সোমবার, ৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

স্বাভাবিক রুটিনে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গত কয়েক দিন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচিতে পাঠদান চলছিল। গরম কমে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিদ্যালয়ও ফিরেছে স্বাভাবিক সময়সূচিতে।

মঙ্গলবার থেকে শিক্ষাপঞ্জি অনুযায়ী আগের সময়সূচিতে পুরোদমে চালু হয়েছে ক্লাস।

সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারে শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।

Header Ad
Header Ad

এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, পুলিশ পাহারায় চলছে চিকিৎসা

কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় ‘আল্লাওয়ালা’ নামে হ্যাচারিতে আলী আকবর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে

ওই হ্যাচারীতে নিহত ব্যক্তির নাম আলী আকবর। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার বাসিন্দা।অন্যদিকে স্থানীয়দের মারধরের শিকার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলার সংগঠক। রাইয়ান সাবেক শিবির নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হ্যাচারিতে মাছ চুরির ঘটনার জেরে মারধরে আলী আকবরের মৃত্যু হয়। আলী আকবরের মৃত্যুর ঘটনাটি জানাজানির পর রাত ১টার দিকে মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমের উপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি হ্যাচারির পানিতে নেমে আত্মরক্ষার চেষ্টা চালায়। এসময় উত্তেজিত জনতা সেখানে নেমেই তাকে মারতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর ছাড়া পেতে প্রহরীদের আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান আলী আকবর।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, আল্লাহওয়ালা হ্যাচারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং হোসাইন ও মিজান নামে দুইজনকে আটক করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠনো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। রাইয়ান কাশেম পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Header Ad
Header Ad

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ আর নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন এই অপবাদ আমি নিতে চাই না। ১৮ কোটি মানুষের দায় নিয়ে মরতে চাই না।”

সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার শপথ করানো হয়েছে এবং অতীতের বিতর্কিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “আমরা রাজনীতি থেকে সচেতনভাবে দূরে থাকছি। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই ফয়সালা হওয়া উচিত। কমিশন কোনো বিশেষ দলের বিষয়ে জড়াতে চায় না।”

এ সময় তিনি আরও বলেন, কমিশনের সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়, এককভাবে নয়। প্রশাসনের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে সিইসি বলেন, “এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। কমিশনের এখতিয়ার শুধু গেজেট প্রকাশ পর্যন্ত।”

শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান ছিল, আছে এবং থাকবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না কমিশন।

Header Ad
Header Ad

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মী আটক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (এডিসি) রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সন্ধ্যায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পরপরই দোষীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল অভিযানে নামে। অভিযানের ধারাবাহিকতায় রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগ নেতাকর্মী। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

এর আগে, রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গাড়ির গ্লাস ভেঙে গেছে। তার হাতের কনুইয়ে জখম হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আইইউটির সামনে শত শত ছাত্র জড়ো হন। এরই মধ্যে তিনি নিরাপদে ঢাকায় চলে যান। পরে সেখানে বিক্ষোভ মিছিল করা হয়। রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো একটি অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহ ঢাকায় ফিরছিলেন। তার গাড়ির পেছনে পেছনে ১০-১২ জন মোটরসাইকেল নিয়ে আসতে থাকে। পরে চান্দনা চৌরাস্তা এলাকার পার হওয়ার পর তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে দুর্বৃত্তরা। এতে হাসনাত আব্দুল্লাহর গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন তিনি।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। পরে রাতভর অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, পুলিশ পাহারায় চলছে চিকিৎসা
দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ আর নেই: সিইসি
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মী আটক
আদালতে উত্তেজনা: পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি
স্থল, সমুদ্র এবং আকাশপথে ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ পাকিস্তানে
মিঠাপুকুরে আ’লীগ নেতার দাপটে শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা
টানা ১০ দিনের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা
যে উপায়ে এসি চালালে কম আসবে বিদ্যুৎ বিল
রাতের আঁধারে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি
রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা ট্রেনের বগি লাইনচ্যুত
৪-৫টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা: পুলিশ
কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ
রেমিট্যান্সে রেকর্ড ধারাবাহিকতায় এপ্রিলেও এলো দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়
হুথিদের হামলায় আশঙ্কায় এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ
আনসার-ভিডিপির মানবিক উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন সদস্যরা
ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে 'নাকে খত' দেওয়ালেন বিএনপি নেতা
সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা