অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার

প্রীতম হাসান ও জেফার রহমান। ছবি: সংগৃহীত
গান ও অভিনয়ে সমানতালে জনপ্রিয়তা পাওয়া প্রীতম হাসান এবার নতুন এক রোমান্টিক ওয়েব ফিল্মে জুটি বাঁধতে যাচ্ছেন গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে। এই প্রথমবারের মতো অভিনয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’, যেটি পরিচালনা করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।
নির্মাতা গণমাধ্যমকে জানান, “এই প্রজেক্টটি দুই বছর আগে পরিকল্পনা করা হয়েছিল। তখন জেফার অভিনয়ে আসেনি। ইচ্ছা ছিল এই কাজ দিয়েই তাকে অভিনয়ে নিয়ে আসব। তবে সময়ের কারণে কিছুটা পিছিয়ে যায় বিষয়টি, এবং এর মধ্যেই জেফার অন্য কিছু প্রজেক্টে অভিনয় করে ফেলে।”
তিনি আরও বলেন, “প্রীতম ও জেফারকে নিয়ে নতুন এক স্ক্রিন-জুটি তৈরির চিন্তা থেকেই এই কাস্টিং করা হয়েছে। দর্শক এখানে নতুন কিছু পাবে। কাস্টিংয়ে আরও কিছু চমক থাকছে।”

ওয়েব ফিল্মটির শুটিং শুরু হচ্ছে আগামী ৪ মে থেকে। ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও কক্সবাজারে হবে এর দৃশ্যধারণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হচ্ছে ফিল্মটি। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে এর কাজ।
উল্লেখ্য, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে, আর জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের নির্মিত ‘অ্যালেন স্বপন সিজন ২’-তে। এদিকে, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার মাধ্যমে নির্মাতা শিহাব শাহীন দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছেন।
