শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

তিন দফা দাবিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে ‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা।

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে দশটা থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে তার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এসময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন।

চিকিৎসকদের দাবিগুলো হলো- নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্যকেউ যেন ডাক্তার পদবী ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা। মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা। মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।

চিকিৎসকরা বলছেন, বিএমডিসি ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নিজেদের অস্তিত্ব ও অধিকারের লড়াই হিসেবে আজকের এই কর্মসূচিতে এসেছি। এখান থেকে আমাদের প্রতিনিধি দল বিএমডিসি যাবে এবং আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে।

কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল বলেন, আমরা শুরুতে বিএমডিসিতে জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু সেখানে ডিপ্লোমাধারীরাও পাল্টা কর্মসূচি দেয়। আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিকে ঘিরে অনেকেই আছেন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টাতে। দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের এই মুভমেন্টকে আওয়ামী লীগের ষড়যন্ত্র বানাতে চান কেউ কেউ। আমরা চাই চিকিৎসক ও ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ের আন্দোলনে এমন কোনও কালিমা না পাক যা ভবিষ্যতের পথগুলো বন্ধ করে দেয়।

তিনি বলেন, আশা করবো এই সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সকলেই দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। আমরা সকলের সহযোগীতা চাই।

Header Ad
Header Ad

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ফাইল ছবি

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনদাবি ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠকে ঠিক কোন ইস্যু নিয়ে আলোচনা হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, ছাত্রলীগ নিষিদ্ধকরণ এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে জনঅসন্তোষ ইত্যাদি বিষয়গুলো এ বৈঠকে প্রাধান্য পেতে পারে।

এদিকে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়ছে সেগুলো হলো: বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডসহ পার্শ্ববর্তী এলাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

অন্যদিকে, শুক্রবার (৯ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া ছাত্রলীগকে ইতোমধ্যে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে জনমনে তৈরি হওয়া ক্ষোভ সম্পর্কেও সরকার সচেতন বলে জানানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার।

Header Ad
Header Ad

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন। ছবি: ঢাকাপ্রকাশ

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদ্‌যাপিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫। শনিবার (১০ মে) দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাম মর্তুজা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি নুর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত পরিবেশ।

Header Ad
Header Ad

আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার ছায়া এবার ঘনিয়ে এসেছে ক্রিকেট অঙ্গনেও। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে। এবার একই পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের সিদ্ধান্ত আরও কঠোর—পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলার ঘটনা ঘটে, যার কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় ম্যাচটি স্থগিত করা হয়। একই কারণে বাতিল করা হয় আজকের ম্যাচটিও।

শুরুতে শোনা যাচ্ছিল, পিএসএলের বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। আলোচনাও এগিয়েছিল দুই দেশের বোর্ডের মধ্যে। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয় এবং আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসএল স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে জানানো হয়, “সীমান্তে (এলওসি) সাম্প্রতিক উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পিএসএলের সঙ্গে যুক্ত সকল খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, ব্রডকাস্টার, স্পন্সর ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পিসিবি জানিয়েছে, সংকট কাটলে দ্রুতই খেলা ফিরিয়ে আনার পরিকল্পনা থাকবে। বিদেশি খেলোয়াড়দের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আশ্বস্ত করেছে বোর্ড।

এদিকে পিএসএলে বাংলাদেশের হয়ে খেলছিলেন তরুণ দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও। নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের সবাইকে আজই দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
শাহবাগ ছাড়া অন্য কোথাও ‘ব্লকেড’ দিবেন না: হাসনাত আবদুল্লাহ
চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা
ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, পড়েছে নিজেদের রাজ্যেই
শাহবাগে বিক্ষোভে উত্তাল জনতা, খালেদা জিয়ার উপস্থিতি চায় ইনকিলাব মঞ্চ
১৭ বছর পর দেশে ফিরে মসজিদে জুমার নামাজ পড়লেন জোবাইদা রহমান
ভারতে ইউটিউবে বন্ধ যমুনা-বাংলাভিশনসহ ৪ বাংলাদেশি টিভি চ্যানেল
আটকের পরও যে ফোনে ছেড়ে দেওয়া হয় আবদুল হামিদকে
নওগাঁয় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা