সোমবার, ৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার পদবি নয়: এনডিএফ

প্রতীকী ছবি

এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি চলমান আদালত সংশ্লিষ্ট সব রিটকে আইন ও জনস্বাস্থ্যবিরোধী উল্লেখ করে আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তির দাবি জানিয়েছে এবং ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন বন্ধের আহ্বান জানিয়েছে।

একইসাথে চিকিৎসকদের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তা বাস্তবায়নের জন্য আন্দোলনের অংশ হিসেবে পাশে থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার (৯ মার্চ) রাজধানী ঢাকা সিটির বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনডিএফের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা। ছবি: সংগগৃহীত

এনডিএফের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ সময় বলেন, স্বাস্থ্য খাতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে এবং এই অস্থিরতা দেশের সার্বিক পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, দেশের চিকিৎসকরা এই পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালন করতে প্রস্তুত এবং কোনভাবেই স্বৈরাচারের চক্রান্ত বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।

ডা. মাহমুদ হোসেন আরও বলেন, এনডিএফ সবসময় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধান চায় এবং কখনোই আইনসঙ্গতভাবে আন্দোলন করতে পিছপা হয়নি।

এনডিএফের পাঁচ দফা দাবি প্রসঙ্গে ডা. মাহমুদ হোসেন জানান, তাদের সংগঠন চান, যে কোনো পরিস্থিতিতে এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ নিজেদের ডাক্তার পরিচয় দিতে পারবে না এবং এক্ষেত্রে কোনো বিভ্রান্তিকর পদবি প্রচলন করা যাবে না।

ডা. জাবির হোসেন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি, জানান, ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে উত্তীর্ণদের ওপর কড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের কার্যক্রমের সুষ্ঠু সংস্কার প্রয়োজন।

এ সময় চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. এমবিবিএস বা বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার নিষিদ্ধ করা এবং এই বিষয়ক চলমান রিট দ্রুত নিষ্পত্তি করা।
২. ‘রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’—এই মর্মে প্রজ্ঞাপন জারি করা।
৩. ম্যাটস কোর্সের মান উন্নয়ন ও প্রশিক্ষণ স্কুলগুলোর অনিয়ম বন্ধ করা।
৪. চিকিৎসকদের শূন্যপদ পূরণ ও বিসিএস বয়সসীমা ৩৪ বছর করা।
৫. চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করা।

Header Ad
Header Ad

প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র

শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : ঢাকাপ্রকাশ

জ্ঞান বিতরণের পবিত্রতম স্থানে, যেখানে একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে—সেই বিদ্যালয়ে নেমে এসেছে নৈতিকতার সংকট। বগুড়ার আদমদীঘিতে কৈকুড়ী রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ক্লাসে মোবাইল ব্যবহার নিষেধ করায় হৃদয় নামের এক দশম শ্রেণির ছাত্রের মারধরে মারাত্মকভাবে আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে গত ৩০ এপ্রিল সন্ধ্যায়, যখন আতিয়ার রহমান তার নিজস্ব মাছের পুকুরে খাবার দিতে যান। সেখানেই হৃদয়, তার মায়ের উপস্থিতিতে, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাঁর মুখমণ্ডলে গুরুতর জখম করে।

আহত শিক্ষক আতিয়ার রহমান বলেন, ‘দশম শ্রেণীর বাংলা ক্লাসে হৃদয়কে মোবাইল ফোন ব্যবহার নিষেধ করার পর সে ক্ষিপ্ত হয়ে আমার অফিসে এসে হুমকি দিয়ে চলে যায়। এরপর সকল শিক্ষকদের নিয়ে হৃদয়ের আচরন এবং কর্মকান্ডের বিষয় অবগত করতে একটি মিটিং করি। সেখানে হৃদয়ের ফুপু অর্থাৎ শিক্ষক দুলালী খাতুনও উপস্থিত ছিলেন। সম্ভবত তিনি বিষয়টি বাড়িতে গিয়ে জানিয়েছেন। এরপর গত ৩০ এপ্রিল সন্ধ্যায় হৃদয়ের বাড়ির পাশে আমার মাছ চাষের পুকুরে খাবার দিতে গেলে তার মায়ের সামনেই এলোপাতারীভাবে আমাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। স্থানিয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন। পরের দিন আমার স্ত্রী আম্বিয়া আক্তার বাদী হয়ে হৃদয়, তার বাবা-মা ও ফুপুর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।’

 

শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : ঢাকাপ্রকাশ

এই ঘটনায় ৫ মে (সোমবার) সকাল ১১টায় শত শত শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন। মানববন্ধনে তাঁরা বলেন, হৃদয় অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছিল। তার উশৃঙ্খল আচরন, মাদক সেবন, ইভটিজিং এবং মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রধান শিক্ষক আতিয়ার রহমান ক্লাসে তাকে উপদেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে হৃদয়। এরপর তার ফুপু একই স্কুলের শিক্ষক দুলালী খাতুনের প্ররোচনায় প্রধান শিক্ষককে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি (খাঁটা) দিয়ে মারপিট করে মুখের ঠোঁট ও নাকে মারাত্মক জখম করে। মানববন্ধন শেষে ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : ঢাকাপ্রকাশ

শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ, তিলোচ শিববাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, কৈকুড়ী রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও নূরুল ইসলাম ।

এই ঘটনা সম্পর্কে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, মামলার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে ।

Header Ad
Header Ad

১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (৫ এপ্রিল) একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির পটভূমিতে নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো।

এপির প্রতিবেদন অনুসারে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় টিভিতে 'কাসেম বাসির' নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেখানো হয়।

এ সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ক্ষেপণাস্ত্রটিতে প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করার জন্য এবং সহজেই অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার জন্য 'নির্দেশনা ও চালচলন' উভয় প্রযুক্তিরই উন্নতি করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি সর্বশেষ পরীক্ষা করা হয়েছিল ১৭ এপ্রিল। রাষ্ট্রীয় টিভিতে ক্ষেপণাস্ত্রটিকে কমপক্ষে ১২০০ কিলোমিটার পাল্লার বলে বর্ণনা দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু সনাক্ত করতে এবং আঘাত করতে পারে।

গত ১ মে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স-পোস্টে ইয়েমেনে হুতিদের প্রতি ইরানের সমর্থন সম্পর্কে সতর্ক করেছিলেন। প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যুদ্ধ শুরু করে, তাহলে ইরান শত্রুদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীতে 'যেখানেই এবং যখনই প্রয়োজন হবে' আঘাত করবে।

প্রতিবেশী আরব দেশগুলোর প্রতি ইঙ্গিত করে নাসিরজাদেহ বলেন, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে কোনো আক্রমণের ক্ষেত্রে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে।

ইসরায়েলের ওপর ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে নাসিরজাদেহ বলেন, ইয়েমেন একটি স্বাধীন জাতি, যারা নিজস্ব সিদ্ধান্ত নেয়। সেখানকার সংঘাতের সঙ্গে ইরানকে জড়িত করার মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন তিনি।

 

Header Ad
Header Ad

মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনভোগান্তি কমাতে মঙ্গলবার (৬ মে) ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। ওইদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত টোল পরিশোধ করে অন্যান্য যানবাহনের মতো এ দুই ধরনের যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএমপির অনুরোধে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়, তবে শর্তসাপেক্ষে। যানবাহনগুলোকে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করতে হবে। এসব নিয়ম না মানলে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত গতি ও লেন পরিবর্তন ঠেকাতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, লন্ডনে চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন খালেদা জিয়া। তার আগমনের দিন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং নেতাকর্মীদের জন্য কিছু নির্দেশনাও জারি করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান
মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বিরামপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
ফেনীতে নারীর নাকে খত দেওয়ানো কাণ্ডে বিএনপি নেতা দেলুকে দল থেকে অব্যাহতি
এ বছর নজরুল পুরস্কার পাচ্ছেন যে ৪ গুণীজন
রাজধানীতে অটোরিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে দুদকের ২ মামলা
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে  কিশোরের মৃত্যু
পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯, আহত ৬০’র বেশি
স্কাইপ যুগের সমাপ্তি, বন্ধ আজ থেকেই
ইতালির শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন দুয়ার, সই হচ্ছে সমঝোতা স্মারক
আইপিএল বিস্ময় বৈভবকে প্রশংসায় ভাসালেন মোদি (ভিডিও)
লাইসেন্স ছাড়াই চলছে এক হাজারেরও বেশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান: সংস্কার কমিশন
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২১ মে থেকে, চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন ও পশুবাহী ট্রেন
কাশ্মীর ইস্যুতে উত্তেজনায় মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তান প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডকে হেসেখেলে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ
সাগরের মাঝে অবস্থিত কুখ্যাত সেই কারাগার ফের চালু করার নির্দেশ ট্রাম্পের