মধ্যরাতে এনবিআর ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগ চালু

ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি পৃথক বিভাগ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১২ মে) দিবাগত মধ্যরাতে কঠোর গোপনীয়তার সঙ্গে জারি করা হয় বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’।
অধ্যাদেশ অনুযায়ী, এনবিআর আর আগের কাঠামোয় থাকবে না। এর পরিবর্তে কর সংক্রান্ত নীতি নির্ধারণ, তদারকি ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে রাজস্ব নীতি বিভাগ, আর রাজস্ব সংগ্রহ ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং আদায় পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়ন করবে। অপরদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধীনে থাকবে মাঠপর্যায়ে কর আদায় এবং প্রশাসনিক কার্যক্রমের মূল দায়িত্ব।
এই অধ্যাদেশ জারিতে বিসিএস (আয়কর) ও (কাস্টমস) ক্যাডার কর্মকর্তাদের সুপারিশ ও মতামত উপেক্ষা করা হয়েছে বলে জানা গেছে। যদিও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক কাঠামোতে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারদের কিছু পদ অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
এ সিদ্ধান্তকে ঘিরে প্রশাসন ও রাজস্ব ক্যাডার কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সংস্কার, আবার অনেকেই একে হঠকারী ও অপরিকল্পিত পদক্ষেপ বলেও অভিহিত করছেন।
বিশ্লেষকদের মতে, এমন একটি মৌলিক ও প্রভাবশালী পরিবর্তন রাতারাতি ও গোপনীয়ভাবে কার্যকর করাটা নীতিগত স্বচ্ছতার অভাবকেই তুলে ধরে। রাজস্ব আদায়ে কী ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়বে, তা সময়ই বলে দেবে।
সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
