জাতীয়

ইরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৩ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

ইরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা
ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলা শুধুমাত্র ইরানের সার্বভৌমত্বের প্রতি আঘাত নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তির জন্য একটি বিপজ্জনক হুমকি। এর ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

বাংলাদেশ এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, উত্তেজনা বাড়ায় এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত এবং শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক পথেই এগিয়ে যাওয়া একান্ত প্রয়োজন।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয়, গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করছে।