সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দেশে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাটে জড়িত ছিলেন না। বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ। মানুষ শেষ কবে ভোট দিয়েছিল ভুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, মানুষ শেষ কবে ভোট দিয়েছিল ভুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে। তারা দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। অভ্যুত্থানের পক্ষের সবার সঙ্গেই পরামর্শ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, দেশের শেয়ার মার্কেটে এক ডাকাতকে সরিয়ে যাতে আরেক ডাকাত না আসে। যাতে ডাকাতদের আড্ডাখানা না হয় তা নিশ্চিতে অর্থবহ সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ কাজগুলো করতে পারলে দ্বিগুণ গতিতে এটি এগিয়ে যাবে।

সাংবাদিক ইউনিয়নগুলো ১৫ বছর ধরে পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল- এ তথ্য তুলে ধরে প্রেস সচিব বলেন, তাদের উচিত সাংবাদিকদের অধিকার নিয়ে আওয়াজ তোলা। কপিরাইট নিয়ম নিয়ে কথা বলতে হবে। ৩০ হাজারের নিচে বেতন হওয়া উচিত নয়। যারা পারবেন না তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিন। এ বিষয়গুলো নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর কথা বলা উচিত।

সংবিধানে বাকস্বাধীনতা সমুন্নত আছে কিন্তু বারবার ফ্রিডম অব স্পিস ক্ষুণ্ণ করা হয়েছে। এ সরকার ফ্রিডম অব স্পিসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলেও এ সময় জানান তিনি।

Header Ad
Header Ad

আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই

ছবি: সংগৃহীত

আন্তর্বর্তী সরকারের ঘোষণায় নিষিদ্ধ হলো আওয়ামী লীগের সকল কার্যক্রম। সেই ঘোষণার পরপরই সারাদেশে ছড়িয়ে পড়ে আনন্দের ঢল। রাজধানী ঢাকা থেকে শুরু করে মফস্বল শহর, এমনকি গ্রামের আনাচে কানাচেও চলছে উৎসবের আমেজ।

এই ধারাবাহিকতায় সোমবার (১২ মে) রাজধানীর শাহবাগে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র—আওয়ামী লীগ নেতাদের নামে গরু ও ছাগল জবাই করে উদযাপন।

শাহবাগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কয়েকজন সদস্য। তাঁরা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দুটি গরু এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করেন। দাবি করা হয়, এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার "আনন্দ উৎসব"।

এই আয়োজনের পেছনে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি ১০ মে রাতে নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচির ইঙ্গিত দেন এবং পরে ১২ মে দুপুরে জানান, সবার জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে, সাদর আমন্ত্রণ রইল।

শুধু রাজধানীতেই নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবরে উল্লাসে মাতেন দেশের বিভিন্ন জেলার মানুষ। নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের পালিত গরু জবাই করে স্থানীয়দের জন্য বিরিয়ানির আয়োজন করেন। রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে এই আয়োজন হয়।

আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের পর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে দেশের এক অংশের মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া ও উৎসবের আমেজ—যা রীতিমতো আনন্দঘন আয়োজন ও প্রতীকী কর্মসূচিতে রূপ নিচ্ছে।

Header Ad
Header Ad

সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি ও গোপনীয় বৈঠকে বসেছেন। সোমবার (১২ মে) বিকেলে এনডিটিভির খবরে জানানো হয়, এই উচ্চপর্যায়ের বৈঠকটি মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নিজেই। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান—জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (ভারতীয় সেনা), অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি (নৌবাহিনী) এবং এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (বিমান বাহিনী)।

এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর প্রধান রবি সিনহাও অংশ নিয়েছেন।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর জের ধরেই সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে সামরিক সংঘাতে রূপ দেয়। এই উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির দুই দিনের মাথায় মোদির নেতৃত্বে এই বৈঠক হওয়ায় তা বিশেষ গুরুত্ব পেয়েছে।

সূত্রমতে, বৈঠকে সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠকে ভারতের পক্ষ থেকে জবাবি ব্যবস্থা কিংবা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

একই দিন ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরা উত্তেজনা প্রশমন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলাদাভাবে বৈঠক করার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে মোদির বৈঠককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মোড় নেওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ঘাটাইলে পরীক্ষা শেষ বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় আল আমিন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কুলিয়া জামালপুর মসজিদ সংলগ্নে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। সে পাশ্ববর্তী বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, আল আমিন প্রান্তিক মুল্যায়ন পরিক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা আল আমিনকে ধাক্কা দিলে সড়কেই ছিটকে পড়ে যায়। এতে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী
২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর আম (ভিডিও)
শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
দেশে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ: প্রেস সচিব
দেশে প্রয়োজনের তুলনায় ২ লাখের বেশি নার্সের ঘাটতি
এবার বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানে জরুরি সতর্কতা
রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, ওসি অবরুদ্ধ
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: প্রধান উপদেষ্টা
নিলামে উঠল এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের ৩১ একর জমি
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর, রাখলেন না বোর্ডের অনুরোধ
ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা: মোদির হুঁশিয়ারি
বিডিআরের ৪০ জওয়ানের জামিন
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল