
মাদ্রাসা-কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের অনুদান
১৩ মার্চ ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৫ এএম

মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে জাপান সরকার অনুদান দিচ্ছে ৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বা ৮৫ কোটি টাকা।
এ ব্যাপারে সোমবার (১৩ মার্চ) রাজধানীর শেরে-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ শীর্ষক একটি অনুদান চুক্তি সই হয়েছে।
এই চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শরিফা খান ও ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটিটিভ ইচিগুচি তমোহিদি সই করেন।
এ সময় ইআরডির সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করবে।
ইআরডি থেকে বলা হয়েছে-টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ করা হবে। নির্বাচিত চারটি টেকনোলজির ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি ইন্সট্রলেশন ও সংস্কার করা হবে। এছাড়া শিক্ষক ও প্রশিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
জাপান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে। যার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা হচ্ছে।
জেডএ/এমএমএ/

ইসির মিথ্যা তথ্য পরিবেশনে নিন্দা বাসদের
০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

নির্বাচন কমিশনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশনের নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের বরাত দিয়ে বলা হয়েছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে। যার মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মই মার্কারও একজন প্রার্থী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি এমনিতেই দেশবাসীর কোনো আস্থা নেই। সরকারের অনুগত কমিশনের ঘোষিত প্রহসনের নির্বাচনে বেশি সংখ্যক নিবন্ধিত দল অংশ নিয়েছে তা দেখানোর জন্যই বাসদের মই মার্কারও ১ জন প্রার্থী রয়েছে বলে মিথ্যা-ভিত্তিহীন তথ্য গণমাধ্যমে পাঠানোর মধ্য দিয়ে কমিশনের দেউলিয়াত্ব ও জালিয়াতির নমুনা আবারও জনসম্মুখে উন্মোচিত হলো।
তিনি বলেন, বাসদ দেশের রাজনীতিতে একটি ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক দল হিসেবে শুরু থেকেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা ঘোষণা করেছে এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে হরতাল পালন করে আন্দোলন বিক্ষোভ অব্যাহত রেখেছে।
নির্বাচন কমিশনের এহেন প্রতারণামূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সংশোধনী প্রেরণ ও দায়িত্বহীন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ফিরোজ।

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পিএম

বিএনপি ও সমমনা দলের অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ফার্মগেট এলাকায় সবসময় জনসমাগম বেশি থাকে।
এই সুযোগে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আত্মহত্যা
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

খুলনার পাইকগাছায় লগ্ন পেরিয়ে গেলে বিয়ে না করে বর চলে যাওয়ায় আত্মহত্যা করেছেন মিতু মণ্ডল (১৯) নামের এক তরুণী। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় মিতুর বাবা তাকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিতু মণ্ডল মারা যান। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা হয়েছে।
মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন, আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে সঠিক সময়ে ছেলেপক্ষ না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে গত শুক্রবার বিকাল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচণায় থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা হয়েছে।