বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

Header Ad
Header Ad

সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা

ছবি: সংগৃহীত

তারকাবহুল ক্রিকেট আয়োজন ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এর চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে গঠিত এ দলটি ৯ উইকেটের বড় জয়ে শিরোপা ঘরে তোলে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্স প্রথমে ব্যাট করে ১৩৮ রানের লক্ষ্য নির্ধারণ করে। তবে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামা গিগাবাইট টাইটানস মাত্র ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাত ১০টার আগেই।

দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অপরদিকে ফাইনালিস্ট স্বপ্নধরা স্পারটান্সের মেন্টর ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেক তারকা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।

পাঁচদিনব্যাপী এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে অংশ নেয় মোট চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। বিভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, তাসনুভা তিশা, আলিশা, সিনথিয়া, গোলাম কিবরিয়া তানভীরসহ টিভি ও সংগীত অঙ্গনের জনপ্রিয় মুখরা।

৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়া এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। ফাইনাল ম্যাচের বিরতিতে উন্মোচন করা হয় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার, যা মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। খেলার মাঠে পোস্টার উন্মোচনের মাধ্যমে শুরু হয় সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।

Header Ad
Header Ad

এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

২০২৫ সালের এপ্রিল মাসের জন্য আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর মাধ্যমে তিনি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।

এপ্রিল মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ।

প্রথম টেস্ট (সিলেট): বাংলাদেশ দল ম্যাচটি হারলেও দুই ইনিংসেই ৫ উইকেট করে নিয়ে মিরাজ শিকার করেন ১০ উইকেট (৫/৫২ ও ৫/৫০)।

দ্বিতীয় টেস্ট (চট্টগ্রাম): এই ম্যাচে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মিরাজ। ব্যাট হাতে একটি অনবদ্য সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে নেন ৫ উইকেট মাত্র ৩২ রানে।

সিরিজ পরিসংখ্যান:

ব্যাটিং: ১১৬ রান, গড় ৩৮.৬৬

বোলিং: ১৫ উইকেট, গড় মাত্র ১১.৮৬

এই অবিশ্বাস্য পারফরম্যান্সের ফলে তিনি হয়েছেন দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা ও পুরো সিরিজের সেরা খেলোয়াড়।

এই মাসে আইসিসির মাসসেরা পুরস্কারের দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের উদীয়মান পেসার বেন সিয়ার্সকে। বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট ভক্তদের ভোটে এগিয়ে থেকেই তিনি অর্জন করেছেন এই সম্মান।

Header Ad
Header Ad

সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট (Doctor of Letters) ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ বর্ণাঢ্য আয়োজনে ড. ইউনূসের হাতে ডিগ্রির সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও বিশিষ্টজনেরা।

সমাবর্তনে অংশগ্রহণ করেছেন ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চবির ৯টি অনুষদের মোট ২২ হাজার ৫৮৬ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী। এদের মধ্যে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিপ্রাপ্ত। বাকি শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি অর্জন করেন।

সকাল থেকেই গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা নির্ধারিত বাসযোগে ক্যাম্পাসে উপস্থিত হতে থাকেন। তাদের সঙ্গে ছিলেন অভিভাবক ও আত্মীয়স্বজন, যারা বিশেষ এ দিনটি উদযাপন করতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তৈরি করা হয়েছে ২৫ হাজার মানুষের জন্য বসার ব্যবস্থা। গোটা ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন আয়োজন করে ১৯৯৪ সালে। এরপর ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার পঞ্চম সমাবর্তনও স্মরণীয় হয়ে থাকবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, বিশেষত ড. ইউনূসকে সম্মাননা প্রদান উপলক্ষে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির
পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ
জানা গেল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়
বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের