ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী

ছবি: সংগৃহীত
আকাশপথের সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ছয়-শূন্য ব্যবধানে জয়লাভের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সিনিয়র এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এ দাবি করেন। তিনি জানান, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানি বাহিনী ভারতের একাধিক সামরিক স্থাপনা এবং 'সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র' ধ্বংস করেছে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।
এক সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব বলেন, "ভারতীয় আগ্রাসনের জবাবে পিএএফ অত্যন্ত কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আকাশপথে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে।"
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)–এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফও এই বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে চলমান সংঘর্ষে পাকিস্তান তার সামরিক সক্ষমতার মাত্র একাংশ ব্যবহার করেছে, আর অধিকাংশ শক্তি ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
তবে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে তিনি সতর্ক অবস্থানও তুলে ধরেন। তার ভাষায়, “পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ লাগা নিছক বোকামি হবে। যুদ্ধের মাধ্যমে সমাধান সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের পক্ষ থেকে কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করা হয়নি। বরং ভারতই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। আমরা এখনো নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলছি, তবে প্রতিপক্ষ তা ভাঙলে আমরা জবাব দিতেও প্রস্তুত।”
এই বিবৃতিগুলো এমন সময় এসেছে, যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন করে বাড়ছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির প্রদর্শন এবং কূটনৈতিক উত্তেজনার এই মিশ্র প্রেক্ষাপট দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
