার দিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে প্রায় ৩০০-৪০০ তরুণ-তরুণী একটি পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এম ভি ক্যাপ্টেন লঞ্চ ভাড়া করে। চাঁদপুর ভ্রমণ শেষে ফেরার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে খাবার কিনতে নেমেছিল কয়েকজন। এ সময় লঞ্চঘাটে উপস্থিত স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে লঞ্চে উঠে পড়ে এবং যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, “একপর্যায়ে দুই তরুণীকে লঞ্চের সামনে এনে এক যুবক বেল্ট দিয়ে মারধর করে। এ সময় লঞ্চে ভাঙচুর চালানো হয় এবং কিছু মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।”

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লঞ্চটি পরে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ভুক্তভোগিরা অভিযোগ করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে নৌ পুলিশও কাজ করছে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান
ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প
মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক
চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
শাহবাগ ছাড়া অন্য কোথাও ‘ব্লকেড’ দিবেন না: হাসনাত আবদুল্লাহ