আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থি ইহুদিদের হামলা

ছবি: সংগৃহীত
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থি ইহুদিরা। সোমবার (২৬ মে) ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে ইসরায়েলি উগ্র জাতীয়তাবাদীরা এ হামলা চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, দুপুরের পরপরই ইহুদি মিছিলকারীরা মুসলিম অধ্যুষিত পুরাতন শহরের দোকানপাট ও পথচারীদের লক্ষ্য করে সহিংস আচরণ শুরু করে। মিছিলে তারা ‘আরবদের মৃত্যু হোক’ ও ‘তোমাদের গ্রাম জ্বলে যাক’—এমন ঘৃণামূলক স্লোগান দেয়।

মিছিলে অংশ নেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ সরকারের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এসময় তারা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (UNRWA) এর একটি কার্যালয়েও ঢুকে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ শুরু করে। এই শহরটিকে ইসরায়েল রাজধানী দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিরাও পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।
জেরুজালেম দিবস উপলক্ষে প্রতি বছর ২৬ মে ইসরায়েলি উগ্রবাদীরা এই ধরনের মিছিল ও ‘প্যারেড’ আয়োজন করে থাকে, যা নিয়মিতভাবে সহিংসতায় রূপ নেয়।
এই ঘটনার ফলে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পূর্ব জেরুজালেম ও আশপাশের এলাকায়। অনেকেই আশঙ্কা করছেন, এর জেরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
মানবাধিকার সংস্থাগুলো ও মধ্যপ্রাচ্য বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলি সরকার মদতপুষ্ট এসব উগ্রপন্থি কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং ফিলিস্তিনিদের অধিকার ও নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
