রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ভবনের ফায়ার সেফটি প্ল্যানে যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে

ছবি: সংগৃহীত

যে সমস্ত ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা আইন অনুযায়ী বাধ্যতামূলক সেই সব ভবনের নকশা রাজউক এ জমা দেবার আগেই ভবনের ফায়ার সেফটি প্ল্যান প্রস্তুত করতে হবে এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

তারপর সেই অনূমোদনের কপিসহ রাজউকে জমা দিয়ে ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন গ্রহন করতে হবে। প্রস্তুতকৃত নকশা নিবন্ধিত ফায়ার সেফটি বিশেষজ্ঞ কর্তৃক প্রনীত হতে হবে। স্থাপত্য নকশা প্রণয়ন করার সময় আমাদের অগ্নি নিরাপত্তা বিষয়ক সমস্ত ব্যবস্থা গ্রহন করতে হবে। নকশার করার সময় স্থপতিদের সুবিধার জন্য নিচের বিষয়গুলি তুলে ধরা হলো।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান: বেজমেন্ট ফ্লোর
বেজমেন্ট ফ্লোর কার পার্কিং ব্যতীত অন্য কোন কাজে যেমন স্টোর/মালগুদাম হিসেবে ব্যবহার করা যাবেনা।
বেজমেন্ট ফ্লোর প্ল্যানে অবশ্যই ভেন্টিলেশন থাকতে হবে।
পাম্প রুম ব্যতীত জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন, বয়লার রুম বেজমেন্ট-এ রাখা যাবেনা।
বেজমেন্ট সিঁড়ি প্রতি ২০ মিঃ পর পর হবে এবং বেজমেন্ট র‍্যাম্প স্লোপ অবশ্যই ১:৮ হতে হবে।
বেজমেন্টে অবশ্যই পর্যাপ্ত বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
বেজমেন্ট ফ্লোর এরিয়া ৭৫০ বর্গ মিটারের উর্ধ্বে হলে সেপারেশনের ব্যবস্থা করতে হবে।
বেজমেন্ট-এ পর্যন্ত আলো এবং প্রতি ১০০ বর্গফুট এলাকার জন্য স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা থাকতে হবে।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : গ্রাউন্ড ফ্লোর প্ল্যান
জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন, ফায়ার কন্ট্রোল রুম গ্রাউন্ড ফ্লোরে হতে হবে।
জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন, ফায়ার কন্ট্রোল রুম ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল এবং ২ ঘন্টা ফায়ার রেটেড ডোর দ্বারা সেপারেটেড থাকবে।
জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন রুম এফ এম-২০০ সাপ্রেশন সিস্টেম দ্বারা সুরক্ষিত থাকবে।
গ্রাউন্ড ফ্লোরে ফায়ার ব্রিগেড কানেকশন থাকবে। ডায়ামিটার (৬৩মিঃমিঃ) ।
সকল সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হবে এবং তা ছাদে গিয়ে খুলবে।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : অন্যান্য ফ্লোর প্ল্যান
সকল ফ্লোরে প্রতি ১০০০ বর্গফুট এলাকার জন্য ১টি এবং তদূর্ধ্ব এলাকার জন্য অতিরিক্ত ১টি বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র সংরক্ষণ করতে হবে।
বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্রগুলো জরুরী বহির্গমণ পথে এবং সহজে প্রবেশযোগ্য স্থানে হতে হবে।
বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মধ্যে DCP ও CO2 এর অনুপাত হবে ৭০:৩০।
প্রতিটি ফ্লোরে স্মোক/হিট/ মাল্টি ডিটেক্টর স্থাপন করতে হবে।
প্রতিটি ১০০ বর্গফুট ফ্লোর এলাকার জন্য ১টি এবং বর্ধিতাংশের জন্য অতিরিক্ত ১টি স্বয়ংক্রিয় স্প্রিংকলার হেড স্থাপন করতে হবে।
প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত সংখ্যক ইমার্জেন্সি লাইট, স্ট্রোব লাইট, এলার্ম বেল, ম্যানুয়াল কল পয়েন্ট এবং এক্সিট সাইনেজের ব্যবস্থা থাকতে হবে।
প্রতিটি ১০,০০০ বর্গফুট ফ্লোর জন্য ১টি ৩৮ মিঃমিঃ হোজরিল এবং তদুর্ধ এলাকার জন্য অতিরিক্ত আরও ১টি হোজরিল কানেকশন স্থাপন করতে হবে।
প্রতিটি ফ্লোরে সিঁড়ির লবিতে ল্যান্ডিং বাল্বসহ ৬৩ মিঃমিঃ ডায়া বিশিষ্ট ইন্টারনাল হাইড্রেন্ট কানেকশন থাকতে হবে।

ছাদ প্ল্যান
ছাদের বৃষ্টির পানি নিষ্কাশন স্লোপ ১:২০০ অনুপাতে হবে।
ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা থাকতে হবে। (২০ ফুট পরপর )
১৫০ ফুটের ঊর্ধ্বে হলে এভিয়েশন লাইট থাকবে।
ছাদে ওভারহেড ওয়াটার রিজার্ভারের পাশাপাশি লিফট মেশিন রুম এবং তাতে গমনাগমনের পথ প্রদর্শণ করতে হবে।

সেফটি লবি
সকল ফায়ার স্টেয়ার ও ফায়ার লিফেটের সাথে ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল এবং ২ ঘন্টা ফায়ার রেটেড ডোর দ্বারা সুরক্ষিত সেফটি লবি থাকবে। সকল সেফটি লবি অবশ্যই পজিটিভ এয়ার প্রেসারাইজড হতে হবে।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : পাম্প রুম
পাম্প রুমে ১টি মেইন, ১টি স্ট্যান্ডবাই এবং ১টি জকি পাম্প অবশ্যই থাকতে হবে।
প্ল্যানে অবশ্যই পাম্প জিপিএম উল্লেখ করতে হবে।
পাম্পের সাকশন পজিটিভ সাকশন থাকতে হবে।

ফায়ার স্টেয়ার
সকল ফায়ার স্টেয়ার ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল ও ২ ঘন্টা ফায়ার রেটেড ডোর দ্বারা এবং
পজিটিভ এয়ার প্রেসার দ্বারা সুরক্ষিত থাকবে।
ফায়ার স্টেয়ারের ন্যুনতম প্রশস্থতা ১.৫মিঃ এর কম হবে না।

রাইজার ডায়াগ্রাম
প্ল্যানে অবশ্যই স্ট্যান্ড পাইপ রাইজার ডায়ামিটার উল্লেখ করতে হবে।
আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ওয়াটার রিজার্ভারের আয়তন ও ক্যাপাসিটি উল্লেখ করতে হবে।
পাম্প লে-আউট, গ্রাউন্ড ফ্লোরে ফায়ার ব্রিগেড কানেকশন, প্রতিটি ফ্লোরে ৩৮মিঃমিঃ হোজরিল
এবং ৬৩মিঃমিঃ ইন্টারনাল হাইড্রেন্ট পয়েন্ট উল্লেখ করতে হবে।

বয়লার রুম
বয়লার রুম অবশ্যই ভবন থেকে বাহিরে হতে হবে এবং ৪ ঘন্টা ফায়ার রেটেড আরসিসি ওয়াল ও ২ ঘন্টা ফায়ার রেটেড দরজা দ্বারা সুরক্ষিত থাকবে।

রাস্তা
ভবনের সম্মুখের রাস্তার প্রশস্থতা ন্যূনতম ৯ মিঃ এর এবং ভবনের চতুর্পার্শে কমপক্ষে ৪.৫মিঃ
প্রশস্থ রাস্তা থাকতে হবে। যার উর্ধ্ব ক্লিয়ারেন্স ৫ মিঃ এর কম হবে না।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : এসেম্বলি এলাকা
ফায়ার সেফটি প্ল্যানে এসেম্বলি এরিয়া চিহ্নিত করতে হবে।

সূত্র: এআরসিএইচ বাংলা

Header Ad

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁয় মাদক মামলায় মো. মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর পোরশা থানার জালুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সে সময় একটি ভটভটি থামিয়ে তল্লাশিকালে মুকুলের কাছে থাকা ব্যাগে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসলি (এপিপি) মোজাহার আলী।

তিনি বলেন, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী বলেন, এ মামলায় আমার মক্কেল ন্যায় বিচার পায়নি বলে মনে করি। এজন্য আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

ইরাকে সমকামিতায় জড়ালেই ১৫ বছরের জেল

ছবি: সংগৃহীত

সমলিঙ্গের মানুষের মধ্যকার যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করে নতুন আইনে পাশ হয়েছে ইরাকের পার্লামেন্টে। সমকামিতায় জড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এ আইনে।

বলা হচ্ছে, ইরাকের সমাজে ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে নতুন এ আইন করা হয়েছে। যদিও অধিকারকর্মীরা এর বিরোধিতা করেছেন। তাঁদের মতে, ইরাকে এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর আক্রমণের সর্বশেষ নজির এটি।

গতকাল শনিবার পাস হওয়া আইনটির একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে। এতে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বানের হাত থেকে ইরাকি সমাজকে রক্ষা করা এ আইন পাসের উদ্দেশ্য।

ইরাকের পার্লামেন্টে বৃহত্তম জোটের অংশ হিসেবে রক্ষণশীল শিয়া মুসলিম দলগুলোর পৃষ্ঠপোষকতায় নতুন এই আইন পাস করা হয়েছে।

আইনে বলা হয়েছে, যৌনবৃত্তি ও সমলিঙ্গের সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন কর্মকাণ্ডে জড়ালে ১০ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি যৌনবৃত্তি ও সমকামিতা প্রচারের জন্যও কমপক্ষে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

নতুন এ আইনের খসড়ায় সমকামিতায় জড়ানোর জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর বিরোধিতা করে। পরবর্তী সময় মৃত্যুদণ্ডের বিধান বদলে ফেলে সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে অধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এলজিবিটিকিউদের অধিকারবিষয়ক প্রোগ্রামের উপপরিচালক রাশা ইউনেস রয়টার্সকে বলেন, নতুন এ আইন ইরাকের এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের নজির এবং মৌলিক মানবাধিকারের ওপর গুরুতর আঘাত।

বর্তমান বিশ্বে ৬০টির বেশি দেশে সমকামিতাকে আইনত অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে আওয়ার ওয়ার্ল্ড। সংগঠনটির হিসাবে, ১৩০টির বেশি দেশে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক বৈধ।

 

আবারও বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আবারও পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা-৫(৬) অনুযায়ী, আগামী ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে চুক্তির আলোকে নির্ধারিত হবে।

গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

সারসংক্ষেপে বলা হয়েছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বয়স আগামী ১৬ মে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন হবে। অর্থাৎ তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হতে ৪ বছরের বেশি সময় বাকি আছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগের যোগ্য। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী, আগামী ১৭ মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য আরও একটি মেয়াদে বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।
৪ এপ্রিল প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ অর্থ মন্ত্রণালয় শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করল।

সর্বশেষ সংবাদ

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ইরাকে সমকামিতায় জড়ালেই ১৫ বছরের জেল
আবারও বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত
কোরবানির জন্য গরু আমদানি করবে না সরকার
আবু ধাবিতে উদ্বোধন হচ্ছে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গির্জা
পাপ লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার : রিজভী
রিকশাচালকদের মাঝে ডিএনসিসির ৩৩ হাজার ছাতা বিতরণ
নির্বাচনী গণসংযোগে গিয়ে হিটস্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
ইরাকের টিকটক তারকাকে গুলি করে হত্যা
তীব্র গরমে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড
গোবিন্দগঞ্জে চোরাবালিতে আটকে পড়া কিশোরকে উদ্ধার
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে নাচানাচি, ভিডিও ভাইরাল
টাঙ্গাইলে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকে নারীর মৃত্যু
৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব, কে এই আর্জেন্টাইন নারী?
গোবিন্দগঞ্জে দুই বন্ধুকে সাথে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২