শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজিত বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এবার বিতর্কে জড়িয়েছে। ক্রিকেট আয়োজন ঘিরে অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেনের পক্ষ থেকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো জনপ্রিয় খেলা ক্রিকেটকে সামনে রেখে ‘সেলিব্রিটি’ আঙ্গিকে এই আয়োজন হলেও, তা পরিণত হয়েছে অশ্লীল প্রদর্শনীর মঞ্চে।
নোটিশে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন—নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।
অভিযোগ অনুযায়ী, উল্লিখিত অভিনেত্রীরা ক্রিকেট খেলার সময় অশালীন ও অশ্লীল পোশাক পরিধান করেছেন এবং অঙ্গভঙ্গিতে শালীনতা বজায় রাখেননি—যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিশেষ করে তরুণদের মাঝে ভুল বার্তা পৌঁছাচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেছেন, "ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো?"—এই বক্তব্যের মাধ্যমে অভিযোগ আরও দৃঢ় হয়েছে বলে দাবি করা হয়।
আইনজীবী জাকির হোসেনের মতে, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ এবং এখানকার সমাজব্যবস্থা শালীনতা ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী। তাই সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী তারকাদের যথোপযুক্ত ও শালীন পোশাকে খেলার আহ্বান জানানো হয়।
নোটিশে সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং ১৩ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে। টি-২০ ফরম্যাটের এই আসরে অংশ নেয় চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস।
চ্যাম্পিয়ন হয় সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ ও মৌসুমী হামিদ সমৃদ্ধ গিগাবাইট টাইটানস। পুরো টুর্নামেন্টজুড়ে বল-ব্যাট হাতে অংশ নিয়েছেন দীপা খন্দকার, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, সিনথিয়া, কেয়া পায়েল, আলিশাসহ আরও অনেক তারকা।