বুধবার, ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আমির খানের লুকে পলক, নেট দুনিয়ায় ট্রল

গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গনে দেখা গেলো পলককে। ছবি: সংগৃহীত

আমির খানের বিখ্যাত মুভি গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গনে দেখা গেলো পলককে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন জুনায়েদ আহমেদ পলক। গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। হাসিনা পালালেও সাথে নেননি পলককে। আগস্টের পর থেকে বিভিন্ন সময়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে আমির খানের গজনী লুকে পলক।

সামাজিক মাধ্যমে যা নিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মি নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আই ফোন সেভেনটি প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিজ নামের একজন তার হাতে হাতকড়া না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি এদের হাতে হাতকড়া নেই কেনো?

সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, তিনি আদালত প্রঙ্গনে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলকের এই কথায় হাসির ট্রলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া।

পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে। আর এতেও তাকে নিয়ে হাসি মসকরা করতে ভোলেননি নেটিজেনরা।

Header Ad
Header Ad

পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত, নিহত ১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান। এ হামলায় এক শিশু নিহত ও দুই নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, “এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত”। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, “ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।”

পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে মধ্যরাতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, “কিছু সময় আগে, কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবাহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বিমানবাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।”

এই সেনা কর্মকর্তা হুমকি দিয়েছেন, তারা সঠিক সময় বুঝে হামলার জবাব দেবেন।

Header Ad
Header Ad

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

নৌপথে দুর্ঘটনা রোধ ও পরিবেশ সুরক্ষায় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ‘নৌ নিরাপত্তা সপ্তাহ–২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (৬ মে) দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “নৌ-পরিবহন মন্ত্রণালয় ও নৌ-পরিবহন অধিদপ্তরের উদ্যোগে পালিত 'নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫' অত্যন্ত সময়োপযোগী। এবারের প্রতিপাদ্য 'দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ'— বর্তমান পরিস্থিতিতে যথার্থ।”

তিনি জানান, নদীমাতৃক বাংলাদেশে নৌপথ পরিবহন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকার কাজ করছে। বিশেষ করে নৌপথ খনন, প্রযুক্তি ব্যবহার এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জনসচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “নৌ আইন মেনে চলা, নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সবাইকে সতর্ক হয়ে নদীপথে চলাচল করতে হবে।”

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় যেকোনো পরিবহন মাধ্যমেই বাড়তি সতর্কতা প্রয়োজন— এমন মন্তব্য করে নৌযান চালকদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ড. ইউনূস। পাশাপাশি ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম

ফিফার অনুমতি পেলেন শমিত সোম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়াতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন হোমগ্রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হতে পারে এই উদীয়মান মিডফিল্ডারের।

চলতি মাসের ১ তারিখ কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান শমিত। এরপর সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্টও হাতে পান তিনি। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার আর কোনো বাধা রইল না তার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন শমিত। সদ্য অনুষ্ঠিত ম্যাচে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কাভালরি। সেই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে থাকা শমিত পুরো ৯০ মিনিট নিয়ন্ত্রণ করেছেন মাঝমাঠ।

 

শমিত সোম। ছবি: সংগৃহীত

যদিও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, তবুও তার অবদান ছিল দৃষ্টিনন্দন। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে।

বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি বড় সুখবর, কারণ দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে একজন প্রতিভাবান খেলোয়াড় জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন, যিনি আন্তর্জাতিক মানের পেশাদার ফুটবল খেলে আসছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত, নিহত ১
নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম
পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪
পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো
মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা (ভিডিও)
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬
দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল