ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ ও উত্তেজনার অবসানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতির ঘটনায় উভয় দেশের প্রধানমন্ত্রী—নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফ—এর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ মে) এক আনুষ্ঠানিক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুদ্ধবিরতিতে দ্রুত সম্মত হয়ে আলোচনার পথে ফিরে আসার জন্য মোদি ও শেহবাজের সাহসী পদক্ষেপ বিশ্ব শান্তির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
ড. ইউনূস বলেন, "আমি আন্তরিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রশংসা করি—তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আলোচনার টেবিলে বসার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই পদক্ষেপ দুই দেশের জনগণের প্রাণ বাঁচানোর পাশাপাশি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনা জাগিয়েছে।"
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ছিল। আমি তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ড. ইউনূস আশ্বাস দেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সংলাপের ধারাকে সমর্থন করে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “সংঘাত নয়, আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের কূটনৈতিক চেষ্টায় বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের পাশে থাকবে।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে সীমান্ত ও আকাশপথে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছিল, যার ফলে প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি ঘটে। মার্কিন মধ্যস্থতায় শনিবার বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তা কার্যকর হয়।
