দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনদাবি ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠকে ঠিক কোন ইস্যু নিয়ে আলোচনা হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, ছাত্রলীগ নিষিদ্ধকরণ এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে জনঅসন্তোষ ইত্যাদি বিষয়গুলো এ বৈঠকে প্রাধান্য পেতে পারে।
এদিকে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়ছে সেগুলো হলো: বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডসহ পার্শ্ববর্তী এলাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
অন্যদিকে, শুক্রবার (৯ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া ছাত্রলীগকে ইতোমধ্যে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে জনমনে তৈরি হওয়া ক্ষোভ সম্পর্কেও সরকার সচেতন বলে জানানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার।