রবিবার, ১২ মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

১১ দিনেও মেলে না করোনার রিপোর্ট

মোহাম্মদ উকিলের বয়স ৬৫ বছর। চোখের চিকিৎসা করাতে গেছেন হাসপাতালে। চিকিৎসা এগিয়ে নেওয়ার একপর্যায়ে প্রয়োজন হয়েছে করোনা পরীক্ষার। কিন্তু ওই হাসপাতালে করোনা পরীক্ষা হয় না।

সাধ্যের মধ্যে করোনা পরীক্ষা করাতে তিনি গেলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি এই হাসপাতালে গত ১৭ আগস্ট করোনা পরীক্ষার ফি জমা দেন তিনি। এর ৬ দিন পর ২৩ আগস্ট পরীক্ষার জন্য নমুনা দেওয়ার ডাক পান তিনি এবং ওই দিনই নমুনা দিয়ে আসেন। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টা পর রিপোর্ট নেওয়ার জন্য ফর্মে দেওয়া তার মোবাইল নাম্বারে বার্তা যাওয়ার কথা।

রিপোর্ট গ্রহণের জন্য যথাসময়ে তার মোবাইল ফোনে বার্তাও যায়। বার্তা পেয়ে তিনি রিপোর্ট নেওয়ার জন্য হাসপাতালের নিচতলায় নির্ধারিত কাউন্টারে যান। কিন্তু কাউন্টার থেকে তাকে বলা হয়, এখনো রিপোর্ট আসেনি। এরপর তিনি হাসপাতালের যে জায়গায় নমুনা দিয়েছিলেন সেখানে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় সংশ্লিষ্ট আরেকটি কক্ষে। সেখান থেকে আবার তাকে পাঠানো হয় নমুনা সংগ্রহ কক্ষে।

রিপোর্ট সংগ্রহের জন্য মোহাম্মদ উকিল প্রতিদিনই এভাবে ধরনা দিয়ে আসছিলেন সোহরাওয়ার্দী হাসপাতালে। সর্বশেষ রবিবারও (২৮ আগস্ট) করোনার রিপোর্ট না পেয়ে ফিরে যাচ্ছিলেন তিনি। তখন কথা হয় ঢাকাপ্রকাশ-এর সঙ্গে।

এসময় তিনি বলেন, ১৫ দিন ধরে করোনা টেস্টের জন্য ঘুরছি। গত বুধবারের আগের বুধবার (১৭ আগস্ট) টেস্টের টাকা জমা দেওয়ার সুযোগ পেলাম। এরপর স্যাম্পল দেওয়ার জন্য গত মঙ্গলবার (২৩ আগস্ট) ডেট পেলাম। পরে রিপোর্ট নেওয়ার জন্য একদিন পর (২৫ আগস্ট) ম্যাসেজ পেলাম। ওই দিন থেকে রিপোর্টের জন্য ঘুরছি। এরা কেবল এখান থেকে সেখানে পাঠাচ্ছে। বলছে রিপোর্ট এখনো আসেনি। কিন্তু আমার তো রিপোর্ট নেওয়ার জন্য ম্যাসেজ আসছে। এদিকে আমার চোখের অবস্থা প্রতিদিন একটু একটু করে খারাপের দিকে যাচ্ছে। কিন্তু রিপোর্টের জন্য চিকিৎসাও এগোনো যাচ্ছে না। কী আর করা, এখন চলে যাচ্ছি। কালকে আবার আসব আরকি।

উকিল বলেন, ১৫ দিন ধরে এই রিপোর্টের জন্য ঘুরছি। টাকা জমা দিয়েছি, তাও ১১ দিন হয়ে গেল। এখনো রিপোর্ট পাইনি।

নমুনা সংগ্রহের জন্য নির্ধারিত স্থানের পাশে সিঁড়িতে দাঁড়িয়ে মোহাম্মদ উকিলের ভোগান্তির বক্তব্য ভিডিও ধারণ করার সময় এক যুবক এসে পাশে দাঁড়ান। তিনি উকিলের টাকা জমার রশিদটি হাত থেকে নিয়ে দেখেন। তারপর তাকে নিয়ে আবার রিপোর্ট ডেলিভারি দেওয়ার কাউন্টারে যান। এই প্রতিবেদকের পেশাগত পরিচয় জেনে তাকেও সঙ্গে যাওয়ার অনুরোধ করেন। যুবকের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে অন্য রোগীর সহযোগী বলে দাবি করেন। তবে তিনি তার নাম বলতে রাজি না হয়ে তার সঙ্গে যাওয়ার আহ্বান জানান।

কাউন্টারে গিয়ে ওই যুবক উকিলের কাছে জানতে চান যে, রিপোর্ট নেওয়ার জন্য তিনি মোবাইল ফোনে বার্তা পেয়েছেন কিনা। উকিল বললেন, হ্যাঁ আছে তো। কাউন্টারে কর্তব্যরতদের দিকে দেখিয়ে বললেন, স্যাররাও তো আমার এই ম্যাসেজ পড়েছেন। বলতে বলতে তিনি বার্তাটি যুবককে দেখান। যুবক বার্তাটি পড়েন। একপর্যায়ে কাউন্টারে থাকা ব্যক্তি যুবককে ‘ভাই’ সম্বোধন করে সব রিপোর্টের ফাইল তার দিকে এগিয়ে দেন। ওই যুবক ফাইল থেকে উকিলের রিপোর্টটি বের করে তাকে দিয়ে দেন।

এতদিন ঘুরে তিনি রিপোর্ট পাচ্ছিলেন না। কিন্তু এখন এক মুহূর্তে কীভাবে পাওয়া গেল? এই প্রশ্নের জবাবে যুবক এবং কাউন্টার থেকে ফাইল এগিয়ে দেওয়া ব্যক্তি প্রায় সমস্বরে বললেন, তার রিপোর্টটি মাত্রই এসেছে।

তবে উকিলের হাতে পাওয়া রিপোর্টে লেখা আছে, রিপোর্টটি প্রস্তুত হয়েছে নির্ধারিত ২৫ আগস্টেই। তা ছাড়া রিপোর্টে প্রিন্ট ডেটও লেখা আছে ২৫ আগস্ট।

হাসপাতালের নিচতলায় রিপোর্ট ডেলিভারির নির্ধারিত স্থানে কিছু সময় দাঁড়িয়ে আরও কয়েকজন ভুক্তভোগীকে এমন অভিযোগ করতে দেখা গেছে। কিন্তু ভোগান্তি আরও বাড়ার শঙ্কায় তারা কেউ উদ্ধৃত হতে রাজি হননি।

তবে রিপোর্টের জন্য দিনের পর দিন ঘোরার অভিজ্ঞতা থেকে তারা বলছেন, রোগী বা তাদের লোকজন হন্যে হয়ে একসময় যেন বাড়তি টাকা-পয়সা দিয়ে রিপোর্ট পাওয়ার চেষ্টা করে, সেজন্যে রিপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত থাকলেও ইচ্ছে করেই তারা তা দেন না। এখানে একটি দালাল চক্র আছে। তারা ভুক্তভোগীদের ফুসলিয়ে বাড়তি টাকা আদায়ের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করে রাখে।

দালাল প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, অবশ্যই হাসপাতালে দালাল আছে। দালাল তো সারাক্ষণ হাঁটতেই থাকে। আমরা ব্যবস্থা নেই। আপনারা দালাল চিহ্নিত করে দেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। জিরো টলারেন্সের ব্যাপার।

তিনি আরও বলেন, করোনার রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট অনেকের পেতে দেরি হতে পারে। এর কারণ হচ্ছে অনেকে বুঝে না কখন তাদের রিপোর্ট হয়েছে। অনেক সময় রোগীরা করোনা রিপোর্ট নিতে আসার সময় তার মোবাইলে যাওয়া এসএমএস দেখাতে পারে না। তারা এসএমএস ডিলিট করে দেয়, হয়তো তার ক্ষেত্রে এমনটি হয়েছে।

এমএ/এসজি

Header Ad

রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রাতভর উত্তেজনার পর শান্ত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। অবশেষে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় পুলিশ সোহরাওয়ার্দী হলে অভিযান পরিচালনা করে। তবে সেখান থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে দাবি করেছেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধক্ষ্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, আমরা হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হলে প্রবেশ করেছিলাম। আমরা চেষ্টা করেছি সবার রুমে তল্লাশি করার। এছাড়াও আমরা যে রুমগুলোতে সন্দেহ করেছিলাম অস্ত্র থাকতে পারে সেগুলোতে তল্লাশি করি কিন্তু কোনো অস্ত্র পাইনি। ভাঙা ইট বা চেয়ারের ভাঙা হাতল পেয়েছি। কিছু শিক্ষার্থীর রুমে তালা লাগানো ছিল, আমরা ধারণা করছি তারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ডাইনিংয়ের ছাদ দিয়ে তারা হল ত্যাগ করেছে। হলে বর্তমানে কোনো বহিরাগত নেই। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজ রাতে হলেই অবস্থান করব।

এদিকে পরিস্থিতি পরবর্তীতে যেন খারাপ না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করছি। যদি মনে হয় পরিস্থিতি আবারও খারাপ হতে পারে তাহলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এমন ঘটনা দুঃখজনক। দুই গ্রুপের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। আমরা চেষ্টা করেছি বিষয়টি সমাধান করার। আমরা দুই পক্ষেরই সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলার বিষয়ে সব সময় সতর্ক। তারপরেও একটা দুর্ঘটনা ঘটেছে। কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে, লাঠি বা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া হয়েছে। তবে হলের মধ্যে যখন আমরা গেলাম তখন এ ধরনের কোনো নমুনা পাইনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পরবর্তীতে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেব। অভিযোগটি যে কেউ করতে পারে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রদের জন্য যেটা ভালো হয় সেটা করব।

এ বিষয়ে মতিহার থানার ডিসি মধুসূদন রায় বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন স্বাভাবিক এবং পড়াশোনার পরিবেশ বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করি। বিশ্ববিদ্যালয়ে পুলিশ চাইলেই সহজে হস্তক্ষেপ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সর্বদা প্রস্তুত। আজকের ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

ফাইল ছবি

আজ (রোববার, ১২ মে) ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

ফল জানা যাবে যেভাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটি মিলবে যে কয়দিন

ছবি: সংগৃহীত

আসছে ঈদুল আজহা। ঈদ কাছে আসার সঙ্গে সঙ্গে চাকরিজীবীদের প্রায় সবাই ছুটি কবে থেকে শুরু, সেই হিসাব-নিকাশও করতে থাকেন। চলতি বছরের ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এ হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। দিনের হিসাবে যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে। তবে এর মধ্যে আরবি মাস জিলকদ বা জিলহজের কোনো একটি বা দুটিই যদি ২৯ দিনের হয়, তাহলে ৭০ দিনের কম সময়ের মধ্যেও (৬৯/৬৮ দিন) কুরবানির ঈদ হতে পারে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, জুন মাসের ১৬ তারিখে দেশটিতে কুরবানির ঈদ উদযাপিত হতে পারে। বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কুরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে বাংলাদেশে কুরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

সর্বশেষ সংবাদ

রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রাতভর উত্তেজনার পর শান্ত
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন
ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটি মিলবে যে কয়দিন
স্বর্ণের দাম আরও বাড়ল
আফগানিস্তানে আকস্মিক বন্যা, একদিনে দুই শতাধিক মৃত্যু
রংপুর মেডিকেলের আইসিইউ ইউনিটে আগুন
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল
পতঞ্জলি নিয়ে বিপাকে পড়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব
রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের ‍পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা আগামীকাল
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'অড সিগনেচার'-এর পিয়াল
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষ বৈধ করতে যাচ্ছে পাকিস্তান!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ‘বিসিএস প্রস্তুতি’ বন্ধ হচ্ছে
বিদেশিদের এনআইডি করতে লাগবে না দ্বৈত নাগরিকত্ব সনদ
চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে প্রাণ গেল ২ কৃষকের
ফিলিস্তিনকে স্বীকৃতি, জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ক্ষুব্ধ ইসরায়েলি রাষ্ট্রদূত
স্প্যান বসানো শেষ, ডিসেম্বরে বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন
পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের অবরোধ
ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে ১০ জুন: রেলমন্ত্রী
২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ এখন বাংলাদেশের জলসীমায়