রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর

লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। ওই দিন বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আজ বুধবার রায়ের জন্য দিন রাখা হয়।

এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। তিনি প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন।

Header Ad
Header Ad

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে 'নাকে খত' দেওয়ালেন বিএনপি নেতা

ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগী চুরির অভিযোগ এনে শত শত মানুষের সামনে তাদের মায়েদের নাকে খত দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ মে) রাতে ফেনী সদর উপজেলের পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে সালিসের আয়োজন করে ভূক্তভোগী জাহাঙ্গীর। সালিসে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যায় কিশোররা। রাতে সালিসে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নাকে খত দিতে বাধ্য করান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু চেয়ারম্যান। এরপর তিনি হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মায়েদের নাকে খত দিতে নির্দেশ দেন। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার সকল পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি।
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, কিশোরদের অপরাধে তাদের মায়েদের শাস্তি দেওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে,পরিবেশ পরিস্থিতির কারণে এমনটি করতে বাধ্য হয়েছেন তিনি৷

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। বিয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হলো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট (ভ্রমণ) ভিসা। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানান, এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের টানা কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভিসা ইস্যুতে অগ্রগতি এসেছে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে দলভিত্তিক (বাল্ক) ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এছাড়া, দক্ষ পেশাজীবীদের জন্য পুনরায় চালু হয়েছে অনলাইন এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা—যার আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে।

আলহামুদি জানান, নিরাপত্তা খাতে নিয়োগের জন্য ইতোমধ্যে ৫০০ জনের ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১,০০০ জনের ভিসা অনুমোদনপ্রাপ্ত।

বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার কথাও জানান। বৈঠকের শেষে জানানো হয়, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।

Header Ad
Header Ad

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ফ্যাসিবাদী মনোভাব, পক্ষপাতমূলক আচরণ ও শিক্ষকদের অসম্মানজনক ব্যবহারের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব অভিযোগ তুলে ধরেন। পরে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং উপাচার্যের অপসারণের দাবিতে স্লোগান দেন।

ছাত্রনেতা সুজয় শুভ সংবাদ সম্মেলনে বলেন, “উপাচার্য শিক্ষার্থীদের বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো দাবি মানা হয়নি। বরং তিনি মামলা ও জিডি থেকে নাম বাদ দিতে মুচলেকা দেওয়ার শর্ত দিয়েছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “নতুন নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় স্বপ্ন দেখার সময়, সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফ্যাসিবাদী চর্চা করছেন। একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অপসারণের ঘটনায় কোনো অনুশোচনাও প্রকাশ করেননি তিনি।”

সংবাদ সম্মেলন ও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও অংশগ্রহণমূলক প্রশাসনের পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগই একমাত্র সমাধান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—ভিসির পদত্যাগ’, ‘এক দুই তিন চার—ভিসি তুই গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে 'নাকে খত' দেওয়ালেন বিএনপি নেতা
সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সিরাজগঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’: বন্দী নারী ও বৃদ্ধ উদ্ধার, মূল রহস্য এখনো অজানা
গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা
এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
যশোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল
কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
“নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকারের কেউ কেউ” প্রেসক্লাবে রিজভীর অভিযোগ
কুরবানি ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন? সাবধান, হতে পারে সম্পর্কের অজানা সংকেত!