শুক্রবার, ২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

খুচরা বাজারে কমেছে চালের দাম

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা ও সরু জাতের নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দাম আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর মিরপুর, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। বাজারদর্শনে দেখা গেছে, মিনিকেট চালের দাম ব্র্যান্ডভেদে কমেছে।

গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল কেজি প্রতি বিক্রি হচ্ছিল ৯০ টাকায়, যা এখন ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। ডায়মন্ড ব্র্যান্ডের চাল ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকায় এবং রশিদ ব্র্যান্ডের চাল ৭৮ টাকা থেকে নেমে এসেছে ৭৬ টাকায়।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দামে। গত সপ্তাহেও এই চাল কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯২ টাকায়— অর্থাৎ ৮ টাকা কমে।

তবে সরু ও মোটা জাতের চালের দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে মানভেদে নাজিরশাইল চাল ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে কিছুটা দরপতনের প্রভাব খুচরা বাজারে পড়েছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Header Ad
Header Ad

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক দলকে একযোগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, "যারা বিগত সময়ে সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এসব সিদ্ধান্তের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।"

তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে স্বৈরাচারী শক্তির পুনরুত্থানের সুযোগ বলে মন্তব্য করেন। এ ছাড়া করিডোর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই গ্রহণ করা উচিত বলেও মত দেন তিনি।

তারেক রহমান বলেন, "দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সকল রাজনৈতিক দলকে জনগণের আদালতে ওঠার সুযোগ দিতে হবে।"

তিনি আরও বলেন, “দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হলে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত না হলে জনগণ কখনোই তাদের প্রকৃত প্রতিনিধি পাবে না।”

তারেক রহমানের বক্তব্যে জোর দিয়ে বলা হয়, গণতন্ত্র ও সুশাসনের পথে ফিরতে হলে রাজনৈতিক দলগুলোকে দলগত স্বার্থ নয়, রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে।

Header Ad
Header Ad

দুই পুত্রবধূকে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। লন্ডন থেকে দেশে ফেরার সময় তার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ—ডা. জোবায়দা রহমান (তারেক রহমানের স্ত্রী) এবং সৈয়দা শামিলা রহমান সিঁথি (আরাফাত রহমান কোকোর স্ত্রী)।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, “ম্যাডামের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে সোমবার তিনি ঢাকায় পৌঁছাবেন।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় তাকে দেশে আনা হচ্ছে। যদিও সম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা থাকছে না, তবে তার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। এ পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেগম জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আছেন—চিকিৎসক ডা. জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন। লন্ডনের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার লিভার সমস্যার জন্য বিশেষ চিকিৎসাপদ্ধতি (টিপস) গ্রহণ করা হয়েছে এবং হৃদযন্ত্রে স্টেন্টিংয়ের পর সেটি পুনরায় পর্যবেক্ষণ করা হয়েছে।

তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, “ক্রনিক কিডনি ডিজিজসহ অন্যান্য জটিলতা নিয়েও চিকিৎসা চলেছে। করোনার পরবর্তী কিছু জটিলতাও দূর করা হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে।”

২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাবন্দি হন। পরে সরকারের নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হলেও শর্ত ছিল—তিনি বিদেশ যেতে পারবেন না। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অনুমতিতে তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য যান।

দীর্ঘ প্রায় এক দশক পর সেখানে বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হন বেগম খালেদা জিয়া।

সূত্র জানিয়েছে, দেশে ফিরে খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জোবায়দা রহমান তার বাবার ধানমন্ডির বাসায় অবস্থান করবেন। তবে বেগম জিয়ার নিজস্ব বাসস্থান ও চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো বিএনপির হাইকম্যান্ড পর্যবেক্ষণ করছে।

Header Ad
Header Ad

পারমিট ছাড়া হজ নয়, ভিজিট ভিসায় হজে অংশ নিলে ৩২ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

হজ পালনে ভিজিট ভিসা ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সৌদি সরকার। চলতি হজ মৌসুমে নতুন বিধিনিষেধ জারির পর বাংলাদেশ সরকারও এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ছয় লাখ টাকা) জরিমানা এবং হজে সহায়তাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ রিয়াল (প্রায় ৩২ লাখ টাকা) পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

শুক্রবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিজিট ভিসায় কেউ মক্কা নগরী বা পবিত্র স্থানসমূহে প্রবেশ কিংবা হজ পালনের চেষ্টা করলে তা আইনভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এমনকি, ওইসব ভিসাধারীদের হজ পালনে সহায়তা করাও অপরাধ হিসেবে গণ্য হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি সরকার এ বছর হজ ব্যবস্থাপনায় কঠোর নীতিমালা চালু করেছে। তারা জানিয়েছে, কেউ যদি পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করে এবং তা প্রমাণিত হয়, তবে শুধু জরিমানাই নয়—অভিযুক্তের ব্যবহৃত যানবাহন আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হতে পারে। পাশাপাশি, ওই ব্যক্তি সৌদি আরব থেকে বহিষ্কৃত হবেন এবং ভবিষ্যতে অন্তত ১০ বছর দেশটিতে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২৯ এপ্রিল থেকে ১০ জুন সময়সীমায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যারা ভিজিট ভিসায় আছেন, তাদের প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, হজ মৌসুমে তারা যেন মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ না করেন। এ ধরনের কাজ সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ সরকার সৌদি সরকারের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, "সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কাজ করছেন, যারা বড় অঙ্কের রেমিট্যান্স পাঠান। তাদের আচরণে কোনো আইন লঙ্ঘন হলে তা শুধু ব্যক্তি নয়, বরং দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।"

তিনি আবারও সবাইকে ভিজিট ভিসা দিয়ে হজ পালনের চেষ্টা না করার অনুরোধ জানান।

ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বলেন, "হজ একটি যৌথ ব্যবস্থাপনা, যেখানে সৌদি আরবের নেতৃত্বে মুসলিম বিশ্ব অংশ নেয়। এ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত: তারেক রহমান
দুই পুত্রবধূকে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া
পারমিট ছাড়া হজ নয়, ভিজিট ভিসায় হজে অংশ নিলে ৩২ লাখ টাকা জরিমানা
পেপারলেস পদ্ধতিতে ঢাকা ইমপিরিয়াল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন শুরু
নির্দেশনা মানেননি পাইলট, বিমানের ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে নামলো সিলেটে
পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি
বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা, নিহত আরও ৩১ ফিলিস্তিনি
উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ নারী ও ৯ পুরুষ আটক
রিয়াজ-ফেরদৌস-চঞ্চল-শাওনসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা
দুই সপ্তাহের মধ্যে সোনার দাম সর্বনিম্ন, ভবিষ্যতে বাড়ার ইঙ্গিত বিশ্লেষকদের
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ জন
খুচরা বাজারে কমেছে চালের দাম
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার ২২ মোড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে বসছে সংকেতবাতি, কতটা কার্যকর হবে?
প্রথম দল হিসেবে আইপিএল থেকে বিদায় নিলো চেন্নাই সুপার কিংস
ইসকন নেতা চিন্ময়ের জামিন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিল হাসনাত আব্দুল্লাহ
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান