বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও জিজ্ঞাসাবাদের জন্য আটক যুবক। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (১৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, প্রাথমিকভাবে একজনকে চিহ্নিত করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল মাহফুজ আলমের মাথায় লাগে। এ ঘটনার পর তিনি আর কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিক আক্রমণ বর্বরতা। হামলাকারীর উদ্দেশ্য যাই হোক, তা তদন্ত করে বের করা দরকার। এই ধরনের হামলার কোনো ন্যায্যতা নেই।”
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “মাহফুজ আলম কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হয়েও শিক্ষার্থীদের কথা শুনতে রাজপথে এসেছিলেন। সেই সাহসিকতাকে সম্মান না করে তার ওপর এমন আচরণ লজ্জাজনক।”
তিনি আরও বলেন, “আপনাদের দাবি বাস্তবায়নে মূল দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষাসচিবের। অথচ আঘাত করা হলো যিনি কেবল আপনাদের কথা শুনতে এসেছিলেন তাকে।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিগুলো সম্পর্কে সরকার ইতোমধ্যে অবহিত হয়েছে এবং বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বোতল নিক্ষেপের মতো ঘটনা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছে প্রশাসন।
