বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল  

ছবিঃ সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, গত নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। 

পাঁচটি কমিশন হল- গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। এসব কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

এই ৬ কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।

 

Header Ad
Header Ad

অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

(বাম থেকে) অভিনেত্রী শাম্মি ইসলাম নিলা, মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজিত বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এবার বিতর্কে জড়িয়েছে। ক্রিকেট আয়োজন ঘিরে অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেনের পক্ষ থেকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো জনপ্রিয় খেলা ক্রিকেটকে সামনে রেখে ‘সেলিব্রিটি’ আঙ্গিকে এই আয়োজন হলেও, তা পরিণত হয়েছে অশ্লীল প্রদর্শনীর মঞ্চে।

নোটিশে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন—নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।

অভিযোগ অনুযায়ী, উল্লিখিত অভিনেত্রীরা ক্রিকেট খেলার সময় অশালীন ও অশ্লীল পোশাক পরিধান করেছেন এবং অঙ্গভঙ্গিতে শালীনতা বজায় রাখেননি—যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিশেষ করে তরুণদের মাঝে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেছেন, "ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো?"—এই বক্তব্যের মাধ্যমে অভিযোগ আরও দৃঢ় হয়েছে বলে দাবি করা হয়।

আইনজীবী জাকির হোসেনের মতে, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ এবং এখানকার সমাজব্যবস্থা শালীনতা ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী। তাই সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী তারকাদের যথোপযুক্ত ও শালীন পোশাকে খেলার আহ্বান জানানো হয়।

নোটিশে সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত ৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং ১৩ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে। টি-২০ ফরম্যাটের এই আসরে অংশ নেয় চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস।

চ্যাম্পিয়ন হয় সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ ও মৌসুমী হামিদ সমৃদ্ধ গিগাবাইট টাইটানস। পুরো টুর্নামেন্টজুড়ে বল-ব্যাট হাতে অংশ নিয়েছেন দীপা খন্দকার, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, সিনথিয়া, কেয়া পায়েল, আলিশাসহ আরও অনেক তারকা।

Header Ad
Header Ad

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড (অভিযান) শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, যেহেতু মাদকের বিষয় আছে, নারকোটিকস থাকবে। ডিএমপি, সিটি করপোরেশন থাকবে। এই রেইডগুলো নিয়মিতভাবে একটা সময় পরপর হবে।

তিনি আরও বলেন, রাজু ভাস্কর্যের পেছনের গেট চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেট সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মনিটর করার জন্য গণপূর্তের পক্ষ থেকে কমিটি করা হবে।

আসিফ মাহমুদ বলেন, উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকায় অপরাধ সংগঠিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ডিএমপি মনিটর করবে এবং উদ্যানের জন্য একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।

Header Ad
Header Ad

ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। বুধবার (১৪ মে) সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হুথিদের বিবৃতি অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

মুখপাত্র ইয়াহিয়া বলেছেন, ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়।

হুথিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে।

গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুথিরা ঘোষণা করে, তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলিপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে।

২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিদের আক্রমণ বন্ধ হয়ে যায়। কিন্তু মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। পরবর্তীতে হুথিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টা পুনরায় শুরু করে।

১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইয়েমেনের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হুথিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে, এই অভিযানের লক্ষ্য আমেরিকান স্বার্থ রক্ষা করা এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

এর প্রতিক্রিয়ায় হুথিরা উত্তর লোহিত সাগরে অবস্থিত ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। হামলার ফলে জাহাজটির ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সেই সঙ্গে বেশ কয়েকটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথিরা।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির
পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ
জানা গেল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়
বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান