আলোচনার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

ছবি: সংগৃহীত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন সাময়িক বিরতি পেয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সরকারের দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত আসে।
আন্দোলনকারী পক্ষ জানিয়েছে, বুধবার সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম চলবে, এবং একই দিন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের কাছে দাবি-দাওয়ার বিষয়টি তুলে ধরবেন আলোচনায় অংশ নেওয়া সচিবরা।
বিকেল পৌনে ৩টার দিকে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। আলোচনায় আরও অংশ নেন স্থানীয় সরকার ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা। সরকারের পক্ষ থেকে কর্মচারীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছিল ভূমি সচিবকে।
এর আগে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের নেতৃত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েকজন সচিবের অংশগ্রহণে সেই বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কর্মচারীদের সঙ্গে সরাসরি সংলাপে বসে সচিবরা।
উল্লেখ্য, গত ২৪ মে (শনিবার) থেকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার ছিল আন্দোলনের চতুর্থ দিন। দিনের শুরু থেকেই দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয়ের বিভিন্ন দফতরে কর্মবিরতি পালন করেন তারা।
