রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাংলাদেশ-ভারত সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলাবাহিনী ও কৃষি অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেওয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কি ভাবে সমাধান করা যায়।

বোরো মৌসুমে সারের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি বলেন, ‘যদি কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভাগীয় প্রশাসনকে বলবো, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। যেসব ডিলার এর সঙ্গে জড়িত হবেন, আগামী মাস থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। কোনো অবস্থায়ই তাদের ছাড় দেওয়া হবে না। কৃষকদের আশ্বস্ত করতে চাই, তারা হচ্ছেন দেশের প্রাণ। তারা অবশ্যই সার পাবেন এবং ন্যায্যমূল্যেই পাবেন।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিদেশি মিডিয়াগুলো অনেক উল্টাপাল্টা খবর দিতো। কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া অপপ্রচার করতে পারছে না।’

এর আগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। মাদক বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এরপরেও এ ব্যাপারে কোনো ধরনের অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। ধর্মীয় বিষয়কে সামনে এনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন এক্ষেত্রে হয়রানির শিকার না হন, সেদিকে সতর্ক থাকতে হবে।

এসময় ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ৪০৩ ব্যাটল গ্রুপ কর্নেল মাহমুদ হাসান, সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ আশরাফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

ভারতের তামিলনাড়ুর শতবর্ষী ম্যাগাজিনে মোদির ব্যঙ্গচিত্র, ওয়েবসাইট ব্লক নিয়ে বিতর্ক

কার্টুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত-পায়ে শেকল বাঁধা অবস্থায় বসে থাকার চিত্র। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর শতবর্ষী ম্যাগাজিন ‘ভিকাতান’ (Vikatan) এক ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছে। ওই কার্টুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত-পায়ে শেকল বাঁধা অবস্থায় বসে থাকার চিত্র আঁকা হয়। ব্যঙ্গচিত্রটি প্রকাশের পর ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মোদি সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছেন বিরোধী দলগুলো।

১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ব্যঙ্গচিত্রটিতে দেখা যায়, ট্রাম্পের সামনে মোদির হাত-পায়ে শেকল বাঁধা অবস্থায় বসে আছেন। এটি মূলত আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানোর ঘটনার প্রতিবাদে আঁকা হয়েছিল। কিন্তু এর পরিবর্তে মোদির আমেরিকা সফরের দৃশ্যকে ব্যঙ্গ করে তুলে ধরা হয়।

কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই অভিযোগ করেন যে, এটি প্রধানমন্ত্রীর প্রতি চরম অবমাননাকর। তিনি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

এরপর থেকেই ‘ভিকাতান’ ম্যাগাজিনের ওয়েবসাইটটি আর খোলা যাচ্ছে না। এ বিষয়ে ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে, কেন ওয়েবসাইটটি ব্লক করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে এবং বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হবে।

ওয়েবসাইট বন্ধের ঘটনায় বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এমকে স্ট্যালিন এক টুইটবার্তায় বলেছেন, ‘শতবর্ষী ভিকাতানের ওয়েবসাইট ব্লক করে দেওয়া খুবই দুঃখজনক। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য অশুভ সংকেত। এটি বিজেপির ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ।’

ডিএমকে নেত্রী কানিমোঝি বলেন, ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা মানেই গণতন্ত্রের টুঁটি চেপে ধরা। শতবর্ষী ভিকাতানের ওয়েবসাইট বন্ধ করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি। আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকব এবং ওয়েবসাইট পুনরায় চালুর দাবি জানাচ্ছি।’

তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Header Ad
Header Ad

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সেন্টমার্টিন বিসিজি স্টেশনের সদস্যরা দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নীলাচল রিসোর্ট সংলগ্ন সমুদ্রসৈকতের জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Header Ad
Header Ad

শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে যা নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করছে।’

আজ রোববার নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন রিজভী।

 বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী।। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক।জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি মেনে নেবে না বলে জানান তিনি।

রিজভী আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। একমাত্র ভোটের মাধ্যমেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের তামিলনাড়ুর শতবর্ষী ম্যাগাজিনে মোদির ব্যঙ্গচিত্র, ওয়েবসাইট ব্লক নিয়ে বিতর্ক
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
আখেরি মোনাজাতে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা
পুলিশ নয় নাট্যকর্মীদের একটা অংশ উৎসবের বিরোধিতা করে: ফারুকী
পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ লাশ উদ্ধার  
সাকিব যেনো নিঃস্ব প্রাণ এক, একের পর এক হারাচ্ছেন সব
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার    
খরা মৌসুমে হঠাৎ ফুঁসে উঠেছে তিস্তা, শঙ্কায় কৃষকরা  
নয়াদিল্লিকে এফ-৩৫ দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ  
রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজিচালকদের বিক্ষোভ  
দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা
আজ তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান  
আ.লীগের শীর্ষ নেতারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন  
কুম্ভ মেলার ট্রেনে উঠতে গিয়ে দিল্লি স্টেশনে ১৮ জন নিহত
নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু
দেব চৌধুরীর নাম মুহাম্মদ চৌধুরী
তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা  
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি হাসনাতের