আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, দলটির সব সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। তাই আইন অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
এর আগে গত শনিবার (১০ মে) রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই বৈঠকে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা, সাম্প্রতিক সময়ের সংঘাতময় পরিস্থিতি এবং বিভিন্ন মামলায় দলটির জড়িত থাকার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
