সোমবার, ৬ মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

কবি কামাল চৌধুরীর তিনটি কবিতা

বিজয় দিবস

আত্মসমর্পণের আগে যে কলমে নি:শেষিত কালি

তার নাম চূড়ান্ত পরাজয় ।

 

এই দৃশ্য সাধারণ নয় । কেননা এই দৃশ্যে

স্বাধীনতাকামী মানুষের সাথে পাখিরাও জয়োল্লাস করে

কেননা যে গুলিতে লক্ষ লক্ষ প্রাণ ঝরে যায়

সেখানে রক্তজবার রঙে লেখা হয় ঘৃণা ও উল্লাস ।

 

কেননা আমরা আজ নির্বাসন থেকে ফিরে আসা

গগনবিদারী শ্লোগান

আমরাও যুদ্ধের শেষে হয়ে গেছি সার্বভৌম পাখির পালক

আমরাও রক্তগঙ্গায় ভেসে থাকা নিজভূমে

পরবাসী স্বজনের লাশ

আমাদের দারুণ ক্রোধে ফিরে আসছে

গিন্সবার্গের  শরণার্থী কবিতা ।

 

আমরা বদ্বীপের  লোক

আমরা ভাত ও মাছের স্বপ্নে বেঁচে থাকি

আমরা মুজিবের লোক

আমাদের বারুদগন্ধ মিশে আছে পতাকার রঙে

ত্যাগ ও মহিমাভাষায়-

 

যে যুদ্ধ ভালোবাসার

সেখানে পরাজয় নেই

সেখানে বিজয়ী জাতির রক্তে প্রতিদিন ভোর আসে

প্রতিদিন সূর্যোদয়ে

আত্মসমর্পণ করে হানাদার।

 

নিয়াজি যখন আত্মসমর্পণ লিখছে

গণহত্যার হাতে নিয়জি যখন আত্মসমর্পণ লিখছে

তখন অনুভব করা যাচ্ছিল তার কম্পন

নিয়াজি তখন নিঃসঙ্গ ও বিধ্বস্ত

না কলম, না আগ্নেয়াস্ত্র, না মাতাল ইয়াহিয়া, না ভুট্টো

কেউ তার সঙ্গী নয়

 

অদূরে দাঁড়ানো হানাদার পাকিস্তানি সেনারা স্তব্ধবাক

তাদের চোখ নতমূখী, তাদের হন্তারক আঙুলও অসাড়

চতুর্দিকে টানটান উত্তেজনা

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় মুক্তিকামী জনতা

বীর মুক্তিযোদ্ধা ও যৌথ কমান্ডের সৈনিকেরা

শেষ দৃশ্যে নিয়াজি কলম তুলে নিল

কাঁপা হাতে লিখল চূড়ান্ত পরাজয় ।

 

এই দৃশ্যে রেসকোর্স মাঠে বদলে গেল বাংলার আকাশের রঙ

আমরা ফিরে আসলাম মৃতদের দেশ থেকে

দীর্ঘ পরবাস, রাতজাগা নির্বাসন শেষে,

কাঁধে সহযোদ্ধার লাশ, হাতে রাইফেল

মৃত্যুঞ্জয়ী উল্লাসে 'জয় বাংলা', 'জয় বাংলা' বলে

আমরা ফিরে আসলাম-

তখন রেসকোর্স মানে স্বাধীনতা

তখন রেসকোর্স মানে সার্বভৌম জাতির পতাকা

তখন রেসকোর্স মানে বিজয় উৎসব।

 

এই দৃশ্য আজ নদীস্রোতে, বহমান জলে লেখা

এই দৃশ্য লেখা আছে বর্ণমালার রঙে, লাল ফুলে

এই দৃশ্য শহীদ মিনার, এই দৃশ্য স্মৃতিসৌধ

এই দৃশ্য বধ্যভূমিতে স্বজনের স্মৃতিমুখ

এই দৃশ্য আমার সোনার বাংলা

এই দৃশ্য বজ্রকণ্ঠ, মুজিবের সাহসী তর্জনী

এই দৃশ্য চির উন্নত মম শির-

 

আমরা হারিনি। এই দৃশ্য বিজয়ী জাতির।

 

পতাকা

তোমাকে আমার পাঠশালা মনে হয়

যেখানে আমরা ধূলি, কাদামাটি শিখি

আলপথ থেকে শহীদ মিনারে এসে

বাংলা বানানে প্রিয় নীলাকাশ লিখি।

 

অ-আ-ক-খ স্মৃতি, বৃষ্টি ও ভাঁটফুলে

রাতে চাঁদ আসে; ডাক নাম ধরে ডাকে

ভাইবোন মিলে শীত তাড়াবার গানে

আগুন জ্বালিয়ে বুকের ভেতরে রাখে।

 

আমরা সবাই মাঠে জড়ো হই, মাঠে

হাতে চকখড়ি; মাটি ভেজা ইতিহাসে

বারুদের ঘ্রাণ, গণকবরের ছবি

ফুলের যুদ্ধ, লেখা থাকে সিলেবাসে।

 

তোমাকে আমার পাঠাশালা মনে হয়

দিবা পাঠক্রমে, নিশিকালে পাই মা-কে

প্রেম লিখি, ধান, রবি-গান, শ্যামা পাখি

বাংলা বানানে লিখে রাখি পতাকাকে।

Header Ad

হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এদিকে তীব্র এই গরমে হিট স্ট্রোকে সারাদেশে গত ১৫ দিনে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

এদিকে সোমবার (৬ মে) সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন হিট স্ট্রোক করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত ৩৪ জন হিট স্ট্রোক করেছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও দুজন নারী।

তবে হিট স্ট্রোকে মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ স্বাস্থ্য অধিদপ্তর ২২ এপ্রিল থেকে, অর্থাৎ তাপদাহ বয়ে যাওয়ার ২০ দিন পর থেকে এই তথ্য সংগ্রহ শুরু করেছে।

এবারই প্রথম স্বাস্থ্য অধিদপ্তর হিট স্ট্রোক সংক্রান্ত তথ্য প্রকাশ করছে। এর আগে ডেঙ্গু ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা। ছবি: সংগৃহীত

স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা। ছবি: সংগৃহীত

এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ’সহ ঢাবি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।

মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের সমাবেশ। ছবি: সংগৃহীত

সমাবেশে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

পদযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরাইল যে গণহত্যা চাচিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই।

টাইটানিকের সেই ক্যাপ্টেন বার্নার্ড হিল আর নেই

টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে বার্নার্ড হিল। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিক’র ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার।

এই কিংবদন্তির বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারে। টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয়ের জন্য বড় পরিচিত পান বার্নার্ড হিল।

বার্নার্ড হিল। ছবি: সংগৃহীত

বার্নার্ড হিলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বারবারা ডিকসন টুইট করেছেন। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বার্নার্ড হিলের মৃত্যুর খবর। আমরা জন পল জর্জ রিঙ্গো এবং বার্ট, উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে ১৯৭৪-১৯৭- এ একসঙ্গে কাজ করেছি। সত্যিই অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে পথ অতিক্রম করার সৌভাগ্য হয়েছিল।

টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে বার্নার্ড হিল। ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানতে পেরে শোক প্রকাশ করেছেন অনুরাগীরা। টাইটানিক ও দ্য লর্ড অফ দ্য রিংস-এ তার অভিনয়ের প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন সিনেমাপ্রেমীরা। অনেক ব্যবহারকারী ব্রিটিশ মিনি সিরিজ ‘বয়েজ ফ্রম দ্য ব্ল্যাকস্টাফ’-এ ইয়োসার হিউজের মতো একটি জটিল চরিত্রের চিত্রায়নের জন্য প্রশংসা করেছেন প্রয়াত অভিনেতার। দ্য লর্ড অফ দ্য রিংস-এ কিং থিওডেনের চরিত্রে দেখা গিয়েছিল বার্নার্ড-কে, যা ছিল বহুল চর্চিত।

দ্য লর্ড অফ দ্য রিংস সিনেমার একটি দৃশ্যে বার্নার্ড হিল। ছবি: সংগৃহীত

বার্নার্ড জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমায় ব্রিটিশ ক্যাপ্টেন ও নৌ কর্মকর্তা ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথের ভূমিকায় অভিনয় করেন। নৌকাডুবির সময় তার সেই শান্ত-সৌম্য চেহারা, এখনও ভুলতে পারেনি দর্শকরা। যেভাবে সবাইকে বাঁচিয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন সমুদ্র বুকে, তা ভোলার নয়।

বার্নার্ড একমাত্র অভিনেতা, যার একাধিক সিনেমা ১১টি একাডেমি পুরস্কার জিতেছিল।

সর্বশেষ সংবাদ

হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ
টাইটানিকের সেই ক্যাপ্টেন বার্নার্ড হিল আর নেই
সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা: টিআইবি
স্বামীর সঙ্গে ঝগড়া, ছেলেকে কুমির ভর্তি নদীতে ফেলে দিলেন মা!
অবৈধ দেশি-বিদেশি টিভি চ্যানেল বন্ধের কার্যক্রম শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি মারা গেছেন
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান
ফের পেছালো রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২
সারাদেশে ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু
হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত
অনুমতি ছাড়া গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট
ওবায়দুল কাদেরের ভাইসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
গ্রামে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ চুন্নুর
আটকে গেল এমপিওভুক্ত শিক্ষকদের বদলি
৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন