মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘একটা ভালো নির্বাচন দেশের মর্যাদা বাড়াবে’

একটা ভালো নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ঢাকাপ্রকাশ-কে দেওয়া একান্ত সাৎক্ষাতকারে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা মনে প্রাণে চান আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। এজন্য তিনি সুশীল সমাজ, সাংবাদিক ও বিশিষ্টজনদের এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

ঢাকাপ্রকাশ: বিএনপি ঘোষণা দিয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবে না? বিএনপি ছাড়া কি নির্বাচন হবে?

ড. আব্দুর রাজ্জাক: আমরা বার বারই একটা কথা বলছি, আমরা কোন সময়ই বলি না বিএনপি কোন ছোট রাজনৈতিক দল। তাদের কোনো গুরুত্ব নাই, অবশ্যই জাতীয় রাজনীতিতে তাদের একটা গুরুত্ব রয়েছে। যদিও তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষের দলগুলো, যারা প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করে। অনেক বিষয়েই তারা এক সঙ্গে কাজ করে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। জাতীয় পর্যায়ে তাদের অনেক গুরুত্ব আছে। রাজনৈতিক আদর্শ যাই হোক। একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে তাদের অংশগ্রহণ অবশ্যই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যে, আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হয়; সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা।

ঢাকাপ্রকাশ: তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে কোনো কাজ করছে সরকার?

ড. আব্দুর রাজ্জাক: না। তত্ত্বাবধায়ক সরকার হবে না। তবে সেদিন দেখলাম মাহমুদুর রহমান মান্না বলেছে আসনের সুষম বন্টন হওয়া দরকার। আমার দৃঢ় বিশ্বাস যে তারা নির্বাচনে আসবে। আন্দোলন তারা করে যাবে। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব তাদের নির্বাচনে আনার জন্য।

এ ব্যাপারে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিকভাবে যারা প্রভাবশালী ব্যক্তি সবার সহযোগিতা চাই; যাতে দেশে সকলের জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়। দেখা যাক, পরিবেশ সৃষ্টি হবে। নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে কাজ করবে।

ঢাকাপ্রকাশ: জাতীয় পার্টির মহাসচিব সম্প্রতি বক্তব্যে দিয়েছেন কাজটা কিন্তু রাতে হয়। এই বক্তব্য সরকারের জন্য বিব্রতকর কি না?

ড. আব্দুর রাজ্জাক: সেটা তো খুবই দুঃখজনক। সেটা প্রত্যাশিত না। সে কি প্রেক্ষিতে সেটা বলেছে তার বিষয়। আমার নির্বাচনী এলাকায় সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে আমি মনে করি সবারই শুভ বুদ্ধির উদয় হবে।

ঢাকাপ্রকাশ: বিএনপি তো নির্দলীয় সরকার চায়। সেই বিষয়ে কি সরকার...

ড. আব্দুর রাজ্জাক: পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই। নির্বাচনকালীন সরকার আসবে না, কোনো ক্রমেই এটা হবে না। যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারই রুটিন কাজ করার দায়িত্বে থাকে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়া আছে। তারা যদি সেটা ব্যবহার করে, যেমন ভারতে করে, ওই রকম যদি তারা করে বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা। সংবিধানের ১২৬ ধারায় স্পষ্ট লেখা আছে প্রভাব মুক্ত সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব ইসিকে দেওয়া আছে। এক্সিকিউটিভ প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা, এমপিরা এক্সিকিউটিভ না। কিন্তু সরকার একদম আইজিপি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য পর্যন্ত সবার উপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকবে।

নির্বাচন কমিশন যদি শক্ত হয় এবং সেইভাবে প্রতিশ্রুতি দেয়, একটা আবহাওয়া সৃষ্টি করতে পারে তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। সুশীল সমাজ, সাংবাদিক তাদের অনুরোধ করব তারাও যেন বিএনপিকে বুঝান নির্বাচনে আসার জন্য। আমি মনে করি একটা ভালো নির্বাচন করতে পারলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। দেশের উন্নয়নেও এটা সহায়ক।

ঢাকাপ্রকাশ: বর্তমান পরিস্থিতি কীভাবে দেখছেন?

ড. আব্দুর রাজ্জাক: ইউক্রেনের যুদ্ধটা বোঝা যাচ্ছে না। এই যুদ্ধের প্রভাব তো ব্যাপক। আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি শেষ হবে। একটা কিছু হবে, একটা সমঝোতা হবে। সেটা তো হচ্ছে না, আরও উত্তেজনা বাড়ছে। দুই পক্ষ অনেক উত্তেজনামূলক কথা বলছে। নতুন উপাদান তাইওয়ান যুদ্ধ। দূরত্ব আরও বাড়ছে। সমস্যা তো হবেই কিছু। সার, তেলের দাম দুইগুণ চার গুণ বাড়বে এর প্রভাব তো দেশেও পড়বে।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি ক্রোক, ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে আদালত। তার নামে থাকা ২৮ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে তার নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সংস্থার সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, "আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।"

সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি বলে মনে করছে দুদক।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে।

সরকারের পতনের পর গত ৬ আগস্ট দেশত্যাগের চেষ্টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

দুদকের এই পদক্ষেপের ফলে পলকের স্ত্রী আরিফা জেসমিনের সম্পদ ও আর্থিক লেনদেন কঠোর নজরদারির আওতায় এসেছে।

Header Ad
Header Ad

সানীর অকাল মৃত্যুতে নাটকের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন

সদ্য প্রয়াত অভিনেতা শাহবাজ সানী। ছবিঃ সংগৃহীত

তরুণ অভিনেতা শাহবাজ সানীর হঠাৎ এই মৃত্যু কেউ মানতে পারছেন না। কারণ তার ঘনিষ্ঠরা দাবি করছেন একেবারেই সুস্থ ছিলেন অভিনেতা। তার মৃত্যুর পর অনেকে প্রশ্ন তুলছেন নাটকের সিন্ডিকেট নিয়ে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা শাহবাজ সানী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় সানীর মরদেহ। বাদ জোহর জানাজা শেষে অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছেন নাট্য পরিচালক মাসরিকুল আলম।

শাহবাজ সানীর মৃত্যুর পর ঘনিষ্ঠরা প্রশ্ন তুলেছেন নাটকের সিন্ডিকেট নিয়ে। জানিয়েছেন সানী সিন্ডিকেটের শিকার। কাজ করার তুমুল ইচ্ছা থাকলেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না। বাদও পড়ছিলেন কাজ থেকে। কাজ নিয়ে অভিমান ছিল তার। 

নির্মাতা ইমরান রবিন সানীর প্রয়াণে অভিমান করে লিখেছেন, সানীর অকাল মৃত্যু আবারও প্রমাণ করল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কী হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে...সময় তো অল্প।

পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, মানুষ মারা গেলে কদর বেড়ে যায়।’ একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, ‘মানুষ মারা গেলে ভালোবাসা উথলাইয়া পড়ে। বেঁচে থাকতে খবর লয় না।

পরিচালক ইমরান রবিন আরও বলেন, এই সময়ে চরিত্র অভিনেতাই নয়, পরিচালকসহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করছে। এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশির ভাগ শিল্পী। এখন সবাই সানীর প্রশংসা করছে, বলছে ভালো অভিনেতা ছিল। সানী চাইত সবার সঙ্গেই কাজ করতে। কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে। তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত, তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকত। 

‘জামাইয়ের মাথা গরম’ নাটকটিতে প্রধান চরিত্রে কাজ করেন সানী। এ চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার ও চ্যানেলটি নাট্য নির্মাতা প্রিন্স রোমান।

প্রিন্স রোমান এক সংবাদ মাধ্যমকে বলেন, দিয়াবাড়ির উত্তরা উত্তরের মেট্রোরেল স্টেশনের পাশে আমরা তিনটা নাটক নিয়ে কথা বলছিলাম সানীর সঙ্গে। তখন রাত সোয়া ১০টা বাজে। এর মধ্যে হঠাৎ সানী প্রচণ্ড কাশতে থাকে। পাশাপাশি ঠান্ডায় সর্দি ছিল। কাশি বেশি হলে সে একসময় আমাদের কাছ থেকে উঠে পাশে যায়। তখনো কাশছিল। সে সময়েই হঠাৎ দেখি, সে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।

চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার সংবাদ মাধ্যমকে জানান, সানী ভালো অভিনেতা ছিল, কিন্তু কেউই তাকে প্রধান চরিত্রে সুযোগ দেয়নি। সে নাট্যাঙ্গনে পলিটিকসের শিকার। তাকে সাপোর্ট দিতেই আমরা একটার পর আরও তিনটা নাটকের নিয়ে কাল কথা বলছিলাম। সেই মিটিংই যে সানীর জীবনের শেষ মিটিং হবে, সেটা আমাদের কষ্ট দিয়েছে।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।

Header Ad
Header Ad

প্রজ্ঞাপন জারি করে অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

ছবি: সংগৃহীত

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাগরিকদের জন্য সহজ ও ঝামেলাহীন পাসপোর্ট ব্যবস্থা নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে।

এছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের (BRC) তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের তথ্যের সঙ্গে নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জন্ম স্থানের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য অনুযায়ী পাসপোর্ট ইস্যু করা হবে।

এই নতুন সিদ্ধান্তের ফলে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাগরিকরা এখন আগের মতো পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘ অপেক্ষার বিড়ম্বনা ছাড়াই পাসপোর্ট পেতে পারবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি ক্রোক, ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা
সানীর অকাল মৃত্যুতে নাটকের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন
প্রজ্ঞাপন জারি করে অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল
ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে সাধারণ শিক্ষার্থী-ছাত্রদল সংঘর্ষ চলছে, আহত অন্তত ১০
আজহারুলের মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার, যা জানা গেল
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ
ইউক্রেনকে বাদ দিয়ে রিয়াদে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক
ফেসবুকে হরতাল ডেকে কোথাও নেই আওয়ামী লীগ! (ভিডিও)
ইডেনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী বৈশাখি আটক
খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: বিএনপি নেতা লালু
আইনি প্রক্রিয়া মেনেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছিল: উপদেষ্টা
বিয়ে ছাড়াই ২৩ বছর বয়সে মা হয়েছেন শ্রীলীলা!
৭ মাসের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১০ বছর, অবশেষে গ্রেপ্তার
রিয়াল-আতলেতিকোকে হটিয়ে আবারও শীর্ষে বার্সেলোনা
শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
ভালোবাসা দিবসে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনা, নারী সাংবাদিকের মৃত্যু
বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাই পাবেন নন-ক্যাডার পদ!
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘নির্দিষ্ট সরকারকেন্দ্রিক’ হওয়া উচিত নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে